নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

সর্বাধিক প্রচারিত প্রথম আলো`র খবরের দৈনতা (!?)

০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

পত্রিকার(অনলাইন) প্রথম পৃষ্ঠার সংবাদ -
"হেলিকপ্টারে শ্বশুরবাড়ি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ২৯"
দুর্ঘটনা , নির্বাচন গোলমাল ,সরকারের উন্নয়ন ....প্রতিদিন এমন খবরে মিডিয়া সয়লাব থাকে। এর বাইরেতো কোনো খবর নাই বাংলাদেশের। তাই -একজন তারকা বিয়ে করে শশুর বাড়ি হেলিকপ্টারে যাচ্ছে এটাই প্রধান সংবাদ। একজন গরিব কৃষক বা শ্রমিক যদি সঞ্চিত অৰ্থে হেলিকপ্টার ব্যবহার করতো ,তবে সেটা হতো সংবাদ। অথচ....
মঙ্গলবার ঢাকায় (সনি পোদ্দারের) সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এক তারকার (ধরে নেই বাংলাদেশের সর্বকালের সর্ব বৃহৎ তারকা বিদ্যা সিনহা মিমের)। তিন দিন পর শুক্রবার শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল তাঁর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে যেতে বাহন হিসেবে সে বেছে নেন হেলিকপ্টার।

শুক্রবার সকালেই ঢাকা থেকে মিমকে বহনকারী হেলিকপ্টার উড়াল দেয় কুমিল্লার উদ্দেশে। শুক্রবার সকালেই ঢাকা থেকে মিমকে বহনকারী হেলিকপ্টার উড়াল দেয় কুমিল্লার উদ্দেশে।
কুমিল্লা শহরের ঈদগাহতে হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান।
তিনি জানালেন, শ্বশুরবাড়িতে হেলিকপ্টার–যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন তাঁর বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার। মিম বলেন, ‘শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠানে যাব, আর তা স্মরণীয় করে রাখব না, তা তো হতে পারে না। স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গিয়েছি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: দুনিয়া পয়সার পিছনে ঘুরে ভাইজান। পয়সা যার আছে সেই পত্রিকার খবর হতে পারে ।

পত্রিকার খবরের হেডিং হওয়ার জন্য পয়সা জরুরী যোগ্যতা নয়।

০৯ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।এক তারকার এটা কোনো বিষয় হলো (!?)

২| ০৯ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কখনো আক্ষেপ হয়, কখনো হাসতে হয়।

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। শশুর বাড়ি হেলিকপ্টারে যাচ্ছে এটা সংবাদ

৩| ০৯ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

কালো যাদুকর বলেছেন: কোন খবরই সুখবর নয়। এখানে অনেক সংবাদিক আছেন ৷ ওঁঁনারাই ভাল বলতে পারবেন কেন এধরনের সংবাদ ছাপা হয় ৷ এতে পাবলিকের কি লাভ হয়?

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। শশুর বাড়ি হেলিকপ্টারে যাচ্ছে ,একটি জাতীয় দৈনিকের সংবাদ

৪| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০৬

শেরজা তপন বলেছেন: এধরনের খবরের সম্ভবত বেশ বড় পাঠকশ্রেণী আছে
- যারা খুঁজে খুঁজে এইসব খবরই পড়ে।

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।হয়তো তাই।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এড়িয়ে যান ।

১০ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

৬| ১০ ই জানুয়ারি, ২০২২ ভোর ৪:২৩

গরল বলেছেন: বেশ কবছর আগে আমি প্রথম আলোর খবরের নমুনা নিয়ে পোষ্ট দিয়েছিলাম।
প্রথম আলোর খবরের মানের নমুনা দেখুন

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ভালো

৭| ১০ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪০

বিটপি বলেছেন: মীমের চাহিদা এখন পড়তির দিকে। তাই বিয়ের খবর নিয়ে পত্রিকাগুলো যাতে মাতামাতি করে, সেজন্য একটা ইনভেস্ট করে রাখল, যাতে মানুষ তার দিকে একটু তাকায়।

১০ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।একজন সামাজিক মানুষের কাছে বিষয়টি লজ্জাজনক হওয়া উচিত (অথচ এরাই সেলিব্রেটি অর্থাৎ আমাদের রুচিতে জং ধরেছে )

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.