![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবার থেকে আলাদা থাকতে চাই কিন্তু পারি না। আমি সবার মাঝে মিশে থাকতে চাই কিন্তু তাও পারি না। আমি আমাকে নিয়ে বেশি ব্যস্ত।
আজ দুপুরের দিকে একটি লেখা লিখছিলাম তা প্রায় তিন ঘন্টা পর্যন্ত দেখা যাচ্ছিল কিন্তু হটাৎ আমার মোবাইলথেকে সামুতে প্রবেশকরে দেখি তা আর দেখা যাচ্ছে না। ভাবলাম হয়ত আমার মোবাইলে সমস্যা । কিন্তু পরবর্তিতে প্রায় অনেক বার চেষ্ঠা করে ও যখন মূল পাতায় আমার লেখাটি পেলাম না তখন কম্পিউটারে বসেও ট্রাই করলাম। কিন্তু তাতেও কোন উপকার হচ্ছে না। এখন আমি কি করি।
১। আমার লেখার ব্যাপারে কোন অভিযোগ থাকলে তা আমাকে জানানো হউক।
২। এভাবে লেখা না দেখালে লেখার আগ্রহ হারিয়ে ফেলব।
এটাই ছিঁল আমার লেখার শিরোণাম।
©somewhere in net ltd.