![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবার থেকে আলাদা থাকতে চাই কিন্তু পারি না। আমি সবার মাঝে মিশে থাকতে চাই কিন্তু তাও পারি না। আমি আমাকে নিয়ে বেশি ব্যস্ত।
আমার বান্ধবী রিনা(ছদ্মনাম) ঈদ শেষে ঢাকায় আসেনি। বাড়ি তার দিনাজপুর।
রিনার পাশের বাড়ির মেয়েটিও রিনার মত।
সিদ্দিক জামিল ঢাকায় আসার জন্য রিনার বাসেই চড়েছিল সে ও আসেনি।
কামালের বাবা তার অবুঝ শিশুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তিনি আসেন নি।
হেলপার লোক ডাকতে ব্যস্ত
গাড়ির যাত্রিরা সবাই ড্রাইভারকে চাপ দিচ্ছে দ্রুত চালানোর জন্য।
অপু, শাহিন, কবিরের নাম সহ অনেকের নাম পত্রিকায় উঠেছে।
একটি সড়ক দুর্ঘটনা অনেকের প্রণহানি।
রাষ্ট্র আমায় ক্ষমা কর
আমি নিরাপদ যাতায়াত চাই।
©somewhere in net ltd.