![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে সব দেশের অধিকাংশ মানুষ দরিদ্র এবং সীমিত শিক্ষিত
সম্ভবত তাঁদের দল অথবা রাজনীতি নিয়ে মাথা ব্যথা কম
তাঁরা চায় ক্ষুধা পেটে একমুঠো ভাত একটু নিরাপত্তার ঘুম
তাঁরা চায় জনসমক্ষে কন্যা বা স্ত্রীর সম্ভ্রম হারানোর বিচার
বঞ্চিত মানুষের পেটের ক্ষুধা আর নীতিকথার হয় হাতাহাতি
আশাহত স্বজন হারানো মানুষেরা মরিয়া হয়ে চায় পরিবর্তন
অথৈ সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষগুলো নির্বিচারে আঁকড়ে ধরে
সামনে ভেসে আসা খড়কুটো শুধু একটু বেঁচে থাকার আশায়...
১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৪৬
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: প্রিয়তমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে কবিতা লেখা যায়
আসলে কি ভালো লাগে? আজ কাল মানুষের প্রয়োজন আর
না পাওয়ার ব্যবধান এতো বেড়েছে যে নীতিকথা
বেচারা জাদুঘরে যাবার উপক্রম।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা ভাই আমারে তুমি অশেষ করেছ
২| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
জাহাঙ্গীর.আলম বলেছেন:
বেঁচে থাকার সংগ্রামে নীতিরা সব নিরব থাকে ৷
ভাল আছেন নিশ্চয়ই ৷
১৯ শে মে, ২০১৪ দুপুর ১:৪৭
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: বেঁচে থাকার সংগ্রামে নীতিদের কী নিদারুণ পরাজয়!
এই তো চলে যাচ্ছে সময় ভালো মন্দ মিলিয়ে।
আশা করি আপনিও ভালো আছেন।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা রইলো ভাই আলজাহাঙ্গীর
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৫
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: এসব নীতি সব পুস্তকেই শোভা পায়। এখনতো নীতিহীন উদ্ভট কিছুই ভাল লাগে। যেমন ভাল লাগে প্রিয়তমার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকতে।