![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবার থেকে আলাদা থাকতে চাই কিন্তু পারি না। আমি সবার মাঝে মিশে থাকতে চাই কিন্তু তাও পারি না। আমি আমাকে নিয়ে বেশি ব্যস্ত।
বছর পার হয় নি মাত্র গিয়েছে আটটি মাস। তাতেই যে পরিসংখ্যান বেরিয়েছে চেতনা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। কথিত চেতনাহীনদের উচ্ছেদ করে যে ‘আধুনিকত’র যাত্রাশুরু হয়েছিল তার যে কি অবস্থা তা আজ আমার বলার আগেই সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করে দিচ্ছে। অবশ্য এখানেও দেখার আছে অনেক কিছু। প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম চেতনাধারী কি না? এখন আবার সংবাদ প্রকাশ করায় এ মাধ্যমটির উপর চেতনা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যা হোক ঘটনার দিকে নজর দেওয়া যাক।
শিরোনাম: শিবিরমুক্ত চট্রগ্রাম কলেজ আটমাসে ২০ বার সংঘর্ষে ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন)
চট্রগ্রাম কলেজটি শিবিরমুক্ত করে ছাত্রলীগের নিয়ন্ত্রণে নেওয়ার পর আট মাসে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নিজেরাই কমপক্ষে বিশবার সংঘর্ষে জড়িয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ত্রিশ জন। কিন্তু সংঘর্ষের উৎস দূর না হওয়ায় আরও সংঘর্ষের প্রেক্ষাপট বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, জামায়াত শিবিরের দখলে থাকা চট্রগ্রাম কলেজকে উদ্ধারে অধ্যক্ষের কার্যালয়ের সামনে রক্তঢেলে প্রতিবাদ,আট দফা দাবি আদায়, গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ছাত্রলীগ। এর সুফলও মেলে একপর্যায়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয় শিবির। ক্যাম্পাসে বসে পুলিশফাড়ি। জামাত শিবিরের মিনি ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত ক্যাম্পাসে উড়তে থাকে প্রগতির পতাকা। কিন্তু তাতেও সুস্থ পরিবেশ ফিরে আসে নি। শিবির বিদায়ের পর কতৃত্বধারী ছাত্রলীগ নিজেরাই হয়েছে নিজেদের জন্য কাল। তারা লিপ্ত হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্বে। তিনগ্রুপে বিভক্ত হয়ে ছাত্রলীগ শুরু করে দেয় আত্নঘাতী তৎপরতা।ফলে গত আট মাসে ছাত্রলীগ জড়িয়েছে বিশটি সংঘর্ষে। এব্যাপারে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বেলেন, ছাত্রলীগের গ্রুপগুলো যেভাবে একে ওপরে হামলা করছে তাতে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পুলিশকে লাগাতার সময় দিতে হচ্ছে। নগর যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু বলেন, শিক্ষা-প্রতিষ্ঠানে কোনরুপ সংঘর্ষ মেনে নেওয়া যায় না।
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: এতোদিন নিজেদের সাথে কোপাকোপি করার সুযোগ পায় নাই এখন পাইছে। এই সুযোগ আবার কবে শেষ হয়ে যায় এই আশংকায় আছে ছাত্রলীগ। জয় বাংলা জয় ছাত্রলীগ।
২| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
কলেজ ইউনিভার্সিটিগুলোকে শিবির মাদ্রাসায় পরিণত করেছিল; এগুলোকে শিবিরের খপ্পর থেকে বের করার দরকার ছিলো পুলিশ দিয়ে; শেখ হাসিনা কাজে লাগায়েছে দুস্ট ছাত্রলীগকে।
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: সরকারী আলীয়া মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি আছে। আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জঙ্গী ছিল। বুঝেন এইবার। যাওয়ার জায়গা নাই। সারা দেশের শিক্ষারথীরা যখন জঙ্গীবিরোধী মিছিল করল তখন সোনার ছেলেরা একটা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের প্রাকটিক্যাল ক্লাস করে নি? কবি এখানে নিরব।।।।।।।।।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৬
গেম চেঞ্জার বলেছেন: শিবির কি ছাত্রলীগে যোগ দিয়েছে?