নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ব্যাবসা গুটিয়ে নেয়াদের সম্পদ গুটিয়ে কর্মীদের দেয়া হবে - পুতিন

১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩১


রাশিয়া থেকে ব্যাবসা গুটিয়ে নেওয়াদের
সম্পদ গুটিয়ে কর্মীদের দেয়া হবে বলে বিবিসিকে বলেছে
পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি প্রতিষ্ঠানের সম্পদ জব্দের হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার রুশ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই হুমকি দেন বলে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন (পুচিন) - রাশিয়ায় কার্যক্রম গুটিয়ে নেওয়া বিদেশি কোম্পানি গুলোর সম্পদ রুশ সরকার জব্দ করতে পারে। কারণ -
রাশিয়া তাদের উৎপাদন সুবিধাগুলো বন্ধ করে দিয়ে ‘ওই প্রতিষ্ঠানগুলোতে (যারা কাজ করতো তাদের সহায়তার জন্য ) যারা করতে ইচ্ছুক তাদের হাতে তুলে দিতে পারে’।
নিষেধাজ্ঞা দিতে গিয়ে বাজেয়াপ্ততে পড়েছে পশ্চিমা টেলেন্ট (যদিও রাশিয়াও পশ্চিমের)
এখনো নিশ্চিত নয় তবে করেও ফেলতে পারে রাশিয়া। ,কথায় কথায় হুমকি আর কত !?
বেকার কর্মীদের উপকার হবে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এবার ওরা বাবার খপ্পরে পড়েছে।

সমস্যা হলো অসহায়রা অনাহারে মরব :(

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কেউ অসহায় নয় ,দেশের জন্য ত্যাগ তো করতেই হবে

২| ১১ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫১

সভ্য বলেছেন: নিরীহ অসহায় মানুষগুলো দেদারসে মারা যাচ্ছে এই বিষয়ে পুতিনের যেনো কোনো দায় নেই।

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
মূল বিষয়টাতে একটু নজর দিন দয়াকরে
দুর্বলের পক্ষে ও্ স্ববলের বিপক্ষে থাকাই মানবতা/নয়।
দুর্বলের সর্বদাই নিরীহ নয় ,কখনো কখনো স্ববলের ঘুম হারামের কারণ ও হয় l
চলুন একটি বিষয়ে দেখি -
ইউক্রেন বর্তমানে একটি দেশের নাম। ৩০ বছর আগে বিনা রক্তপাতে রাশিয়া টি আলাদা করা হয়েছিল।এমন আরো ১০টি দেশকে স্বাধীনতা দেয়া হয়েছিল। বর্তমানেরাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত সবাই যে যার মতো ভালোই আছে/ছিল।
এখন এই ইউক্রেন যদি রাশিয়ার নাকের ঢগায় বসে আমেরিকাকে(ন্যাটো) দাওয়াত করে এনে সমরশক্তি প্রদর্শন করে, তখন রাশিয়ার মাথা ব্যাথার কারণ কিনা ? যা একপ্রকার প্রত্যক্ষ হুমকি।
ইউক্রেইনের মধ্যেও জাতিগত দন্ড আছে ,তাদেরকেও ইউক্রেন শক্তি দিয়ে মোকাবেলা বা দমন করে। আছে রাশিয়ান জাতি ও অঞ্চল। সেখানেও বল প্রয়োগ করে ইউক্রেন ...... ইত্যাদি ইত্যাদি।

৩| ১১ ই মার্চ, ২০২২ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: বিশ্ব ক্রমান্বয়ে মহা সংকটের দিকে এগোচ্ছে।

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আর কদিনেই শেষ হয়ে যাবে সম্ভবত

৪| ১১ ই মার্চ, ২০২২ রাত ৯:০১

জুল ভার্ন বলেছেন: এটাইতো করা উচিৎ।

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
করতে হবে

৫| ১১ ই মার্চ, ২০২২ রাত ৯:১০

শাহ আজিজ বলেছেন: আর রাশিয়ার যত সম্পদ বাইরে আছে তা ইউক্রেনের ক্ষতিগ্রস্থ পরিবার আর নগর নির্মাণে বায় করা হোক ।

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
তা কেনো ,
উভয় পক্ষের কেউ অসহায় নয় ,দেশের জন্য ত্যাগ তো করতেই হবে

৬| ১১ ই মার্চ, ২০২২ রাত ৯:১৮

সোবুজ বলেছেন: ইউরোপ যদি আমেরিকার খপ্পর থেকে বের হতে পারে তবে পৃথিবী কিছুটা সুন্দর বিশ্ব দেখবে।একথা সত্য যে ন্যাটো শক্তির কাছে রাশিয়া কিছু না।ন্যাটো যুদ্ধে জড়ালে,রাশিয়ার আনবিক যুদ্ধ ছাড়া কোন পথ থাকবে না।

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সব মুখে মুখে ,কারো জন্য কেউ জোরাটা চায় না

৭| ১১ ই মার্চ, ২০২২ রাত ১০:৫১

বংগল কক বলেছেন: পুতিন কাকু রকজ!

১১ ই মার্চ, ২০২২ রাত ১১:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ব্যাটার বদ পাগলামি দিন দিন আরো বাড়ছে।

১২ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
আমার কাছে আত্মরক্ষায় মনে হয় (কর্মী সহায়তা প্রকল্প)

৯| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: পুতিন কি হিটলারকে ছাড়িয়ে যাবে?
সম্ভবনা কতটুকু। আপনার কি মনে হয়?

১২ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
[(যে জিতবে সে বীর ,যে হারবে সে জঙ্গি/দেশদ্রোহী/মানবতা বিরোধী) এটম ফেললো আম্রিকা যুদ্ধ অপরাধী হয়ে জরিমানা দিলো জাপান]
............
দেশের আয়তন বড় করার পরিকল্পনা নেই (হয়তো) তবে আসে পাশে মোড়লদের(ন্যাটো বা ) ছায়া যেন না থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.