নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ইউপি মনোনয়ন বোর্ড থেকে শেখ হাসিনার সরে আসা উচিত।

৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ঠিক করা হবে আজ (কত ধাপের তা জানিনা )। এই সভাআওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথ সভা। সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এখন প্রশ্ন হচ্ছে - একজন সভাপতিকে প্রায় ৫০০০ (মোট প্রয় ইউনিয়ন সংখা) প্রার্থীকে মনোনয়ন দিতে হয় কেন ,বা নেন কেন এ দ্বায়িত্ব ? কিভাবেই বা সম্ভব ১৫ হাজার থেকে ২০ হাজার(গড়ে ৩-৪জন প্রতি ইউনিয়নে) জনের মধ্যে থেকে সঠিক পদ্ধতিতে সঠিক লোককে মনোনয়ন দেয়া ?
আর যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিচ্ছেন তাই - নৌকার প্রার্থী যত বাজে ভাবেই পরাজিত হোক না কেন ,কৈফিয়তের বালাই নেই ,ফলে জেলা সভাপতির বা নেতারা মনোনয়ন বাণিজ্য করেও পার পেয়ে যায় ও উৎসাহিত হন ,পক্ষান্তরে আওয়ামীলীগ প্রকৃত কর্মী হারান। বরং -
ইউপি মনোনয়ন বোর্ড থেকে শেখ হাসিনার সরে আসা উচিত এবং জেলে আওয়ামীলীগকে দায়িত্ব দিয়ে ,কৈফিয়তের আওতায় আনলে আওয়ামীলীগের জন্যেই ভালো হবে মনে হয়।
এই কথা গুলি আমি বলার কে ?পন্ডিতেরত অভাব থাকার কথা না।
উত্তর হলো - আমার মত আমি প্রকাশ করি (!)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

নূর আলম হিরণ বলেছেন: জেলা আওমীলীগ চূড়ান্ত মনোনয়ন দিলে এরা প্রশাননকে যাচ্ছেতাই ভাবে ব্যবহার করবে। কোটি টাকা খেয়ে নিজের মনোনীত প্রার্থীকে জিতাতে অপকর্ম(এখনো কম হয়না) করবে।
দলীয় প্রতীকে নির্বাচন দেওয়াতে এসব কন্ট্রোল করা কঠিন হবে।

৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ফলাফল খারাপ হলেই কৈফিয়তের আওতায় এনে সাজা দেয়া যাবে তখ ন। এখনতো টাকা খাচ্ছে অথচ জবাবদিহিতা হাসিকে করতে হয় না

২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২০

তারেক_মাহমুদ বলেছেন: ইউপি নির্বাচন মানেই এখন মনোনয়ন বানিজ্য, ক্ষমতাসীন দল ইউপি নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দিয়েছে শুধু বানিজ্যের স্বার্থেই।

৩১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বাণিজ্যটা দলের হচ্ছেনা ,ব্যাক্তির হচ্ছে

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:




ইউরোপ, আমেরিকা ও কানাডায়, এই লেভেলের কর্মকর্তাদের মনোনয়ন কিভাবে দেয়া হয়?

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।আগে উদ্ভাবনের চেষ্টা ,অপারগতায় অনুসরণ

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

সোবুজ বলেছেন: এই নির্বাচনগুলো দলনিরপেক্ষ হলেই ভাল হতো।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদমসহমত। সম্ভবত বাকশালের দিকে যাচ্ছে

৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা কোথাও থেকে সরে আসবে না। নো নেভার। তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন।
এবার ইউপি নির্বাচন থেকে আওয়ামীলীগের কম পক্ষে হাজার কোটি টাকার উপরে আয় হয়েছে।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।রেহানার তৎপরতায় মনে হয় তিনি আসছেন।
আর - আওয়ামীলীগের লাভ হয়নি ,লাভ হচ্ছে ব্যাক্তি প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.