নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনোয়ারা মণি

মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার

কামরুন নাহার আমার নাম নয় আমার নাম মনোয়ারা মণি

ব্লগপাতায় কামরুন নাহার › বিস্তারিত পোস্টঃ

স্বাধিকার তুমি স্বাধীন নও

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

বহু দিনের শ্রম আর সাধনায়

বর্বর যুগ পেরিয়ে এসেছে মানুষ

ভূষণহীন সেজেছে সলাজ ভূষণে

সত্য আরো সুন্দর হয়েছে আভরণে

সংযতা এসেছে ভাষায় আর প্রকাশে

অভিধানে জুড়েছে অসংখ্য শব্দাবলী

লজ্জা, নির্লজ্জ, শালীন কিংবা অশালীন

কত ত্যাগ আর তিতিক্ষায়

মানুষ দেখেছে সভ্যতার আলো

আধুনিকতা আর স্বাধিকারের দোহাই দিয়ে

সেই আদিম বর্বর যুগ ফিরিয়ে আনা

সে তো নিজেরই অপমান।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা আপনার কবিতায়। কিন্তু ভাষার ব্যবহার আরো সহজ করা যায় না।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: লেখাটি ভালো লাগার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
এই প্রথম জানলাম আমার লেখার ভাষার ব্যবহার আরো সহজ করা দরকার।
প্রত্যেক লেখার মত এই লেখাটিরও একটি নির্দিষ্ট উৎস আছে। ভাষার ক্ষেত্রে এটুকু করা প্রয়োজন হয়েছিলো ইন ফ্যাক্ট লেখাটি তার নিজের গতিতে এগিয়েছে। স্বাধীনতা অথবা নিজস্ব অধিকার আছে বলেই আমরা যা কিছু করতে পারি না, যা কিছু বলতে বা লিখতে পারি না, যদি তা পারা যেত তাহলে মানুষ ঘর বানাতো না, পোশাক পড়তো না ইত্যাদি। আমরা এমন একটা সময়ে চলমান যেখানে কেউ কেউ ভুলে যাচ্ছি এসব কথা। নিজের অধিকার আছে মনে করে যা খুশি করা কখনই কাম্য নয়।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা সুহৃদ ইমতিয়াজ ১৩

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

নিলু বলেছেন: আমরা যে এখন প্রকিতি ফিরে চাচ্ছি , তাই স্বাধীনতার সাধ পাচ্ছি না , তবে মানব যদি দানব হয় , তাহলে কি করবেন ?

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৭

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আমরা চাইলেই ফিরে যেতে পারি না। সভ্যতার জালে জড়িয়ে গেছি যে। কেউ কেউ সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু আবিষ্কারের জন্য আদিকালে ফিরে যেতে চাচ্ছেন বটে তবে সেটা আগত ভবিষ্যতে কতটুকু গ্রহণযোগ্য হবে তা থাকলো সময়ের হাতে।
অশেষ ধন্যবাদ আর শুভকামনা ভাই নিলু

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

নুর ইসলাম রফিক বলেছেন: হায়রে স্বাধীনতা............
হায়রে স্বাধীনতার স্বাদ
কতো যে বিষাদ
বুঝিবে সে জন
........................।

বাকীটা শুন্যই রেখে দিলাম নিজের মতো বুঝে নেবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: স্বাধীনতা রক্ষা করতে কতটুকু পরাধীনতার শিকল পড়তে হয় যেদিন আমরা বুঝতে পারবো সেদিন হয়তো সমস্যা কমে যাবে। এই লেখার প্রেক্ষিতে একটা লেখা --

লেখক বলে আমি স্বাধীন
কলম বলে আমি
পুরুষ বলে আমি স্বাধীন
নারী বলে আমি
সমাজ বলে আমি স্বাধীন
বিবেক বলে আমি
স্বাধীনতায় সব পরাধীন
হেসে বলি আমি।

অশেষ ধন্যবাদ আর শুভকামনা ভাই নুর ইসলাম রফিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.