নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

জনতার উত্তর - এতদিন আশা ছিল,তোমায় দেখে তা ও নেই।

০২ রা মার্চ, ২০২২ ভোর ৬:৪১

দেশে মোট ভোটার এখন ১১ কোটি ৩১ লাখ
ঝুলছে নতুন ভোটারের ১১ লাখ
আবেদন ও ৪ লাখ সংশোধন, ৫ লাখ
দ্বৈত ভোটার নিয়ে সিদ্ধান্তহীনতা (কারণ -পাতিনেতা থেকে আমলাদের দারোয়ানদের পরিবার পর্যন্ত এখন পশ্চিমে নাগরিক)
এমতবস্থায়
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনে তাদের ওপর কোনো চাপ নেই বলে জানিয়ে তিনি বলেন, উচ্চ রক্তচাপ ছাড়া আমার কোনো চাপ নেই।কথাটি তিনি বলেছেন,সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন স্থানে।
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে যে লোক উচ্চরক্তচাপে ভুগে ,এর কাছে জাতির কোনো আশা থাকতে পারেনা।
এতদিন আশা ছিল,আর কোনো আশা নেই (জনগণ )

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২২ সকাল ৮:০২

সোবুজ বলেছেন: মরার আগের মরে গেলে কেমনে হবে।কাকে ভোট দিতে আপনি বলছেন।এক দল চোর আরেক দল ডাকাত।দুইটার একটাকে আপনাকে বেছে নিতেই হবে।নয়ত ভোটদানে বিরত থাকুন।

০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এদেশে ভোটদেয়ার মতো পাপ কেউ স্বেচ্ছায় করে না। পরের দিন পর্যন্ত বেঁচে থাকার চেষ্টায় থাকে

২| ০২ রা মার্চ, ২০২২ সকাল ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: হাবিবুল আউয়াল আমলা জগতের এক ভয়ংকর দুই নম্বরী বদ নাম- আর কিছু বলার নাই।

০২ রা মার্চ, ২০২২ দুপুর ১২:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে
যে লোক উচ্চরক্তচাপে ভুগে ,এর কাছে জাতির কিসের আশা ?

৩| ০২ রা মার্চ, ২০২২ সকাল ১১:৫১

নাহল তরকারি বলেছেন: সবাই অধার্মিক হয়ে গেছে। নির্বাচন কমিশনার এর বাহিরে না। ধর্ম বলে ঠিক মত কাজ করো। তাই পাপীরা কাজ সুষ্ঠু ভাবে না করে ভেজাল করবে।

০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৩৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ধর্মতো মানুষের জন্য !

৪| ০২ রা মার্চ, ২০২২ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: র‍্যাব পুলিশ ব্যবসায়ী এবং ইসি সবাই পুতুল। শেখ হাসিনা যা চাইবেন উনারা তাই করবেন।

০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:৪০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সহমত

৫| ০২ রা মার্চ, ২০২২ বিকাল ৪:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চাপের আসল চিত্র বুঝা যাবে সময় মতো।

০২ রা মার্চ, ২০২২ বিকাল ৫:৪৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে যে লোক উচ্চরক্তচাপে ভুগে
তাকে দেখার বাকি আর কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.