| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমকথা
সুন্দর হউক এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ। মানব হউক মানবিক।আমি সাধারণ অর্ধেক শিক্ষিত মানুষ, কিছু নেই আমার পরিচয়। জীবনে চলার পথে শিখি অবস্থা দেখে বুঝি,আমার শখ লেখালেখি করা, তাই করতে চেষ্টা করি।
কথা ছিলো তাই এসেছিলাম পদ্ম পুকুরের পাড়ে
তবে অনেকটা আবছা অন্ধকার ছিলো দেখছিলাম না তোমায়
কিন্তু পদ্ম পুকুরের পাঁড় দক্ষিণ দিকটা ছিলো অনেকটা স্পষ্ট আলো
তুমি যে ঐ পথেই আসো সব সময়।
সেই দক্ষিণ দিকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম! অনেকটা সময়,
কখন যে পূর্ব আকাশে সূর্য উঠেছে টেরও পাইনি,
তবুও অপেক্ষা যায় সময়!
আজোও সেই অপেক্ষায় থাকি! কখন হবে সেই ক্ষণ, সেই সময়ের মতো আবছা অন্ধকার,
কয়দিন হলো সেই পদ্ম পুকুরটায় কিছুটা জল শূন্যতা
তাই সরবোরে দেখা যায় না পদ্ম, কিন্তু আমার অপেক্ষার প্রহর হয় দীর্ঘ,
হয় না শেষ!
কিছু দিন আগ থেকে একটু একটু বৃষ্টি হচ্ছে , মনে পড়েছে সেই সময়,
যে সময় তুমি বলেছিলে আসতে, এর মধ্যে করেছি অনেক সময় পার!
অথচ দেখো আমি বছরকে বছর তোমার অপেক্ষায়
তোমার সাথে দেখা না হলে আমি যেতে পারি না আমার নীড়ে।
তুমি কি জানো .......
আজ খুব বৃষ্টি হচ্ছে
পদ্ম পুকুর ফিরে পাবে তার যৌবন সরবোরে ফুটবে পদ্ম,
অনেক সময় পরও তুমি আসছো না; চিন্তায় জ্বলে মন
তাই অতীত কোন এক দিনের কথা মনে পড়ে,
সেই সময় তুমি আমি কতোনা কেটেছি আনন্দে, অনেক সুখকর সময়
মনে পড়েছে কি পদ্ম পুকুরের অনেক স্মৃতির আনন্দঘন ক্ষণ,
সেই পদ্ম পুকুর পাড়ে আমি তুমি কতো লীলা না করেছি,
করেছি কতো রঙ্গ।
তুমি কি আসবে এই সময়! আমি যে যেতে পারিনা তোমার না দেখায়,
জানি তুমিও ভাবছো হয়তো ঠিক আমার মতো,
দক্ষিণের অপেক্ষায় থাকতে থাকতে কখন যে উত্তর পাড়ে হয়েছে বসত ঘর,
এর মধ্যে হারিয়ে গেছে অনেক, অনেক ভালোলাগা সময়,
চলে গেছে গেছে অনেকেই ঐপারে
হয়নি দেখা কারো সাথে যদি তুমি এসে না পাও দেখা এই ভয়ে
যখন দেখি তুমি আসছো ঐ দিক থেকে সেই চেনা পথে, সেই আবছা আলোয়
কেটে গেছে সংশয়।
তখন পূর্ব পাশে চোখে পড়েনি আগেকার কোন স্মৃতি চিহ্ন, নেই সেই চেনাজানা দূর্বাঘাস,
গজে উঠেছে বড় বড় বৃক্ষ, আকাশ সমান।
তুমি যখন কাছে আসলে আমি হতবম্ব ! তোমার জরাজীর্ণ কায়া,
এতোটা ক্ষীণ হয়ে গেছো কবে, যেমনটা হয়েছে আমার কুঠির, আমি তুমি ছাড়া।
যে কুঠিরে একসময় দুইজনে একান্তে কেটেছি কিছু সময়, সেই কুঠির!
কবে হারিয়েছে তার প্রান যেমনটি দেখায় কোন না পাওয়া হৃদয়,
আমি যেমন আস্তে আস্তে হারিয়েছি সময় তোমার অপেক্ষায়, হারিয়েছি স্মৃতি তোমার আমার!
তেমনি কুঠির হারিয়েছে তার অনেক অনেক দিনের সাথে থাকা বর।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
প্রথমকথা বলেছেন: ""সেই তুমি" বেশি প্রমিনেন্ট । সে তুমি লিখলে বেশি সহজ হয়ে যায় তাই লিখলাম না। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
রাকু হাসান বলেছেন:
চমৎকার সব কাব্য ।
ভালো লেগেছে +
পদ্ম পুকুর ভাইয়া হা হা হা!!! শেষ পর্যন্ত আমার কাছে. ----হাহহাা দারুণ মন্তব্য । কবিতার শিরোনাম দেখে মনে হচ্ছিলো আপনি যদি কবিতাটি পড়েন
,,,
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬
প্রথমকথা বলেছেন: রাকু হাসান ভাই, দ্বিতীয় বার মন্তব্যে এসে অনেক ভালোবাসা ফেলেন। অসংখ্য ধন্যবাদ।
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২২
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
প্রথমকথা বলেছেন: ভাললাগা জানবেন প্রিয় সনেট কবি।
৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
পদ্মপুকুর বলেছেন: এবং মাজার ব্যাপার হলো যে এই পোস্টের প্রথম পাঠক ও মন্তব্যকারী আমিই @ রাকু হাসান।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
প্রথমকথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৫|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
সুমন কর বলেছেন: পড়তে ভালো লাগল। শুভ কামনা...
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩
প্রথমকথা বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় সুমন কর দাদা। শুভকামনা।
৬|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
তৃতীয় পক্ষ বলেছেন: খুব সুন্দর লেখা।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪
প্রথমকথা বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। অসংখ্য ধন্যবাদ।
৭|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫
প্রথমকথা বলেছেন: কবিতা পড়ে মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৮|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯
মনিরা সুলতানা বলেছেন: বাহ !
ভালোলাগা।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬
প্রথমকথা বলেছেন: ভালোলাগা জানবেন। মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
৯|
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:৫১
মোছাব্বিরুল হক বলেছেন: খুব ভালোলাগল।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭
প্রথমকথা বলেছেন: ভালোলাগাতে পেরে ধন্য হলাম। অসংখ্য ধন্যবাদ।
১০|
০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
রাকু হাসান বলেছেন: আমি আরেকবার আপনার পোস্ট দেখে গেছিলাম । তখন প্রতি উত্তর দেননি । তারপর নেতিবাচক ভাবনা এসছিল আপনার প্রতি । এখন প্রতি উত্তর দেখে ইতিবাচক আন্তরিকতা রেখে যাচ্ছি পোস্টে । ভালো থাকবেন । ধন্যবাদ ।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২
প্রথমকথা বলেছেন: প্রিয় ভাই প্রতি উত্তর দেয়াটা ভদ্রতা, যে দেবে না সেই ভদ্র লোক হতে পারেনা। ভালোলাগা সব সময়।
১১|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
টুটুল বলেছেন: আহ! স্মৃতিকাতরতা!
১২|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনি তো এক জীবন-কাব্য লিখেছেন, ভালো; অনেক কথা, অনেক আবেগ, অনেক অনুধাবন
১৩|
০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৮
খায়রুল আহসান বলেছেন: স্মৃতিজাগানিয়া কবিতা। শেষের চরণদুটো হৃদয়স্পর্শী হয়েছে।
কবিতায় ভাল লাগা ++
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
পদ্মপুকুর বলেছেন: হা হা হা!!! শেষ পর্যন্ত আমার কাছে...
কবিতা যদিও বুঝি না, পড়তে ভালো লাগলো। কবিতায় কে বেশি প্রমিনেন্ট, পদ্মপুকুর না 'সেই তুমি' ?
প্রিয়তে থাকলো কবিতাটা।