নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

সঠিক মূল্যে পণ্য,বাড়িভাড়া,যান টিকেট, চাহিদা আমাদের এটুকুই ।

০২ রা এপ্রিল, ২০২২ ভোর ৪:৪৮


ছবি :- জনতার ৬০%

আমি/আমরা অতি সাধারণ জনগণ।বাংলাদেশে আমাদের বলে হয় নিম্নমদ্ধবিত্ত /নিম্নমধ্যেমদ্ধবিত্ত
। সংখ্যায় আমরা মোট জনতার প্রায় অর্ধেক ,মানে ৭/৮ কোটি ,বিশ্বে আমাদের সংখ্যা ৬০%-৭০% ভাগ।
দৈনন্দিন জীবনে আমাদের উপার্জন ৮ ঘন্টা শারীরিক/মানসিক/পরিশ্রম এবং চাহিদা হলো কর্মস্থানে যাতায়াতে স্বাভাবিক মূল্যে বাস ,ট্রেন ,লঞ্চের টিকিট ,পরিবারের বসবাসের জন্য ঘরের দরজা সহ পানি/গ্যাস/বিদ্যুৎ ও দিনে তিনবেলা ভাত কখনো আমিষ/আমিষ ছাড়া। বাড়তি চাহিদা হলো -সন্তানের শিক্ষা ও পরিবারের চিকিৎসা (সরকার ও আমাদের যৌথ দ্বায়িত্ব )
স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল ,বা মাদ্ধমে আয়ের দেশ বা বেগম পাড়া। ...এগুলি আমাদের ভাবতে হয় না /ভাবার সুযোগ ও হয় না।
বিশ্বের কোথায় কে বেশি ধনী বা কোনদেশ বেশি উন্নত বা কোথায় কেন যুদ্ধ চলছে সে বিষয়ে ও আমাদের ভাবতে হয় না /ভাবার সুযোগ ও হয় না/ভাবার প্রয়োজনও নাই।
তবে কখনো যদি দৃষ্টিগোচর হয় তবে ভালো লাগে বা ব্যাথিত হই ,কারণ আমরাও মানুষ।
এইযে লেখাটি লিখছি,সেটা আমার বিনামূল্যের বিনোদন/শখ/শিক্ষা/ যা ইচ্ছা বলা যেতে পারে। সব সময় নেট ব্যবহার আমাদের কাছে এখনো সহজ লভ্ভো নয় তবে আশাবাদী।
এতো কথা বলার কোনো কারণ নাই তার পরেও কারণ বলা যায় :-
দেশের বা বিশ্বের রাজনীতি/অর্থনীতি/শান্তি/যুদ্ধ/খন্ড যুদ্ধ/সীমানা নিয়ন্ত্রণ /মঙ্গোল গ্রহে জমিকেনা। ....ইত্যাদি বিষয় গুলো দৃষ্টি গোচর হলে ভেবে নেই এগুলো আমাদের জন্য ভিডিও/টিভি/মিডিয়া গেম যেখানে আমরা দর্শক মাত্র।কখনো আনন্দিত কখনো ব্যাথিত হয়ে আগামীকালের কর্মের জন্য প্রস্তুত হই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন?

০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: দেশের বা বিশ্বের বেশিরভাগ মানুষের চাহিদা এটুকুই !

২| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৩

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশ থেকে মধ্যবিত্ত শ্রেণী হারিয়ে গিয়েছে। এখন দেশে দুটি শ্রেণী আছে, একটা উচ্চবিত্ত অন্যটা নিম্নবিত্ত। উচ্চবিত্ত হচ্ছে শাসক শ্রেণী ও তাদের সহযোগীরা।

০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,তাই দেখা যাচ্ছে ,
উচ্চ ব্যাতিত সকল বিত্তের এটুকুই চাহিদা

৩| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

জ্যাকেল বলেছেন: জনগণের পয়সা চুরি করে সরকার/আশেপাশের লোকেদের হস্ত ভারি করা হইতেছে। আমাদের দুঃখ করা ছাড়া আর কি করার আছে?

০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
হয়েছে,হইতেছে,হবে ,লংকায় যেই যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.