নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো এমনি হয়; শুধু সময়ের প্রয়োজনে অল্প সময়ের জন্য,পার্থিব সম্পর্কগুলো চোখে দেখা এক বিবর্ণ শূন্যতা। [email protected]

প্রথমকথা

সুন্দর হউক এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ। মানব হউক মানবিক।আমি সাধারণ অর্ধেক শিক্ষিত মানুষ, কিছু নেই আমার পরিচয়। জীবনে চলার পথে শিখি অবস্থা দেখে বুঝি,আমার শখ লেখালেখি করা, তাই করতে চেষ্টা করি।

প্রথমকথা › বিস্তারিত পোস্টঃ

যখন পথ থমকে দাঁড়ায়

১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৮


যখন পথ থমকে দাঁড়ায়


যখন পথ থমকে দাঁড়ায়, আমি তখন হারাই পথ পথের মাঝে, দিকভ্রান্তের ন্যায়
আমি তখন হারিয়ে যাই অচেনা পথে, কোন পথিক হয়ে
আমার দিক থাকে না স্থির, আমি হয়ে যাই অস্থির,আমি হারিয়ে খুজে তাকে
কেউ যেন পিছু ডেকে তখন আমায় বলে পথিক, তুমিতো নেই তুমিতে,
তুমি হারিয়েছ পথ, সে কবে!
তুমিতো সেই কবে হারিয়েছ তোমার তোমার চেনাজানা সেই শহর, সেই পথ
সেই জনপদ, যে জনপদে তুমি হেঁটেছিলে শৈশবে
বসেছিল ছায়া বৃক্ষ তলে,
এখন আর নেই পথ নেই সেই তোমার অপেক্ষার প্রহর।
পথ সেইতো আর আগের সেই অবস্থাতে নেই, হারিয়েছে তার স্বকীয়তা,
হারিয়েছে তার অতীত রূপ, হারিয়েছে সেই চেনাজানা পথিক
আজ পথের মাঝে সারিসারি আট্রালিকা উচু নিচু ফ্লাইওভার,
যেখানে তুমি থমকে দাঁড়িয়েছিলে সেখানে আজ নেই সেই পথ, নেই পদচিহ্ন
যেথায় তুমি বসেছিলে একান্তে "শুকুন্তলার" সাথে! নেই সেই ফুটপাত।
পথ আজ খুজে পথিককে,
একটু খানি দেখবে বলে নিতে চায় সেই পুরানো পথিকের পায়ের চিহ্নের আস্বাদন,
ভাবো কত অসহায় পথ! পথিক বিহীন।
আজো খুঁজে পথ! পথিককে পাবে বলে তার সেই চেনাজানা পথচারী।
যখন পথে থমকে দাড়ায় পথচারী!
তখন প্রতি মহুত্বে পথে দাড়ায় শত সহস্র নাম জানা অজানা গাড়ি,
অজানা অগম্য পথচারী,
তখন থমকে দাড়ায় কচি হাতের ফুল বিক্রেতা, পানি হাতে কোন নিরীহ মানুষ ,
তখন থমকে দাড়ায় লুণ্ঠনকারী, কোন ক্ষুদার্থ কিশোর
তখন থমকে দাঁড়ায় লেখকের কলম, সাংবাদিকে খবর, মন্ত্রীর গাড়ি
পুলিশের সাইরেনের আওয়াজ।
তখন রাতের আধারে থমকে দাঁড়ায় পতিতার অন্ধকার পথ, ভেজাল ভালোবাসা
তখন থমকে দাঁড়ায় সিগনালে লালবাতি, আর ট্রাইফিকের রঙ করা রঙিন হাত
তখন আমিও হারাই আমার চেনাজানা পথ।

সর্বস্বত্ব সংরক্ষিত @ প্রথমকথা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন:
কঠিন কবিতা বেশ। কবিতার গল্পটা ভাল লাগলো।

০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন, ভাললাগাতে পেরে ধন্য। ভাল থাকবেন। অশেষ ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: প্রথমকথা ,



যে দিন গেছে তা গেছে ! সময়ের ফ্লাইওভার দিয়ে গড়িয়ে গড়িয়ে চেনাজানা অনেক কিছুই দৌড়ে যায় অন্য গন্তব্যে । সে সব আড়ালে গেলেই অন্য কিছু এসে ধরা দেয় চোখে ।
আমরা যে সবাই চলতি হাওয়ার পন্থী !
এই তো জীবন , বহমান কালের স্রোতে ।

কবিতার বক্তব্য ভালো ।

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছে, মন্তব্যে প্রীত হলাম, প্রিয় ভাই। অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.