নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোয়ারা মণি

মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার

কামরুন নাহার আমার নাম নয় আমার নাম মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার › বিস্তারিত পোস্টঃ

যদি আমাকে চলে যেতে হয়

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩

যদি আমাকে চলে যেতে হয়

কিছুই নেবো না আমি

যদি আমাকে চলে যেতে হয়

কোনোই প্রাপ্য নেই আমার

যদি আমাকে চলে যেতেই হয়

সব তুচ্ছ করে চলে যাবো আমি

তোমাদের সকল কিছু

এমনকি ভালোবাসাও

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: এত অভিমান আর এত রাগ কেনো আপুনি?

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: এতো ভালোবাসায় কি আর রাগ অভিমান থাকে ভাই?
মরে গিয়েও ফিরে আসার সাধ জাগে বার বার।
এতো আপনাপানে ধন্যবাদ দেয়া যায় না।
ভালো থাকার শুভকামনা নিরন্তর আপু শায়মা। :) :)

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :(

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অনিচ্ছায় যেতে হলে কি হবে করুণায়? :) :)
আন্তরিক ধন্যবাদ শুভকামনা ইরফান আহমেদ বর্ষণ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

হুম ! /:)

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আপনার নামটি খুব সুন্দর।
আন্তরিক ধন্যবাদ শুভকামনা স্নিগ্ধ শোভন। :) :)

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

একজন আরমান বলেছেন:
অভিমানি কাব্য। :(

ভালো লাগলো।

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ‘অভিমানি কাব্য’ কথাটি খুব ভালো লাগলো।
আন্তরিক ধন্যবাদ শুভকামনা একজন আরমান। :) :)

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: সুন্দর




০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক ধন্যবাদ শুভকামনা নেক্সাস। :) :)

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

নেক্সাস বলেছেন: ভালোবেসে চলে যেতে নেই

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ফিরে এসে জানিয়ে দেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। :) :)

‘‘যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়
তবু চলে যায়...’’ নেক্সাস।

৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
যদি আমাকে চলে যেতেই হয়
সব তুচ্ছ করে চলে যাবো আমি
তোমাদের সকল কিছু
এমনকি ভালোবাসাও


চলে যাবে যেও, কষ্ট নিও না
চলে যাবে যাও, যেতে যেতে কারো বুকে কষ্ট দিও না।

সুন্দর ও করুণ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: চলে যাওয়ার কথা করুণ হলে চলবে কী করে?
সেতো পরম সত্য। :) :)

কোনো এক শান্ত সকালে
ভোরের বিহঙ্গ থমকে দাঁড়াবে
ক্ষণিকের তরে ভুলে যাবে তার কলতান
একটুখানি থেমে
আবার গাইবে নতুন সুরে
ধরবে নতুন বীণায় তান
সে তো কষ্ট নয় সে আমারই মুক্তির গান
সকল আশা মিটবে সেদিন
হবে সব কোলাহল অবসান।

ভালো থেকো নিরন্তর সোনাবীজ; :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.