নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা কথা আমার কাছে ভাল লাগে। কথাটা একজন সাহিত্যিকের। তাকে একবার বলা হয়েছিল আপনি কেন বই এর বা গল্পের শুরুতে মুখবন্ধ লেখেন না যাতে লোকজন অল্পকথায় বুঝতে পারে তিনি বলেছিলেন যারা আমার পুরো গল্প পড়ে ঘটনা বুঝতে পারে না তারা আবার অল্প কথায় কিভাবে বুঝবে? তাই আমি ল

ক্যামেরার প্রতিবাদ

আমি সবার থেকে আলাদা থাকতে চাই কিন্তু পারি না। আমি সবার মাঝে মিশে থাকতে চাই কিন্তু তাও পারি না। আমি আমাকে নিয়ে বেশি ব্যস্ত।

ক্যামেরার প্রতিবাদ › বিস্তারিত পোস্টঃ

এ কি বললেন শিক্ষামন্ত্রী!!!!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

সাম্প্রতি শিক্ষমন্ত্রীর একটি বক্তব্য নিয়ে তোলপার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে- আর সেটি হল “ঘুষ খান তবে সহনীয় মাত্রায় খান”। রাজনীতির মাঠে, সামাজিক কাজে এমনকি পারিবারিক দায়িত্ব পালনে কোন রকম দক্ষতার পরিচয় দেখাতে না পারলেও শিক্ষামন্ত্রীর এ বক্তব্য নিয়ে আমার মতো অনেকেরই ঘুম হারাম হয়ে গেছে। একটা সমালোচনামূলক স্টেটাস না লিখলে যে আমার অনেক কিছু নিয় প্রশ্ন উঠবে! যাই হউক মূল ব্যাপারটিতে আসি।

মূল ব্যাপার হলো গিয়ে তিনি একজন মন্ত্রী হয়ে এরকম তারছিড়ামার্কা ব্ক্তব্য এর আগেও দিয়েছেন সুতরাং ‍উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই। তবে ভাগ্য ভাল যে তিনি অর্থমন্ত্রীর মতো ‘রাবিশ’ বলেন নি। কিন্তু তিনি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ব্যাপার নিয়ে একবার বলেছিলেন প্রশ্ন ফাঁস হয় নি। তারও কিছুদিন পরে আবার বলেছিলেন প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব নয়। এবার মাত্র কয়েকদিন আগেই বক্তব্যে বলেছিলেন শিক্ষকরা প্রশ্নফাঁসের সাথে জড়িত। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যখন উল্লেখযোগ্য সংখ্যক ফেল করেছিল তখন তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আচ্ছা রাখুন না শিক্ষামন্ত্রীর কথা। তারচেয়ে বরং আমরা গঠনমূলক কিছু কাজ হাতে নেই। জাতীর বিবেক এসকল শিক্ষামন্ত্রীদের কাছ থেকে কীভাবে লাভাবান হওয়া যায় তার চর্চা করি। চলেন তাহলে একটু দেখি কীভাবে তার এ বক্তব্যকে ব্যবহার করে আরও অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হ্রাস করা যায়-

১। ধর্ষণ কমানোর জন্য বলা যেতে পারে সোনার ছেলেরা তোমরা ধর্ষণ করো তবে সহনীয় মাত্রায়। এ জাতীয় বাক্য যদি কোন ধর্ষক মেনে চলে তাহলে ধর্ষণ সহনীয় মাত্রায় কমে যাবে যাতে দেশ ও জাতীর বহুত ফায়দা হবে।
২। গুমের ঘটনা মাঝে মাঝেই ঘটছে। সুতরাং ষরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করতে পারেন ওহে গুম বাহিনী তোমরা গুম কর কিন্তু সহনীয় মাত্রায় কর। এ কথা যদি সন্ত্রাসীরা পালন করে তাহলে রাষ্ট্রে গুম কমে যাবে। আর টিউলিপকে বিব্রত হতে হবে না।
৩। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দেখে বলা যেতে পারে- আপনারা দ্রব্যমূল্যের দাম বাড়ান তবে সহনীয় মাত্রায়। তাহলে অনেক ঝামেলা থেকে বাঁচা যাবে।
আরও আরও অনেক বলা যায় যার ফলে সকলকিছুর মাত্রা সহনশীল হবে এবং আমাগোর বহুত বহুত ফায়দা হাসিল হবে।









[বি: দ্র: কেউ সিরিয়াসভাবে নিবেন না। এটা একটা ফান পোস্ট]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফান করেন তবে সহনীয় মাত্রায় করেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.