নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

হিজাব পরলে জরিমানা,ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী।(দ্বিমত তবে, )

০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২৪


জনসম্মুখে হিজাব পরলে জরিমানার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের চরম ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লে পেন। বৃহস্পতিবার তিনি এই প্রতিশ্রুতি দেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
প্রথমেই আমার নিজের মতামত বললে বলতে চাই :-
হিজাব ও নেকাব এক জিনিস নয়। তিনি তার দেশে যদি নেকাব পড়ার বিপক্ষে বলে থাকেন ,তা হলে আমার কোনো মত বা দ্বিমত নাই। আর যদি হিজাবের বিপক্ষে বলে থাকেন তাহলে বলবো :-এই আইনটি বেআইনি। এবং প্রতিবাদ জানাই,প্রয়োজনে আন্দলনে মাঠে নামবো পৃথিবীর যে কোনো দেশের বিরুদ্ধে ইনশাআল্লাহ।(হিজাব ফরজ নেকাব নয় )
প্রেসিডেন্ট প্রার্থী মেরিন লে পেন,
আরটিএল রেডিওর সঙ্গে আলাপকালে, কিভাবে জনসম্মুখে হিজাব পরার জন্য জরিমানা করবেন তা ব্যাখ্যা করেন।
যেভাবে গাড়িতে সিটবেল্ট পরার ক্ষেত্রে পুলিশ জমিমানা করেন, একইভাবে হিজাব পরার জন্য পুলিশ জরিমানা করবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে পুলিশ এই ব্যবস্থা কার্যকর করতে অনেক বেশি সক্ষম।
হিজাব বিষয়ে কোরান বলেছে :-হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে আবৃত করে। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা আহজাব)

মন্তব্য ৩৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩০

জাদিদ বলেছেন: ফ্রান্সের রাষ্ট্রীয় ব্যাপারে আপনি প্রতিবাদ করে কি হবে? বাংলাদেশের রাস্তায় নেমে আপনি ভাংচুর হরতাল দিয়ে ফ্রান্সের কি হবে?

০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ফ্রান্সের রাষ্ট্রীয় ব্যাপার (ফ্র্রান্স জেনেভা চুক্তির সদস্য যাচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে একটা বিষয় আছে)
আন্দলোন ফ্রান্সে`র রাস্তায়, বা প্রার্থীর সমাবেশের পাশে করতে পারবোনা ,সেটা আপনি নিশ্চিত কিভাবে হলেন বুঝতে পারিনি।

২| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩২

জাদিদ বলেছেন: প্রয়োজনে আন্দোলনের নামা কথা শুনে হাসি পেলো। এটা ফেসবুক পোস্ট হলে হাহা দিতাম।

০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পেতেই পারে হাসি (চিন্তার যোগ্যতা অনুযায়ী )
আন্দলোন ফ্রান্সে`র রাস্তায়, বা প্রার্থীর সমাবেশের পাশে করতে পারবোনা ,সেটা আপনি নিশ্চিত কিভাবে হলেন বুঝতে পারিনি।

৩| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৮

নিমো বলেছেন: হা হা হা! ভাইজান আন্দুলুন করলে কি আপনার গলি-চিপা হাবি-জাবি ডট কম চলবে ? ব্যান্ডউইডথ, সাবমেরিন কেবল, সার্ভার্, হোস্টিং এগুলো কাদের হাতে সেটা মাথায় রাখতে হবে তো।
view this link

০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
মূল বিষয়ে বলুন
মূল বিষয় -হিজাব বা নেকাব নিষিদ্ধ করা হতে পারে
মুসলিম হিসাবে বা যে কোনো ধর্মকি অন্য ধর্মকে বাদ্ধতামূলক নাজেহাল করতে পারে ,তাহলে করণীয় কি ?

৪| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৮

সাসুম বলেছেন: সে তার দেশে হিজাব পড়ে বের হলে রাস্তায় উল্টায়া খাম্বার লগে নেংটা কইরা বাইন্ধা রাখব - আপনার কি তাতে?

হিজাব ও নেকাব এক জিনিস নয়। তিনি তার দেশে যদি নেকাব পড়ার বিপক্ষে বলে থাকেন ,তা হলে আমার কোনো মত বা দ্বিমত নাই। আর যদি হিজাবের বিপক্ষে বলে থাকেন তাহলে বলবো :-এই আইনটি বেআইনি।

আপনি কি রাত দিন গাঞ্জার উপর থাকেন?? আপ্নে ফ্রান্সের আইন বেআইনি সেটা ঘোষণা করার কোন হরিদাস পাল হইছেন এটা বুঝান তো??

আর উনি কোথায় বলছে এটা তার দেশ ছাড়া অন্য দেশের জন্য আইন?? মানে আপনার কি ঘিলু জমা দিয়ে আসছেন হুজুরের কাছে??

আপনার তালগাছ ধর্মের ফরজ হিজাব আর নেকাবের আইন দুনিয়ার সেকুলার দেশ ফ্রান্স কোন লজিকে মানতে বাধ্য আগে সেটা বলেন আমাকে।

আর আন্দোলনে নামার আগে ব্লগে আওয়াজ দিয়ে নাইমেন, আপনার মত শত সহস্র ছাগু আগে তারাও যাতে নামে। বেকুবের দল এক সাথে দেখতে শান্তি পামু।


আপনি একজন মিথ্যাবাদী, একজন মুনাফেক, একজন ভুয়া নিউজ প্রচারকারী, একজন প্রোপাগান্ডাবাদী এবং পবিত্র রমজানের পবিত্রতা ভংগাকারী একজন মোসলমান নামের কলংক।

ভুয়া ও মিথ্যা নিউজ ন্যারেটিভ প্রচারের দায়ে আপনি জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে পচবেন

০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আল্লাহ ভালো জানেন
[[ভুয়া ও মিথ্যা নিউজ ন্যারেটিভ প্রচারের দায়ে আপনি জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে পচবেন]]

৫| ০৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২২

অর্ক বলেছেন: হিজাব না পরলে বাংলাদেশের মহিলাদের দড়ি বেঁধে উল্টোদিকে দোররা মারার আইনের জন্য রাস্তায় নামেন না কেনো আপনারা ভাই, বলেন তো? আফগানিস্তানে তালেবানদের সময়ে যেমন ছিলো (ইতোমধ্যে শুরু হয়েছে)। ফ্রান্সের চিন্তা না করে, বাংলাদেশের মহিলাদের কীভাবে হিজাব না পরার অপরাধে খাম্বাথাম্বা গাছে লটকে উল্টোদিকে দোররা মারার আইন কার্যকর করা যায়, সেটার জন্য আগে আপনারা আন্দোলনে নামেন, লাশ ফেলেন, ভাংচুর নাশকতা জ্বালাওপোড়াও করেন। রক্তে লাশে ভাসিয়ে দিন। মিছিলে শ্লোগানে কাঁপিয়ে দিন সমগ্র বাংলাদেশ, "আমরা হবো আফগান। বাংলা হবে তালিবান। নারায়ে তাকবির। আল্লাহু আকবর।"

০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
গড়পড়তা মন্তব্য করা অর্থহীন।বাংলাদেশ বিষয় কিছুই বলা হয়নি এখানে
পড়ে বুঝে বলুন ,ভুল হলে মেনে নেবো ,অথবা মন্তব্যে বিরত থাকুন
............
মূল বিষয় -হিজাব বা নেকাব নিষিদ্ধ করা হতে পারে
মুসলিম হিসাবে বা যে কোনো ধর্মকি অন্য ধর্মকে বাদ্ধতামূলক নাজেহাল করতে পারে ,তাহলে করণীয় কি ?

৬| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: হিজাব পরলে জরিমানার প্রতিশ্রুতি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী

৭| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: আজাইরা।

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
বৈজ্ঞানিক প্রমান ছাড়া অগ্রহণযোগ্য মন্তব্য

৮| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০

জাদিদ বলেছেন: ভাই, আপনার ধর্ম এত ঠুনকো ক্যান? ধর্ম কি অবলা নারী যে অতি সামান্যতেই আঘাত প্রাপ্ত হবে?
ধর্মের কোন অনুভুতি নেই। অনুভুতি থাকে পাবলিকের। অধিকাংশ আযাইরা পাবলিকই ধর্ম অনুভুতি নিয়ে হাউকাউ করে।

এই সব করে যে প্রকৃত ধর্ম এর ইয়ে মারা হচ্ছে, সে দিকে কোন খেয়াল নাই।

ফ্রান্স প্রবাসী কোন ব্যক্তির পক্ষে এত আজাইরা টাইম থাকার কথা না। সুতরাং ধরে নেয়া যায় পোস্ট দাতা কোথাকার রাস্তায় নামবেন।

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
পোস্ট বিষয়ে বলুন
পোস্ট দাতার লিখায় ভুল হলে বলুন।
[[ আপনার দুই মন্তব্যে উত্তর দেয়া হয়েছে ,তারপরেও লিখার বাইরে পোস্টদাতার যোগ্যতা বিষয়ে ধারণা করে ব্যাক্তি নিয়ে লাফালাফি ঠিক নয়। (ধারণা সঠিক নাও হতে পারে।) ]]
অথবা মন্তব্য থেকে বিরত থাকুন।

৯| ০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১

সাসুম বলেছেন: এই আইনটি বেআইনি। এবং প্রতিবাদ জানাই,প্রয়োজনে আন্দলনে মাঠে নামবো পৃথিবীর যে কোনো দেশের বিরুদ্ধে ইনশাআল্লাহ।

আপনি এই লাইনের জবাব দেন- আপনি ফ্রান্সের আইন যে বেআইনি এটা বলার কে এবং কোন লজিকে আপনি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধে নামবেন???

আর জেনেভা কনভেনশানে কিভাবে যাচ্ছে ফ্রান্স?? আপনি এসব বেইজলেস লজিক অন্য যায়গায় খাটান।

ফ্রান্স একটা স্বাধীন দেশ , সে কি আইন করবে সেটা একমাত্র ফ্রান্সের আইন সভার লোকজন নির্ধারন করবে

কোন এক আরব বর্বর গোষ্টির মধ্যযুগীয় আইন বাস্তবায়ন করবে , কোন যুক্তিতে আমাকে একটু বুঝান আপনি।


আর আপনি আন্দোলনে নাম্বেন হিজাব নিকাব নিষিদ্ধ করার জন্য??

আপনার নবী রাসূল কে নিয়ে ভয়ানক ভাবে ব্যাঙ্গ করে ফ্রান্স সরকারি ভাবে কার্টুন ছাপিয়েছিল।

আপ্নার আন্দোলন কই ছিল এবং সেই আন্দোলনে ঠিক কি কি ছিড়েছিলেন?? নাকি আপনার কাছে আপনার নবী রাসুলের অপমানের চেয়ে হিজাব নিকাব কেন ফ্রান্স চালু করবেনা তার দাম বেশি??

এইসব হাস্যকর কথাবাত্রা কেন যে বলেন রে ভাই!!!

মানে আপ্নারা উপরের মাথা দিয়ে একটু চিন্তা করতে পারেন না?


কি সব লিখে যে ব্লগের ১ম পাতা ভরান আর আপনার হুক্কাহুয়া সদস্য রাও এসে এসবে তাল দেয়! জাস্ট অসহ্য আপনার এইসব মিথ্যাচার দেখতে দেখতে

০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২২

প্রতিদিন বাংলা বলেছেন: সাসুম বলেছেন: এই আইনটি বেআইনি। এবং প্রতিবাদ জানাই,প্রয়োজনে আন্দলনে মাঠে নামবো পৃথিবীর যে কোনো দেশের বিরুদ্ধে ইনশাআল্লাহ।

আপনি এই লাইনের জবাব দেন- আপনি ফ্রান্সের আইন যে বেআইনি এটা বলার কে এবং কোন লজিকে আপনি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধে নামবেন???
...............................

ধন্যবাদ ,
কেন এখানে সময় অপচয় করছেন।
উত্তর দেয়া হয়েছে। তার পরেও বলি-[কোথাও বলিনি ফ্রান্সের আইন বিরোধী ]
জেনেভা চুক্তি , মানবাধিকার চুক্তি , আন্তর্জাতিক অপরাধ চুক্তি ,যুদ্ধাপরাধ চুক্তি ,ইসলাম ফেবিয়া দিবস (জাতিসংঘে স্বীকৃত )
এগুলো ,চুক্তিতে সই করা সকল দেশের উপর প্রযোজ্য।

১০| ০৮ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

অর্ক বলেছেন: আমি তার বাবা জাঁ মারি লা পেন’কেও ভালো জানি। তার রাজনীতিও দেখেছি। বিবিসি সিএনএন এ সাক্ষাতকার দেখেছি ফ্রেঞ্চ ভাষায়, নিচে ইংলিশ সাবটাইটেল। সাক্ষাৎকার তো নয়, যেনো বিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন সাংবাদিকদের। এতো উচ্চশিক্ষিত, বুদ্ধিমান, প্রতিটি বিষয়ে পরিষ্কার দৃষ্টিভঙ্গির মানুষ। তাঁর মতো গুণী বুদ্ধিমান রাজনীতিবিদ আমি খুব কম দেখেছি।

যাই হোক লেখা নিয়ে বলি, প্রথমে ক্ষমতায় আসুক। আইনটি কার্যকর করা হোক, তখন এটা নিয়ে পোস্ট দিবেন। ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পাগড়ী সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন আছে। সুতরাং এ আইন ইতোমধ্যেই আরেক ভাবে কর্যকরি চলে আসছে সেখানে বলা যায়। ফ্রান্স শরিয়া আইনে কোনওদিন পরিচালিত হবে না। সেখানকার আইন ভালো না লাগলে, মানতে সমস্যা হলে, সেখানে যাবেন না, বা সেখান থেকে আরেক দেশে চলে যান, যেখানে এ ধরনের প্রতিবন্ধকতা নেই। শিখদের ধর্মে আছে পুরুষদের তরবারি রাখতে হয়। এটা আধুনিক সভ্য সমাজে আদৌ সম্ভব নয়। ভারতে দুয়েকজন শিখকে দেখেছি, গলায় চেনের সাথে দুতিন ইঞ্চি খেলনা তরবারি ঝুলিয়ে রাখতে। সময়ের দাবি মেনে নিয়ে বাঁচতে হয়। নাহলে অশান্তি অনিবার্য। আশা করি আমি আমার বক্তব্য আপনাকে বোঝাতে পেরেছি।

ধন্যবাদ ভাই। শুভেচ্ছা থাকলো।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
চমৎকার বলেছেন
অল্প পরিসরে মূল বিষয়টা বলতে চেয়েছি -
যেহেতু নেকাব বিষয়টা ধর্মে বাধ্যতামূলক নয়(বিতর্কিত) ,হিজাব বাধ্যতামূলক।
তাই যে পেন কি হিজাব/নেকাব কি এক করে ফেলেছেন ?
আর আমার ব্যাক্তিগত মত হলো
নিরাপত্তার স্বার্থে নেকাব জরিমানা যোগ্য করা যেতে পারে।নেকাব ভালো খারাপ দুদিকেই আছে। নেকাবের কারণেই শ্রীলংকার সেই দুর্ঘটনার পরে পর্যটনে বিরাট ক্ষতি .
পোষ্টের মূল বিষয়ে মন্তব্য নাই প্যাচাল সব ভিন্ন বিষয়ে।

১১| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০১

জটিল ভাই বলেছেন:
মন্তব্য করতে এসে ফিরে যাচ্ছি প্রিয় ভাই।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
অন্যের মন্তব্য পড়ার দরকার নেই
আমি অল্প পরিসরে মূল বিষয়টা বলতে চেয়েছি -
যেহেতু নেকাব বিষয়টা ধর্মে বাধ্যতামূলক নয়(বিতর্কিত) ,হিজাব বাধ্যতামূলক।
তাই যে পেন সাহেবান, হিজাব/নেকাব কি এক করে ফেলেছেন ?
আর আমার ব্যাক্তিগত মত হলো
নিরাপত্তার স্বার্থে নেকাব জরিমানা যোগ্য করা যেতে পারে।নেকাব ভালো খারাপ দুদিকেই আছে। নেকাবের কারণেই শ্রীলংকার সেই দুর্ঘটনার পরে পর্যটনে বিরাট ক্ষতি .
পোষ্টের মূল বিষয়ে মন্তব্য নাই প্যাচাল সব ভিন্ন বিষয়ে।

১২| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০৪

সোবুজ বলেছেন: এটা একটা গুরত্বপূর্ণ বিষয়।এই বিষটা নিয়ে আপনি জাতিসংঘে কথা বলতে পারেন।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দয়া করে পোস্টটি পড়ুন
অন্যের মন্তব্য পড়ার দরকার নেই
আমি অল্প পরিসরে মূল বিষয়টা বলতে চেয়েছি -
যেহেতু নেকাব বিষয়টা ধর্মে বাধ্যতামূলক নয়(বিতর্কিত) ,হিজাব বাধ্যতামূলক।
তাই যে পেন সাহেবান, হিজাব/নেকাব কি এক করে ফেলেছেন ?
আর আমার ব্যাক্তিগত মত হলো
নিরাপত্তার স্বার্থে নেকাব জরিমানা যোগ্য করা যেতে পারে।নেকাব ভালো খারাপ দুদিকেই আছে। নেকাবের কারণেই শ্রীলংকার সেই দুর্ঘটনার পরে পর্যটনে বিরাট ক্ষতি .
পোষ্টের মূল বিষয়ে মন্তব্য নাই প্যাচাল সব ভিন্ন বিষয়ে।

১৩| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ফ্রান্সের প্রতিবাদ ফ্রান্সে রাখেন।

এখানে বাংলাদেশে আজাইরা পথ-ঘাট-দেয়াল গরম করার মানে হোয় না!

আপনারা বুঝেন না- এই ফ্রান্সই অনেক মুসলিম বড় বড় নেতার আশ্রয়দাতা!

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দয়া করে পোস্টটি পড়ুন
অন্যের মন্তব্য পড়ার দরকার নেই
আমি অল্প পরিসরে মূল বিষয়টা বলতে চেয়েছি -
যেহেতু নেকাব বিষয়টা ধর্মে বাধ্যতামূলক নয়(বিতর্কিত) ,হিজাব বাধ্যতামূলক।
তাই যে পেন সাহেবান, হিজাব/নেকাব কি এক করে ফেলেছেন ?
আর আমার ব্যাক্তিগত মত হলো
নিরাপত্তার স্বার্থে নেকাব জরিমানা যোগ্য করা যেতে পারে।নেকাব ভালো খারাপ দুদিকেই আছে। নেকাবের কারণেই শ্রীলংকার সেই দুর্ঘটনার পরে পর্যটনে বিরাট ক্ষতি .
পোষ্টের মূল বিষয়ে মন্তব্য নাই প্যাচাল সব ভিন্ন বিষয়ে।

১৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৪

জাদিদ বলেছেন: আপনি ব্লগে গল্প কবিতা লিখেন না, আপনি প্রকাশিত সংবাদ নিয়ে আপনার চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। আপনি যদি গল্প কবিতা লিখতেন তাহলে হয়ত আপনাকে নিয়ে ধারনা করতাম না। কারন গল্প কবিতা পড়ে লেখককে সব সময় বিচার করা যায় না। আপনার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয় নি। তাই প্রকাশিত সংবাদ নিয়ে আপনার চিন্তা ভাবনা থেকেই আপনার সম্পর্কে আমার ধারনা পোষন করতে হবে। ফলে আপনার ব্যক্তিত্বের একটা ধারনা এখানে স্পষ্ট।

আমার আগের দুইটা মন্তব্যই পোস্ট সংশ্লিষ্ট। এখানে কোন অপ্রাসঙ্গিক মন্তব্য নেই। আপনি জবাব দিতে ব্যর্থ হলে বা আপনার মন্তব্যের প্রেক্ষিতে যে যৌক্তিক প্রশ্ন করেছি সেটা দেবার মত যদি সামর্থ না থাকে, তাহলে সেটা স্বীকার করুন। বাকিটা আমার বিবেচনা।

ব্লগের প্রথম পাতায় মত প্রকাশের নামে যা ইচ্ছে তাই তো থাকতে পারে না।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
ভালো বলেছেন ,
এই কথাগুলি প্রথমে বলা যেত পোস্টটি পড়ে।
...........
এটাতো (আন্দলোন ) মূল বিষয় নয় -
প্রেসিডেন্ট হবে /হবেনা
কবে আইন করবে /করবেনা তারপর আন্দোলন /আন্দোলন নয়
....................
আমি অল্প পরিসরে মূল বিষয়টা বলতে চেয়েছি -
যেহেতু নেকাব বিষয়টা ধর্মে বাধ্যতামূলক নয়(বিতর্কিত) ,হিজাব বাধ্যতামূলক।
তাই যে পেন সাহেবান, হিজাব/নেকাব কি এক করে ফেলেছেন ?
আর আমার ব্যাক্তিগত মত হলো
নিরাপত্তার স্বার্থে নেকাব জরিমানা যোগ্য করা যেতে পারে।নেকাব ভালো খারাপ দুদিকেই আছে। নেকাবের কারণেই শ্রীলংকার সেই দুর্ঘটনার পরে পর্যটনে বিরাট ক্ষতি .
পোষ্টের মূল বিষয়ে মন্তব্য নাই প্যাচাল সব ভিন্ন বিষয়ে।

১৫| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৮

রানার ব্লগ বলেছেন: আচ্ছা ম্যানু বলেনঃ

কি কি করবেন ?

আন্দলনের নামে ।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পোস্ট টি পড়ে মূল বিষয়ে বলুন

১৬| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫০

জ্যাকেল বলেছেন: হিজাব পড়া মানুষের মৌলিক অধিকার। এটা ভুলন্ঠিত করতে দিলে ফ্রান্সের ভাবমুর্তি ক্ষতিগ্রস্থ হবে। তবে মুসলিম জনসাধারণ যদি ইহাতে সতর্ক না হোন তবে আমাদের বিশাল খারাপ অবস্থায় পড়তে হতে পারে। বিশেষত ফ্রান্স বিরোধী আন্দোলন শুরু করলে পশ্চিমাদের দ্বারা আমরা আরো বেশি বিদ্বেষের স্বীকার হইবো।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সহমত
আমি অল্প পরিসরে মূল বিষয়টা বলতে চেয়েছি -
যেহেতু নেকাব বিষয়টা ধর্মে বাধ্যতামূলক নয়(বিতর্কিত) ,হিজাব বাধ্যতামূলক।
তাই যে পেন সাহেবান, হিজাব/নেকাব কি এক করে ফেলেছেন ?
আর আমার ব্যাক্তিগত মত হলো
নিরাপত্তার স্বার্থে নেকাব জরিমানা যোগ্য করা যেতে পারে।নেকাব ভালো খারাপ দুদিকেই আছে। নেকাবের কারণেই শ্রীলংকার সেই দুর্ঘটনার পরে পর্যটনে বিরাট ক্ষতি ...
..........
পোষ্টের মূল বিষয়ে মন্তব্য নাই প্যাচাল সব ভিন্ন বিষয়ে।
.............

১৭| ০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫০

রানার ব্লগ বলেছেন: ফ্রান্সের সরকার একটা আইন করেছে এবং তার বাস্তবায়নের চেস্টা করছে আইনটা যদি বে-আইনি হয় ফ্রান্সের জনগন তা বুঝবে আশাকরি ।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আইন হয়নি।
যিনি আইনটি করতে চাচ্ছেন তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী।
তিনি প্রেসিডেন্ট হবেন /হবেন না
কবে আইন করবেন /করবেন না তারপর আন্দোলন /আন্দোলন নয়
............।
আমি অল্প পরিসরে মূল বিষয়টা বলতে চেয়েছি -
যেহেতু নেকাব বিষয়টা ধর্মে বাধ্যতামূলক নয়(বিতর্কিত) ,হিজাব বাধ্যতামূলক।
তাই যে পেন সাহেবান, হিজাব/নেকাব কি এক করে ফেলেছেন ?
আর আমার ব্যাক্তিগত মত হলো
নিরাপত্তার স্বার্থে নেকাব জরিমানা যোগ্য করা যেতে পারে।নেকাব ভালো খারাপ দুদিকেই আছে। নেকাবের কারণেই শ্রীলংকার সেই দুর্ঘটনার পরে পর্যটনে বিরাট ক্ষতি .
..............।
গুছিয়ে লিখতে পারিনি ,তাই বুঝেন নি হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.