![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবার থেকে আলাদা থাকতে চাই কিন্তু পারি না। আমি সবার মাঝে মিশে থাকতে চাই কিন্তু তাও পারি না। আমি আমাকে নিয়ে বেশি ব্যস্ত।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।১৯ সদস্যের স্থায়ী কমিটিতে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বর্তমানে ভারতে কারাবন্দি সালাউদ্দিন আহমেদও রয়েছেন। তবে বিএনপি ১৭ জনের নাম প্রকাশ করলেও ২ জনের নাম প্রকাশ করে নি।
স্থায়ী কমিটির ১৭জন সদস্যেন নাম-বেগম খালেদা জিয়া, তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ, জমির উদ্দিন, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, হান্নান শাহ, এমকে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।
বিএনপির নতুন কমিটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫ জন, যুগ্ম মহাসচিব সাতজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাতজন এবং সম্পাদকমণ্ডলীর সদস্য ২০৯ জন। ছাত্র ও যুব-বিষয়ক তিনটি পদ এখনো ফাঁকা।
বিএনপির নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদ মিলিয়ে মোট ৫৯২ জনের নাম ঘোষণা করা হয়েছে। নির্বাহী কমিটিতে সম্পাদক বা কর্মকর্তা হিসেবে আছেন ২০৯ জন। নির্বাহী কমিটির সদস্য আছেন ২৯৩ জন।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ৪২ জন।
আজ শনিবার বিএনপি কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব নাম ঘোষণা করেন
০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: নেতারা তো রাজনীতি করে না বরং রাজনীতিই নেতাদের উপড় উপচে পড়েছে। কথায় আছে না নাই মামার চেয়ে কানা মামা ভাল।
২| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২
বিলুনী বলেছেন: উপরের ১ নং মন্তব্যটি যতার্থ বলেই মনে হয়, সব কটা অচলমাল আর বেশীর ভাগই বর্ণচোরা লোক এরা মারাঠা দস্যু থেকেও মারাত্বক এরা যেদিকে থাকবে তাদের ভরাডুবি হতে বেশী সময় নিবেনা । ভুল যখন করে তখন সব দিক থেকেই ভুল করে, তবে বিএনপি যে এদের পকেটে চলে গেছে তাতে আর কোন সন্দেহ নেই, ক্ষমতায় আসীন দলগুলু এতে নিশ্চয়ই ডুগডুগী বাজাবে বলবে বাহরে বাহ এইতো চেয়েছিলাম ।
০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: ঠিক চিহ্ন দিলাম। তবে কেন নাম্বারর দিতে পারলাম না। কথায় আছে না আমরা নিরপেক্ষ নই জনগনের পক্ষে।
৩| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
১৭ জনের মাঝে একজনও রাজনীতিবিদ নন, সবগুলো এযুগের জন্য অচল ও ষড়যন্ত্রকারী; ধরে নেন, এটা মারাঠা দস্যুদের দল।
ভাই চাঁদগাজী আপনার মন্তব্য পছন্দ হইলে আবার বলেন তোসামত !!,
এর চেয়ে অন্তর্নিহিত সত্য আর কিভাবে প্রকাশ করা যায়?
০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: আপনাকেও তাহাই বলিলাম যাহা উপরওয়ালাকে বলিয়াছি।
সংযুক্তি: চালায়া যান কাম দিব।
৪| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: লাভ কী? শেখ হাসিনা এখনও জীবিত...
০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
ক্যামেরার প্রতিবাদ বলেছেন: শেখ হাসিনাকে তো এজন্যই কমিটিতে রাখা হয় নাই। কমিটিতে যারা আছেন তাদেরদিকে ভাল করে তাকায়া দেখেন তারা কি জীবিত না ।।।।।।।।।।।
আপনাকে অশংখ্য মোবারকবাদ বিচার মানার পড়েও একটি তালগাছের মালিক বলে।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
১৭ জনের মাঝে একজনও রাজনীতিবিদ নন, সবগুলো এযুগের জন্য অচল ও ষড়যন্ত্রকারী; ধরে নেন, এটা মারাঠা দস্যুদের দল।