নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

মাহরাম ছাড়া নারীদের হজ করা যাবেনা-নতুন ঘোষণা সৌদির ।

০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২


মাহরাম অর্থ হলো -
মাহরাম শব্দটি আরবী হারাম শব্দ থেকে এসেছে। ইসলামী পরিভাষায় মাহরাম দ্বারা বুঝায়, যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েয বা বৈধ।পুরুষ ও মহিলা উভয়ের জন্য মাহরাম হলেন ১৪ জন।
মূল সংবাদ :-(খবর আরব নিউজের)

পবিত্র ওমরাহ পালন করতে নারীদের আর পুরুষ অভিভাবকের প্রয়োজন হবে বলে না যে ঘোষণা দিয়েছিল,তা থেকে সরে এসেছে সৌদি আরব।
মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মুসলিম মনীষীদের কঠোর সমালোচনার পর সৌদি আরব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত পারিরর্তন করেছে, বলে মনে করা হচ্ছে ।
...........
সৌদি আরবের হজ ও ওমরাহ কমিটির সদস্য সাঈদ বাগাশওয়ান মিসরের একটি গণমাধ্যমকে বলেছেন-
এখন থেকে ৪৫ বছর বা ততোর্ধ্ব বয়সি নারীরাই কেবল পুরুষ অভিভাবক ছাড়া হজ করতে পারবেন। এর চেয়ে কম বয়সি নারী ও তরুণীদের অবশ্যই মাহরাম নিয়ে হজে আসতে হবে।
...........................
এর আগে সৌদি ঘোষণা করেছিল -
কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সি নারীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব।
.....................
আলহামদুলিল্লাহ ,মহান আল্লাহ আমাদের সঠিক পথে রাখবেন ইনশাআল্লাহ

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ নিয়মতো আগেও ছিলো।
যা হোক মাঝখানে তারা যে
ঘোষণা দিয়েছিলো তা থেকে
সরে আসার জন্য শুকরিয়া।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
সেটাই

২| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:



সমস্যা, যেসব তরুণ মেয়ে ও মহিলারা পাপাচার করছে, তারা বয়স ৪৫ না'হওয়া অবধি পাপমুক্ত হতে পারবে না!

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ , যে যেভাবে বুঝে

৩| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৫

জুল ভার্ন বলেছেন: এই নিয়মে অনেক জেনুইন হজ্বকারীদের জন্য যেমন সমস্যা হবে তেমনি হজ্বের নামে কিছু খারাপ লোকের হীন উদ্দেশ্য প্রতিরোধ করা যাবে।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
নিয়মের দু`দিকই আছে ,ভালোটাই বেশি হবে আশা করি

৪| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আরো কতো কি যে হবে!!

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
এ নিয়মে ,ভালোটাই বেশি হবে আশা করি

৫| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩০

সোবুজ বলেছেন: মানুষ দিন দিন মুক্ত হয় তারা বন্দী করার চিন্তা করছে।যার বাপ ভাই নাই সে যাবে কাজিনদে সাথে।খালেদা,হাসিনা যে বহু বার হজ্ব করতে গেল তাদের মাহরাম কে ছিল।খালেদার না হয় ফালু ছিল,হাসিনার কে ছিল।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
কঠিন ,বড়ই কঠিন

৬| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: দেখা যাক কি হয় সামনে

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
জ্বি

৭| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সোবুজ বলেছেন: খালেদার না হয় ফালু ছিল,

আইনত ফালু কোন ভাবেই মাহারাম হতে পারে না।
ইসলামি আইনে মাহারাম হতে হলে পরিবারের কাছের মানুষ হতে হবে, স্বামীর পরিবর্তে ভাই মামা চাচা পিতা ইত্যাদি হতে হয়।
তখন সঠিক আইন প্রয়োগ হলে ভুয়া মাহারামগিরি করার দায়ে সৌদি আইনে ফালুকে মাটিতে পুতে পাথর দিয়ে ..... ....

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
ব্যাক্তি প্রসঙ্গের মত/বিপরীত মত অগ্রাহ্য করাই ভালো

৮| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: যাজ আমার মাহরাম নিয়ে ঝামেলা নাই।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
[আলহামদুলিল্লাহ]
মাহরাম শব্দটি স্বীকার করেন জেনে ভালো লাগছে।

৯| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১:২৪

সোবুজ বলেছেন: ফালু ছিল খালেদার স্বামী।পত্রিকায় আমরা তার কাবিন নামা দেখেছি।এক এগারোর পর।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
নির্দিষ্ট ব্যাক্তি বিষয় কিছু বলার/জানার ইচ্ছে নেই

১০| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ১০:৫২

কালো যাদুকর বলেছেন: সোনাগাজী সাহেব, আপনি বলেছিলেন ভুল কিছু বললে উল্লেখ করতে। এইজন্যই বলা। আপনার মন্তব্যটি ভেবে দেখলাম। যখন আমরা পাবলিক ডোমেইনে কিছু বলি তখন সাধারনত খেয়াল রাখতে হবে - আমার মন্তব্যটি যাতে কোন শ্রেনীকে উদ্দেশ্যে করে বলা না হয়। এর কারন হচ্ছে পাবলিক কমেন্ট ইনক্লুসিভ হলে সেটি বেশী গ্রহনযোগ্য হয়।
এই ব্লগটি একটি তথ্যমূলক লিখা ৷ এবং একটি ধর্মভিত্তিক খবর | এই ব্লগের খবরটি পরে আমারো ভাল লেগেছে ৷ মনে হয়েছে রসুলের ভূমির শাসক ধর্মের দিকেই শেষ পর্যন্ত ধাবিত হচ্ছে আপতত ৷ অন্তত পক্ষে এই ডিসিশন টি ভাল হয়েছে।
তবে আপনার মন্তব্যে একটি বিশেষ বয়সের নারীদের উদ্দেশ্যে করে বলা হয়েছে ৷ আপনি খবরটির পক্ষে বা বিপক্ষে বলতে পারতেন ৷ সেটা বলেননি। এজন্য আপনার মন্তব্যটি অনাবশ্যক ও অপ্রাসঙ্গিক মনে হয়েছে।

আগেই বলেছি আপনি বলেছিলেন তাই উল্লেখ করলাম মাত্র। এই ব্যাপারে এটিই আমার শেষ মন্তব্য | আমার এই মন্তব্যটি আপনার বিপক্ষে কোন মন্তব্য নয়। আমার ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন ৷

লেখককে ধন্যবাদ এই ভাল খবরটি শেয়ার করার জন্য।



০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
খবরটি জেনে রাখা উচিত বলেই মনে হয়। তাই শেয়ার করা
................
অহেতুক উত্তর
তার উত্তরে বলা হয়েছে ;-"যে যেভাবে বুঝে।"
অর্থাৎ তারা যে কোনো বিষয়েই ভিন্নতা দেখাবেই
বেটার হয় এড়িয়ে চলা
যেমন ;-
আপনি যদি বলেন ,দেয়ালটি ইটের তৈরী। তারা
সিমেন্ট বা বালু সংযোগটি দেখিয়ে বলবে ;-
দেয়াল তৈরীতে বালু বা সিমেন্ট লাগে

১১| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ,
[আলহামদুলিল্লাহ]
মাহরাম শব্দটি স্বীকার করেন জেনে ভালো লাগছে।

বিশ্বাস অবিশ্বাসের কথা না। মাহরাম শব্দটা নিয়ে আমি চিন্তিত নই।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এটা আরো বেশি আনন্দের

১২| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সৌদি নিজেকে উদার সাজাতে ব্যস্ত, মনগড়া নিয়মকানুন করছে যা ইসলাম ও ইসলাম বিশ্বের জন্য ক্ষতিকর। যাক এ খবরটা তত্যন্ত ভাল।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জ্বি,সেটাই

১৩| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১

শার্দূল ২২ বলেছেন: ধর্মের বিষয়ে প্রতিটা নারী পুরুষ স্বতন্ত্র। নারী হোক আর পুরুষ হোক ধর্ম পালনে তার সহযোগী দরকার হলে সে নিবে, আর দরকার না হলে সে একাই ধর্ম পালন করবে এটাই নিয়ম হওয়া উচিৎ। মাহরাম এই আরবি শব্দের প্রতি আমার কোন মনযোগ নেই।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভালো বলেছেন ,তবে -
আমরা মনে করলেতো হবে না , যে কোনো ধর্ম মানেই তো নিয়মের শুরু।
মানা/নামানায় ধর্মের ক্ষতি নেই

১৪| ০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৮

বিটপি বলেছেন:
ইসলামী আইন চিরন্তন। দেড় হাজার বছর আগে যা ছিল, দেড় হাজার বছর পরেও তাই থাকবে। এখানে সৌদি আরব কে ঠিক করে দেবার কে হজ্জে যেতে পারবে আর কে পারবেনা?

হাসিনা খালেদার হজ্জ নিয়ে কথা হচ্ছে। উনারা কি হাসিনা খালেদার হজ্জ করা দেখেছে? খাদেলার সাথে যে তারেক ছিল, আর হাসিনার সাথে যে মেয়ে জামাই ছিল - সে কি উনাদের নজরে পড়ে নাই?

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক বলেছেন,ওরা ঠিক করার কে ,সৌদি, ধর্ম থেকেই বলেছে ,ধর্মের বাইরে থেকে বলেনি।
এবং কোনো বেক্তির বিষয়েও বলেনি কিছু

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১:০১

জটিল ভাই বলেছেন:
দেখা যাক কতদিন বলবৎ থাকে........

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.