নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

পণ্য মজুদ কারীদের দেয়া হলো ১কোটি টিসিবি কার্ড বিতরণের কাজ

২০ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৯

যারা পণ্য দ্রব্য মজুত করে বা মজুতে সহায়তা করে তারা কারা ,তারা এলাকার প্রভাবশালীরা। প্রভাবশালীরাই এলাকার চেয়ারম্যান/কাউন্সিলর (মেজরিটি).আর হাতে এবার ১কোটি টিসিবির কার্ড বিতরণের দায়িত্ব দিয়েছেন ""পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ""।
সরকার ঘোষিত ১কোটি টিসিবি`র কার্ড কীভাবে পাবেন? সেটা সাধারণ মানুষ জানে না।
পণ্য বিতরণের পর আমরা জানতে পারলাম-
ওয়ার্ড কাউন্সিলর ও সদস্য রা বা ইউপি চেয়ারম্যানরা নিজ দ্বায়ীত্বে নিজ নিজ এলেজায় কার্ড বিতরণ করেছে /করবে। অর্থাৎ -
ওয়ার্ড কাউন্সিলর ও সদস্যদের আত্মীয় স্বজন ও পরিচিতরাই ১কোটি টিসিবি কার্ড পেয়েছেন ও পাবেন (ব্যাতিক্রম আছে তবে নগন্য )।
ফলে টিসিবি`র পণ্য সাধারণ মানুষের পাওয়ার প্রশ্নই নেই। আজ
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ কার্ড নেওয়ার প্রক্রিয়ার বিষয়ে বলেন, টিসিবির কার্ড নেওয়ার সুযোগ নেই। সিটি করপোরেশনে ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে তালিকা করে কার্ড বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। কাউন্সিলরা তালিকা করছেন আর্থিক অবস্থা দেখে। দরিদ্র জনগোষ্ঠীই প্রাধান্য পাচ্ছেন। পাশাপাশি ওয়ার্ডগুলোতে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। কাউকে নিজ থেকে এসে যোগাযোগ করতে হচ্ছে না।
ফলে -
কাউন্সিলর ও স্থানীয় প্রভাবশালীদের পরিচিত ব্যক্তিরাই কার্ড বেশি পাচ্ছেন।
অর্থাৎ সাধারণদের বেশি দামেই বাজার থেকে পণ্য কিনতে হবে।
সাধারণ মধ্যবিত্ব পরিবার টিসিবি`র পণ্যতো পাবেই না বরং সরকারের দারুন নীতির ফলে নিম্নবিত্ত্ব পরিবারও পণ্য পাবেনা। যেমন -
চট্টগ্রামে আজ রোববার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কার্ড না থাকায় অনেকে পণ্য নিতে পারছেন না। কারণ তাদের কার্ড নেই। এবং তারা জানে না। জানার কোথাও না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২২ রাত ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: সব সময় এমনই হয়

২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:২৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সবসময় আমরাও নির্বিকার

২| ২১ শে মার্চ, ২০২২ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: এটা সরকারের একটা ভালো উদ্যোগ।

২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:২৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। অবশ্যই ,যাদের আছে তাদেরই দেয়া উচিত

৩| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১:০০

জুল ভার্ন বলেছেন: লোপাট করার মোক্ষম সুযোগ!

২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
লোপাট তো হয়েই আছে ,শুধু টিসিবি থেকে নিজেদের জায়গায় স্থানান্তর মাত্র

৪| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫৯

লিংকন১১৫ বলেছেন: আর কতো দুর্নীতি করলে আমাদের হুঁশ হবে,
আসলে আমরা একটা সময় ছিলাম সংগ্রামী কিন্তু এখন ধর্ষণের শিকার হতে হতে সব কিছু মেনে নিচ্ছি ।

২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
দুর্নীতি বলে কোনো শব্দ নেই। একটা হলো ক্ষমতা নীতি, অপরটা মেনে নেয়া নীতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.