নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

আবার একটা অরাজগতা`র পথে "স্বাস্থ্যমন্ত্রী বা মন্ত্রণালয়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৫

বারোর বেশি বয়স হলে নিবন্ধন ছাড়াই টিকা। কিছুক্ষনআগেই আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘোষণা দিলেন - যাদের বয়স ১২ বছর পার হয়েছে, তারা নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা নিতে পারবে। আজ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি জানান - ‘১২ বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।’
অরাজগতা তৈরির প্লাটফম তৈরী হবে নিয়মটি।
করুন -
১) পরিচয়পত্র না দিয়ে ,টিকা নিলে সনদ নিবে কিভাবে ?
২)সনদ না নিলে ,প্রমান হবে কিভাবে টিকা নিয়েছিল ?
৩)যেখানে সনদ ছাড়া প্রবেশ করা যায়না,সেখানে প্রবেশ করবে কিভাবে ?

অথচ গত ১ নভেম্বর থেকে ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলপড়ুয়াদের কোভিড টিকাদান কর্মসূচি শুরু হয়। জানুয়ারিতে সারাদেশে শুরু হয় সেই কার্যক্রম।এতোদিনতো সনদ সবাই পেতো ,পরিচয় পুত্রের বিপরীতে। এখন কেন লাগবে না , অ রা জ গ তা র উৎস সরকার।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: যাচ্ছেতাই চলছে!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৯

নাহল তরকারি বলেছেন: বিদেশে কিন্তু জাতীয় পরিচয় পত্র নেই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কোন দেশে নেই ,তাহলে তার বিদেশ যেতে চাইলে অন্য দেশে কিভাবে প্রমান দিবে সে বা তারা টিকা নিয়েছে ?

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বড় মেয়ের ২টি টিকায় নেয়া হলো, কিন্তু সনদ পাওয়ার কোনো উপায়তো দেখছি না নেটে।
আমরা অনেকেই এখনো বুস্টার পাইনি, তারা কিভাবে পাবে তারও কোনো উপায় জানা নাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। কদিন আগেও জন্ম নিবন্ধন গায়েব
এবার। ........

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩১

ইমরোজ৭৫ বলেছেন: বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ। স্বাধীনতার চেতনায় বাংলাদেশ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। কদিন আগেও জন্ম নিবন্ধন গায়েব ,চেতনা !?

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:


টিকার বেলায় এটাই সঠিক পদক্ষেপ, যেকোন আইডি নিয়ে এলে নাগরিক টিকা পাবে; সনদ পরের ব্যাপার; আিইডি থেকে টিকা গ্রহনকারীর ডাটা যদি নেয়া হয়, সেটা থেকে সনদ দিতে পারবে এক সময়, প্রথম দরকার টিকা।

নিয়মটি সঠিক হওয়ায়, ইহা আপনার কাছে অরাজকতা মনে হচ্ছে!

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আইডি ছাড়া টিকা কে নিলো ,নিলো না বা কয় বার নিলো।
অনেকেতো একেবারেই ২-৪ নিচ্ছে বা দিচ্ছে
(গুরু ছাগল এর ও একটা হিসাব থাকতে হয় )

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: ধন্যবাদ। আইডি ছাড়া টিকা কে নিলো ,নিলো না বা কয় বার নিলো। অনেকেতো একেবারেই ২-৪ নিচ্ছে বা দিচ্ছে
(গুরু ছাগল এর ও একটা হিসাব থাকতে হয় )।

-যাঁরা টিকা দিচ্ছেন, তাঁরা অবশ্যই হিসেব ও ডাটা রাখছেন। শুরু থেকে টিকা সব সময় ওয়াক-ইন হওয়ার দরকার ছিলো।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: "সোনাগাজী বলেছেন:
-যাঁরা টিকা দিচ্ছেন, তাঁরা অবশ্যই হিসেব ও ডাটা রাখছেন"
ধন্যবাদ।
হিসাবের নমুনা
৭ দিন আগেই ৫ কোটি নাগরিকের জন্ম নিবন্ধন গায়েব হয়ে গেছেযাবার করতে হবে (https://everify.bdris.gov.bd/)
যেখানে আইডি গায়েব হয়ে যায় সেখানে ,আইডি ছাড়াই টিকা....

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: "সোনাগাজী বলেছেন:
-যাঁরা টিকা দিচ্ছেন, তাঁরা অবশ্যই হিসেব ও ডাটা রাখছেন" ধন্যবাদ। হিসাবের নমুনা
৭ দিন আগেই ৫ কোটি নাগরিকের জন্ম নিবন্ধন গায়েব হয়ে গেছেযাবার করতে হবে (https://everify.bdris.gov.bd/)
যেখানে আইডি গায়েব হয়ে যায় সেখানে ,আইডি ছাড়াই টিকা... "

-সেই ঘটনাও আপনি বুঝেননি; সেটা ছিলো, মানুষ যখন ইউনিয়ন কাউন্সিল, ওয়ার্ড কমিশনার থেকে "বার্থ সার্টিফিকেট" নিয়েছেন, ইউনিয়ন কাউন্সিল ও ওয়ার্ড কমিশনারের অফিস "প্যাডে" লিখে দিয়েছে, যার কপি সংরক্ষণ করা হয়নি, ডাটাবেইজে এনট্রি হয়নি; আপনি না বুঝে কিছু একটা লিখে দেন, আপনি কি লিখছেন, সেটা আগে বুঝে নেবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০২

প্রতিদিন বাংলা বলেছেন: অনেক ধন্যবাদ
৫ কোটি লোক নতুন করে করছেন আবার ,সেটাই বাস্তব। বাস্তবতা আমি বা ৫ কোটি মানুষ বুঝেনি। আপনি বুঝেছেন ,ভালো। জন্ম নিবন্ধন ডাটাবেসে নেই ,ওরাও রাখেনি ,যতবার দরকার হবে ততবার নতুন করে কারাতে হবে ,ততবার করবো ,১৭ কোটি লোক কেন বুঝেনা ,আমি বুঝেছি
টিকাও আইডি ছাড়াই নেয়া যাবে বা টিকা না নিয়েও বলা যাবে টিকা নিয়েছি ,এটাও বুঝলাম
দয়া করে আর মন্তব্য না করলেই খুশি হবো

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কারণ একটাই টিকা দেয়া হচ্ছে এটা প্রমান করা এবং কেনাকাটা বাবদ কমিশন হজম করা !

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৩

প্রতিদিন বাংলা বলেছেন: অনেক ধন্যবাদ
টিকাও আইডি ছাড়াই নেয়া যাবে বা টিকা না নিয়েও বলা যাবে টিকা নিয়েছি

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০১

নেওয়াজ আলি বলেছেন: করোনাকে হালাল করা B-) । বিদেশগামীদের পজিটিভ করে দেয় টাকা না দিলে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ , ঠিক তাই

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: সবার আগে জীবন। করোনা থেকে বাঁচতে হবে। টিকা ছাড়া অন্য কোনো বিকল্প নাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,জীবনের জন্য নিবন্ধন জরুরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.