নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথা আমার কাছে ভাল লাগে। কথাটা একজন সাহিত্যিকের। তাকে একবার বলা হয়েছিল আপনি কেন বই এর বা গল্পের শুরুতে মুখবন্ধ লেখেন না যাতে লোকজন অল্পকথায় বুঝতে পারে তিনি বলেছিলেন যারা আমার পুরো গল্প পড়ে ঘটনা বুঝতে পারে না তারা আবার অল্প কথায় কিভাবে বুঝবে? তাই আমি ল

ক্যামেরার প্রতিবাদ

আমি সবার থেকে আলাদা থাকতে চাই কিন্তু পারি না। আমি সবার মাঝে মিশে থাকতে চাই কিন্তু তাও পারি না। আমি আমাকে নিয়ে বেশি ব্যস্ত।

ক্যামেরার প্রতিবাদ › বিস্তারিত পোস্টঃ

ভরসা রাখুন নৌকায়

১২ ই জুন, ২০১৭ রাত ১১:৪৯

কিছুদিন হল বাংলাদেশে ব্যাপক আলোড়ন পড়ে গেল একটি স্লোগান আর তা হল ‘ভরসা রাখুন নৌকায়’

আসুন আমরা দেখি নৌকায় ভরসা না রাখলে কখন ,কোথায়, কী সমস্য হতে পারে।

১। ঢাকা শহররে সামান্য অংশ মাঝে মাঝে বৃষ্টির পানিতে তলিয়ে যায় তখন ভরসা নৌকা । তা না হলে নিচের ১ নাম্বার পয়েন্ট।

২। বর্ষাকালে গ্রামে গেলেন বেড়াতে । চারদিকে পানি আর পানি তখন আপনাকে নৌকায় ভরসা রাখতেই হবে। তা না হলে নিচের ২ নাম্বার পয়েন্ট।

৩। আপনি যদি ছাত্র হন এবং আপনার পরীক্ষায় রচনা হিসেবে যদি নৌকা ভ্রমণ আসে আর বাকিগুলো যদি আপনার কমন না পড়ে তবে আপনাকে নৌকায় ভরসা রাখতেই হবে। তা না হলে নিচের ৩ নাম্বার পয়েন্ট

৪। আপনি যাদি ‘কাউয়া’ হন তখন নিজের পিঠ বাঁচানোর জন্য আপনাকে নৌকায় ভরসা রাখতেই হবে। তা না হলে নিচের ৪ নাম্বার পয়েন্ট।

৫। আপনি ভোট দিতে গেলেন তখন দেখলেন নৌকা ছাড়া আর কোন অপশনই নেই, তখন আপনাকে নৌকার উপর ভরসা রাখতেই হবে। তা না হলে নিচের ৫ নাম্বার পয়েন্ট।

৬। ভবিষ্যতে যদি পল্ট্রি লওয়ার ইচ্ছা থাকে তবে আপনাকে ভরসা রাখতে হবে নৌকায় তাছাড়া আর কোন বিকল্প নেই। তা না হলে নিচের ৬ নাম্বার পয়েন্ট।

৭। আপনি যদি ভাটি অঞ্চলের লোক হন ও বন্যার পানিতে আপনার ধানক্ষেত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় তবে ভরসা নৌকা। তা না হলে নিচের ৭ নাম্বার পয়েন্ট।

যদি ভরসা না করেন
১। ভিজে যাতায়াত করতে হবে।
২। কোথাও বেড়াতে যেতে পারবেন না ঘরে বসে থাকতে হবে।
৩। কোন নাম্বার পাবেন না এ পয়েন্ট থেকে।
৪। লোকজন জেনে যাবে যে আপনি কাউয়া।
৫। আপনার ভোট অন্যকেউ দিয়ে দিতে পারে।
৬। ভবিষ্যাতের কথা তো আর বলা যায় না।
৭। ফসল নষ্ট হলে ভ্যাট দিতে পারবেন না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:৩৬

তপোবণ বলেছেন: ভালোই লিখেছেন।

১৩ ই জুন, ২০১৭ ভোর ৪:২০

ক্যামেরার প্রতিবাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ১৩ ই জুন, ২০১৭ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


ইন্টারেস্টিং মনে হয়নি

১৩ ই জুন, ২০১৭ ভোর ৪:২২

ক্যামেরার প্রতিবাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
এটা স্বাভাবিক আপনার কাছে ইন্টারেস্টিং মনে নাই হতে পারে।

৩| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমাদের বিনোদনের ৯০%ই আসে রাজনীতিবিদদের কাছ থেকে। মহান রাজনীতিবিদরা আমাদের বিনোদন দাতা।

১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:১৬

ক্যামেরার প্রতিবাদ বলেছেন: রাজনীতির অপর নাম বিনোদন দিতে পারি কি বলেন?

৪| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৪

তানুন ইসলাম বলেছেন: রাজীব নূর,আপনার কথা সত্য

১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:১৭

ক্যামেরার প্রতিবাদ বলেছেন: আপনি রাজিব নূর কে সমর্থন দিয়েছেন।

৫| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৪২

তানুন ইসলাম বলেছেন: আমাদের বিনোদনের ৯০%ই আসে রাজনীতিবিদদের কাছ থেকে,আমি শুধু এটার সমর্থন করেছি,

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

ক্যামেরার প্রতিবাদ বলেছেন: আর আমি তো সেটাই বলছি।
আবারও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.