নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

(গর্বে বুক ফুলে থাকায় নিশ্বাসে কষ্ট হচ্ছে) এবার ব্যানার পাল্টান দয়া করে

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৫

নিউজিল্যান্ডে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হতাশাজনক হার।
ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের ৫২১ রানে বিপরীতে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ফলোঅপে পড়ে আবার ব্যাট করতে নামেন টাইগাররা।
প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ছিল টাইগারদের ব্যাটিং ইনিংস। তবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ।
ব্যক্তিগত ১০২ রানে লিটন দাস চলে যাওয়ার পর পরই জয় নিশ্চিত হয়ে যায় নিউজিল্যান্ডের। ইনিংস এবং ১১৭ রানে হারে সিরিজ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে ড্র করলেই আরও একটি নতুন ইতিহাস হতো বাংলাদেশের জন্য। তবে সেটি আর হলো না, শেষ ম্যাচে হেরে গেছে টাইগাররা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ড্র হয়ে শেষ হয়েছে
ইতিহাস লেখা হয়েগেছে(গর্বে বুক ফুলে থাকায় নিশ্বাসে কষ্ট হচ্ছে ) এবার ব্যানার পাল্টান দয়া করে

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: :) :D =p~

১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: মজার বিষয় !

২| ১১ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৪

বিটপি বলেছেন: ফুলে থাকা বুক হঠাত করে যেন বার্স্ট হয়ে সব বাতাস বেরিয়ে গেল। ব্যানার সরান দয়া করে!

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
১০-১২ তা দেশের মধ্যে ১০-১২ বছর টেস্ট খেলে বিদেশে প্রথম জয় পেয়েছি ,তাতেই (!?)

৩| ১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

সভ্য বলেছেন: বাংলার দামাল ছেলেদের নিয়ে গর্ব করি এটা ঠিক আছে, গর্ব আর করবো যখন ওরা আরও পরিপক্ক হবে। নিউজিল্যন্ডের সাথে হেরে গেছি দুঃখ করি না, এইভাবে আমরা অনেক টেস্ট হেরেছি। আমার প্রাপ্তি ও আছে সেটা ও কিন্তু কম না, তাদের মাটিতে তাদেরকে আট উইকেটে হারানো। পঞ্চপান্ডবের কেউ থাকলে ভিন্ন হতো হয়তো। আপনাকে শুভ কামনা।

১১ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জ্বি ঠিক বলেছেন -

১০-১২ তা দেশের মধ্যে ১০-১২ বছর টেস্ট খেলে বিদেশে প্রথম জয় পেয়েছি ,তাতেই (!?) আরো ১০-১২ বছরের পরিপক্কতার প্রয়োজন

৪| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত

১৩ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৩৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
যাক ব্যানার সরেছে (পোস্টার জন্য নয় ,মডুদের নিশ্বাসেও সমস্যার কারণে )

৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিয়েছি।

১৩ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
[যাক ব্যানার সরেছে (পোস্টার জন্য নয় ,মডুদের নিশ্বাসেও সমস্যার কারণে) ]
ধন্যবাদ।
খেলা দেখা ছাড়বো কেন ?
অযোগ্যরা মার খাবেই সে ভাই বন্ধু শত্রু যেই হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.