![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একপক্ষ যখন সুচিত্রা সেন এর ছবি দেখে দেখে নির্ঘুম রাত কাটায় অন্যপক্ষ হয়তো জানতেও পারে না।
অন্যপক্ষ যখন উত্তম কুমারের ছবি দেখে বলে, আহা কী দারুণ! হিংসার শিলাবৃষ্টি শুরু হয় তখনই।
“এই কথাগুলো সব সময় পুরুষের হিংসার প্রকাশ নাও হতে পারে, নাও হতে পারে নারীদের প্রতি পুরুষের স্বাধীনতা হরণের প্রবণতা। হতে পারে পুরুষেরা অন্তত একজন নারীকে ভালোবাসে যার প্রতি সে তাঁর সমস্ত সত্ত্বা দিয়ে নির্ভরশীল। মনের অজান্তেই সে মেয়েদের মধ্যে সেই নির্ভরশীলতার মূর্তি দেখতে চায়। এ কারণেও হয়তো মেয়েদের যে কোনো অসুন্দর আচরণ একজন পুরুষকে ক্ষুব্ধ করে তুলতে পারে।”
উপরে আমার লেখা চার লাইন দেখার পরে কথাগুলো বললেন পারিবারিক পণ্ডিত।
বাঁক নিলো চিন্তাধারার মোড়।
©somewhere in net ltd.