নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

যে কোনো দেশের যুদ্ধের গোলা সর্বপ্রথম পরে বাংলাদেশে/বাজারে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১২

ইউক্রেন ও রাশিয়ার চেয়েও বড় ক্ষতি বাংলাদেশের আম জনতার। দুইদেশ যুদ্ধ করছে মাতৃভূমি রক্ষায় বা বিস্তারে ,আমরাও ১৯৫২ থেকেই করেছিলাম এবং জয়ীও হয়েছিলাম। সেই জয়ের ফলে ,স্বাধীন হয়ে দেশের আমলা/নেতাদের যাঁতাকলে বা শাঁখের করাতে পরেছি ১৯৭১ এর পর থেকেই। ঝড় বন্যা তো আছেই সাথে যুক্ত হয়েছে টাকার অবমূল্যায়ন(ডলার ছিল ১৭ টাকা এখন ৯২/৯৪ টাকা) ও খাদ্যে দামের উর্ধ গতি (চাল ছিল ২/৩টাকা কেজি এখন ৬০ টাকা)। কোথাও একটু শব্দ হলেই প্রথমে বাড়ে তেলের দাম (কখনো কমেনা)তার পর বাড়ে চাল তেল ,চিনি ,লবন। ....... .শেয়ারের কারসাজি আর কি বলবো (দরবেশ ও বেক্সিমকোর বিষয় সেটা )
বিশ্বের সব দেশেই দাম বাড়ে তবে আমাদের দেশের মতো নয়।
আমেরিকায় পেট্রোলের লিটার ১৯৭১ সালে ১.৭২ ডলার ছিল এখন ২.৬৭ ডলার। বাংলাদেশে ? নিজ দেশের গ্যাসের কথা নাই বা বললাম।
দেশের আয় বাড়ে ,ডলারের মজুত বাড়ে ,দ্রব্যমূলও বাড়ে ,আর টাকার মান কমে
এই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শেষ হলেও ম্যাংগো পিপলের দুর্দশার কমতি হবেনা ,তা যে সরকার ই ক্ষমতায় থাকুক বা ক্ষমতায় আসুক।
বড় বড় অর্থনীতিবিদরা পোস্টে কোনো মন্তব্য করবেননা আশা করি। পোস্টটি অল্প শিক্ষিত মানুষের চিন্তায় লেখা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৮

জটিল ভাই বলেছেন:
বাংলাদেশের আম জনতা এখন সবাই ব্যবসায়ি হোক অনলাইন বা অফলাইন। হোক মালের বা মানের। হোক জয়ের বা পরাজয়ের। তবুও চলবে ব্যবসায়ের পায়তারা :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যুদ্ধ যেখানেই হোক,সিন্ডিকেট রমরমা বাংলাদেশেই ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৯

রক বেনন বলেছেন: ইতিমধ্যেই ভোজ্যতেলের দাম বেড়ে গিয়েছে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যখন লিখছেন তখনো আবার বাড়লো

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ গুলো ইতর। অসভ্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আমি আপনি সহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.