নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো এমনি হয়; শুধু সময়ের প্রয়োজনে অল্প সময়ের জন্য,পার্থিব সম্পর্কগুলো চোখে দেখা এক বিবর্ণ শূন্যতা। [email protected]

প্রথমকথা

সুন্দর হউক এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ। মানব হউক মানবিক।আমি সাধারণ অর্ধেক শিক্ষিত মানুষ, কিছু নেই আমার পরিচয়। জীবনে চলার পথে শিখি অবস্থা দেখে বুঝি,আমার শখ লেখালেখি করা, তাই করতে চেষ্টা করি।

প্রথমকথা › বিস্তারিত পোস্টঃ

এক পশলা বৃষ্টি আর তুমি আমি

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬




তুমি অনেকটা বৃষ্টিতে ভিজেছো
শরীরের কোন অংশ নেই বাকি
আচ্ছাদিত বহি:সজ্জা এতোটা সুন্দর ভাবে লেপ্টে গেছে সাবালিকা শরীরের প্রত্যেকটি ভাজে
মনে হয় শিল্পীর আঁকা কোন ঐতিহাসিক ছবি
পূর্ণ শরীর বৃষ্টি জলে আকা এক অপরূপ মূর্তির প্রতিবিম্ব
এত সুন্দর হয় হয় সাবালিকার দেহযষ্টি!
কি এক প্রসন্নতায় মনে? আগন্তকের মত হাজির হলাম!
দেখলাম তোমার বৃষ্টি ভেজা স্বপ্নের সেই কায়া
তোমার আচ্ছাদন কাপড়ের আকা ছবি
ঠিক আমার প্রিয় কবিতার মত ঠায় দাঁড়িয়ে!
নির্বাক তোমাকে দেখছি।
ঠিক তখনি তুমি ডাকলে, হতচকিত অণুকম্পন অনুভব করলাম মননে
আর আমার উপস্থিতি খুজে পেলাম তোমার সম্মুখে
তোমার ডাকে কতোটা পুলকিত হলাম
কতোটা উৎকণ্ঠিত হলো আমার মন
তা তোমাকে বুঝাতে পারবোনা বলে,
তুমিও ঠিক ঐ সময় ভাবছো আমায় আমিও তোমার ভাবনায়
দুই জন নিমজ্জিত হলাম স্বপ্নে
অবশেষে
এই এক পশলা বৃষ্টিতে তুমি আমি দুই জন হয়ে গেলাম জনম জনমের অংশীদার।

সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:



তা'হলে সবকিছু দখলে, আমরা খালি খালি কবিতা পড়লাম

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

প্রথমকথা বলেছেন:

দাদা হাসালেন। খুব সুন্দর মন্তব্য করেছেন, মুগ্ধ হলাম অনুপ্রেরণা পেলাম। শুভ কামনা।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৪

মো:সাব্বির হোসাইন বলেছেন: চাঁদগাজী ভাই ঠিকি বলেছেন।

খুব ভালো লেগেছে কবিতা।শুভকামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

প্রথমকথা বলেছেন:

মোঃ সাব্বির হোসাইন ভাই, চাঁদগাজী ভাইয়ের সাথে একমত হলেন ভাল, দাদা প্রবীণ মানুষ, উনি যা বলেন সত্য বলেন। খুব ভাল লেগেছে আপনার মন্তব্য।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

তৃতীয় পক্ষ বলেছেন: অল্প লেখায় খুব সুন্দর কবিতা। ভাল লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

প্রথমকথা বলেছেন:

কবিতা পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: তুমি অনেকটা বৃষ্টিতে ভিজেছো
শরীরের কোন অংশ নেই বাকি
আচ্ছাদিত বহি:সজ্জা এতোটা সুন্দর ভাবে লেপটে গেছে সাবালিকা শরীরের প্রত্যেকটি ভাজে
মনে হয় শিল্পীর আঁকা কোন ঐতিহাসিক ছবি
পূর্ণ শরীর বৃষ্টি জলে আকা এক অপরূপ মূর্তির প্রতিবিম্ব
এত সুন্দর হয় হয় সাবালিকার দেহযষ্টি!

খুব সুন্দর লেখা। শুভ কামনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

প্রথমকথা বলেছেন:



খুব সুন্দর করে মন্তব্য করেছেন, মুগ্ধতা কবি।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর বৃষ্টিমাখা কবিতা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

প্রথমকথা বলেছেন:


প্রিয় সেলিম আনোয়ার ভাই, ভাললাগাতে পেরে ধন্য, খুব সুন্দর বলেছেন। অশেষ ধন্যবাদ।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

মার্কো পোলো বলেছেন: বাহ! অনেক ভাল লাগলো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

প্রথমকথা বলেছেন:

মার্কো পোলো ভাই
সুন্দর বলেছেন। অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

প্রথমকথা বলেছেন:

প্রিয় দাদা
অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: প্রথমকথা ,




ঝুম বৃষ্টিতে স্বচ্ছ ছাতার নীচে দু'জনার স্বপ্নে নিমজ্জিত হওয়ার মতোই কবিতা ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

প্রথমকথা বলেছেন:


মন্তব্যে প্রীত হলাম। অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: বৃষ্টিস্নাত কথামালায় একটা মোহাচ্ছন্নতা কাজ করছে...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

প্রথমকথা বলেছেন:

প্রিয় দাদা
খুব সুন্দর মন্তব্য করেছেন, অনুপ্রেরণা পেলাম। অশেষ ধন্যবাদ।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২

ভ্রমরের ডানা বলেছেন: কিছু বানানে ভুল আছে। ঠিক করে নিয়েন।

উত্কণ্ঠিত < উৎকণ্ঠিত
অনুকম্পন < অণুকম্পন
আগুন্তকের <আগন্তুকের


কবিতার ভাব বেশ স্নিগ্ধকর! খুব ভাল লিখেছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

প্রথমকথা বলেছেন:

খুব সুন্দর ভাবে ভুল গুলো ধরিয়ে দিয়েছেন, খুব ভাল লাগল । মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক ভাল লাগা জানবেন।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

দেবজ্যোতিকাজল বলেছেন: তোমার কবিতাগুলো ভালো পাঠিয়ে দিতে পারো

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

প্রথমকথা বলেছেন: আচ্ছা দাদা। ভাল থাকবেন।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আরিয়ান রাইটিং বলেছেন: বাহ্।।। বৃষ্টি নিয়ে লেখাটা অনেক সুন্দর হয়েছে।
বর্ণনাগুলো চমৎ কার ছিল।
পছন্দের লাইনটা হচ্ছে -

পূর্ণ শরীর বৃষ্টি জলে আকা এক অপরূপ মূর্তির প্রতিবিম্ব

শুভকামনা।

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৭

প্রথমকথা বলেছেন: প্রিয় ভাই,
কবিতা পাঠে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাললাগাতে পেরে ধন্য। ভাল থাকবেন। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.