নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

বিসিবির এবারের বিপিএল একটি ফাইজলামি ইভেন্ট !?

২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩১

কেন বললাম ? চলুন অবস্থান দেখে নেই একবার -
শুধু বিপিএল ইভেন্ট নয় বরং দেশের সমগ্র ক্রিকেট পরিচালনার দায়ভার বিবিসির সেগুলি জেনেই বলছি। বিবিসি এখন বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড। ৯০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে বোর্ডের। অথচ - বিপিএল চ্যাম্পিয়ন দল পাবে মাত্র এক কোটি টাকা। রানার্সআপ ৫০ লাখ টাকা। ইটা ফাইজলামি ও দেশের ক্রিকেটকে পঙ্গু করার তৎপরতা .
পক্ষান্তরে -একটু দেখুন বিবিএলে প্রতি দলের গড় খরচ কত
বিপিএলের ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ লাখ টাকা। প্রতিটি ফ্রাঞ্চাইজিকে দল নিতেই বিসিবির কাছে জমা দিতে হচ্ছে ৪ কোটি টাকা করে। এর পর দল সাজানো, কোচিং প্যানেল, টুর্নামেন্ট পরিচালনা— সব মিলিয়ে কম করে ৭-৮ কোটি টাকা খরচ হয়ে যাবে প্রতিটি ফ্রাঞ্চাইজির।
ক্রিকেট বর্ডার স্পনসর যেখানে প্রতারক, সেখানে ফ্র্যাঞ্চাইজিরা ভালো স্পন্সর পাবেন কোথায় ?ভালো স্পনসর পান না দলগুলো
তুলনা দিতে চাইনা তবুও
আইপিএলের গত আসরে চ্যাম্পিয়ন দলের পুরস্কার ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা। আর পিএসএলের গত আসরের চ্যাম্পিয়নরা পেয়েছে সাড়ে ৪ কোটি টাকা এবং সিপিএল চ্যাম্পিয়নের প্রাইজমানি ছিল ৮ কোটি টাকার।
বৃহস্পতিবার প্রাইজমানির বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন -
বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য এবং বিসিবিপ্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, লং টার্ম একটা আমাদের আগামীতে পরিকল্পনা আছে যে শুরু করব। তখন হয়তো এই বিষয়গুলো আরও বড় আকারে দেখা যেতে পারে।'
ব্যাখ্যা শুনে মনে হয় -
"মনে হচ্ছে বাপ্ দাদার সম্পদ/সম্পত্তি থেকে এলাকার টুর্নামেন্ট চালাচ্ছে।
"

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৪

সেডরিক বলেছেন: বিসিবির কর্তারা যেভাবে নির্বাচিত(?) হয়ে কর্তা হয়েছেন, এদের থেকে ভালো কিছু আশা করেন কিভাবে? আপনি কি নিমগাছ লাগিয়ে তাতে ফজলি আম ধরার আশা করেন?

২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।সহমত

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: বিসিবিতে যোগ্য লোক নেই।

২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।সহমত

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩২

জ্যাকেল বলেছেন: এইগুলারে ভাল রকম পেদানি দেওয়া দরকার। সরকারের উচ্চপর্যায়ের লোকেরা কি নপুংশক?

২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।তারাই সরকারের উচ্চপর্যায়ের লোকে

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: অনেকের কাছে প্রাইজমানি বড় কোনো বিষয় নয় , তারপরেও এককোটি টাকা ব্যাপারটা ফকিন্নি আচরণ । হাজার টাকা পকেটে থাকলে ১০ টাকার নিচে ভিক্ষে দেয়াটা নিজের কাছেও লজ্জাজনক । বোর্ডের চক্ষুলজ্জা নাই ।
নতুন খেল শুরু হচ্ছে ..
জিমি সিডন্স নামক কোচ ব্যাটিং পরামর্শক হিসেবে আনা হচ্ছে !

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আমাদের যত পরিকল্পনা তার সই নিজ কেন্দ্রিক ,অবস্থান যেখানেই হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.