নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

আজিজ আহাম্মেদ (প্রা। সে. প্র.) এর ফিডার খাওয়া চ্যালেঞ্জ যুক্তি ও খণ্ডন

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২০

আলজাজিরা সংবাদ অভিযোগ -
সামরিক বাহিনীতে সিগন্যাল সরঞ্জাম কেনার বিষয়ে আল-জাজিরা টেলিভিশন প্রতিবেদন বলা হয়েছিল - আজিজ আহাম্মেদের ভাই এই কেনাকাটার সঙ্গে যুক্ত।
আজিজ আহাম্মেদ (প্রাক্তন সেনা প্রধান) এর যুক্তি -
আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে, এর ক্রয়ের সঙ্গে আমার কোনো ভাই বা আত্মীয়-স্বজন জড়িত ছিলেন না।
কারণ বলেন - আমি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার একদিন পরেই সিগনাল সরঞ্জাম ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে ২৬ জুন ২০১৮ সালে চুক্তি সম্পাদন করে। আর আমি ওই বছরের মধ্যে ২৫ জুন দায়িত্ব গ্রহণ করি। একদিনের মধ্যে কিভাবে এখানে দুর্নীতি হলো(শুক্রবার (২৪ ডিসেম্বর ২০২১ ডয়েচে ভেল লাইভ)
ফিডার খাওয়া বয়সের যুক্তি খণ্ডন -
তিনি সেনা প্রধান হয়ে এসেছিলেন ভিন্ন গ্রহ থেকে নয় । তিনি বিজিবির প্রধান ছিলেন ২০১২ থেকে, পরবর্তীতে২০১৬ সালে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান। এরপর তিনি আর্টডক (আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ড) এর অধিনায়ক হয়েছিলেন। তিনি সেনা প্রধান নিয়োগ পত্র পান ২০১৮ সালের ১৮ জুন যা ২৫ জুন ২০১৮ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর হয়। এবং সেটা কয়েক জনকে টপকিয়ে। ইত্যাদি অনেক কারণেই তার ভাইয়েরা জড়িত থাকতে পারেন।
আমি সেনা প্রধানের পক্ষে বা বিপক্ষে বলছিনা ,বলছি তার শিশুসুলভ যুক্তির বিষয়ে ।আমরা জানি মৃত্যুদন্ড পাওয়া তার এক ভাই এখন বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে এবং ....

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪১

সাজিদ! বলেছেন: ডয়েচ ভেলে এই ভদ্রলোকের ইন্টারভিউ পড়লাম। এনার কোনটাই গ্রহনযোগ্য যুক্তি মনে হলো না।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন: আজিজের কথা বাদ দিলেও ইসরাইলের কম্পানিটি বলেছিল বাংলাদেশের কাছে তারা এসব বেচে নি।
যেসব দেশে বিক্রি করেছে সেই তালিকা প্রকাশিত হয়েছিল। তালিকায় বাংলাদেশের নাম ছিল না।

আজিজ সাহেবের ভিসা বাতিল সংবাদটিও ভুয়া। নিশ্চিত।
এর আগেও ভুয়া সংবাদ ছড়িয়েছিল কুচক্রিরা। বলেছিল আজিজকে যুক্তরাষ্ট্রে যেতে দেয়া হবেনা। মাফিয়া। জাতিসংঘে ঢুকতে দিবে না, যুক্তরাষ্ট্রে গেলে গ্রেফতার করবে। কিন্তু হালায় দেখা গেল জাতিসংঘেও মিটিং করেছে, পেন্টাগনে পায়ের উপর পা তুলে আমেরিকান সেনাপ্রধানের সাথে কথা বলছে।

আজিজের বিরুদ্ধে অভিযোগটা কি শুনি? ভাই রা গুন্ডা । এইতো।
জোসেফ দের বিরুদ্ধে মামলা হয়েছিল ৯৬এর আওয়ামীলীগ আমলে,
আপিলে ফাইনাল রায় জাবৎজিবন হয়েছে বর্তমান আওয়ামীলীগ আমলে।
ওরা রাজনীতির গুরুত্বপুর্ন লোক হলে বা হসিনার লোক হয়ে থাকলে, ২০-২৫ বছর জেলে পচতে হত না। আইনের মাধ্যমে তখনই ইজিলি ক্লিন ছাড়া পেয়ে যেত বা পাইয়ে দেয়া হতো।
জোসেফের দুই ভাই এখন যেখানেই থাকুক, পরবর্তি ৩০ বছরে কোন মাস্তানি মারামারিতে জড়ায়নি,
এই মামলায় আগে বা পরে তাদের নামে কোন মামলাও ছিল না।
এর পরেও জাজিরা গাঞ্জিরা বলে যাচ্ছে তারা হাসিনার বিশাল এজেন্ট। মাফিয়া লর্ড! বিশাল মাফিয়া, সারা পৃথিবীর জন্য বিপদজনক?

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ভালো বলেছেন- ২০-২৫ বছর জেলে পচতে হত না। আইনের মাধ্যমে তখনই ইজিলি ক্লিন ছাড়া পেয়ে যেত বা পাইয়ে দেয়া হতো। জোসেফের দুই ভাই এখন যেখানেই থাকুক, পরবর্তি ৩০ বছরে কোন মাস্তানি মারামারিতে জড়ায়নি, এই মামলায় আগে বা পরে তাদের নামে কোন মামলাও ছিল না।
তবে ভাইদের বর্তমান বয়স ৫০ এর আসেপাশে

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২০

মোগল সম্রাট বলেছেন: যোশেফ এহন কুন দেশে? জানতে মুঞ্চায়।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।সব দেশই তাদের !

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: আমি ছোট মানুষ। এদের বিষয়ে জানতে চাই না।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। মন্দ নয়

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮

জ্যাকেল বলেছেন: কিছু মানুষ কখনই বুঝতে চাইবে না সত্য, এরা তাই ঘুরিয়ে পেচিয়ে ইয়ে ইয়ে করেই যাবে। সোজা চোখেই ত দেখা যাচ্ছে এইটা একটা ক্রিমিনাল ফামিলি। একেকটা মার্ডারার, লম্পট আর খারাপের আব্বা।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ এবং সবাই লাইসেন্সধারী

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

জুল ভার্ন বলেছেন: ডয়েচে ভেলের সাথে ইন্টারভিউ ছিলো একটা সাজানো নাটক।

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সাজানো দেশপ্রেম

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। দুর্নীতিই নীতি ,মন্তব্য আর কত !

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: উনার কথা সত্য হতে দুরে। ভাবতে কষ্ট হয় জোসেফের ভাই সেনা প্রধান ছিলো

২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আমাদের ভাবনা আরো উদার হওয়া উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.