![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা দুইটি ডালে রয়
তবু সদা কথা কয়
তারা দুই দিকে তাকায়
কভু ছেড়ে নাহি যায়
তারা বন্ধনহীন মুক্ত আকাশ
তবু বাধা পরে রয়
তারা মান অভিমান করে
চুপি চুপি হাসে
তারা বিবাদ করে পরে
চোখের জলে ভাসে
তারা তীর্থের পাখি
বন্ধু জনমের গভীর ভালোবাসে।
01.01.2016
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা। শুভ ইংরেজি নববর্ষ ২০১৬।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
অন্তু নীল বলেছেন: চমৎকার।
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা। শুভ ইংরেজি নববর্ষ ২০১৬।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
কাবিল বলেছেন: ভাল লাগলো।