নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

মলিন হয়ে আসছে বটতলা -ছায়ানট -রমনা...

১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪১


শুভ নববর্ষ। স্বাগত বাংলা নববর্ষ ১৪২৯
বাংলা নববর্ষ ও ছায়ানট এবং মঙ্গল শোভাযাত্রা নিয়ে দুটি কথা বলবো।
ছায়ানট বাংলাদেশের অন্যতম সংস্কৃতিক সংগঠন। ১৯৬১ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পালন করা ছাড়াও পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠান।
১৯৬১ সালে একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেন কয়েকজন সংগঠক। তাদের মধ্যে মোখলেসুর রহমান (সিধু ভাই নামে পরিচিত), শামসুন্নাহার রহমান, সুফিয়া কামাল, ওয়াহিদুল হক অন্যতম। সাঈদুল হাসানের প্রস্তাবে সংঠনটির নামকরণ করা হয় ছায়ানট।
মঙ্গল শোভাযাত্রা -পাপেড ,মূর্তি ,মুখোশ পরে যাত্রা ১লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় বা তার অংশ চারুকলার সামনে থেকে র্যালি শুরু কে বলা হয়
একটু পিছনে তাকাই :-
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ,মঙ্গল শোভাযাত্রা পূর্বে এর নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সেই সময়ের সংবাদপত্রের খবর থেকেও এমনটা নিশ্চিত হওয়া যায়। সংবাদপত্র থেকে যতোটা ধারণা পাওয়া যায়, ১৯৯৬ সাল থেকে চারুকলার এই আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হিসেবে নাম লাভ করে।
১৯৮৬ খ্রিষ্টাব্দে চারুপীঠ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। যশোরের সেই শোভাযাত্রায় ছিল - পাপেট, বাঘের প্রতিকৃতি, পুরানো বাদ্যযন্ত্রসহ আরো অনেক শিল্পকর্ম। শুরুর বছরেই যশোরে শোভাযাত্রা আলোড়ন তৈরি করে। পরবর্তীতে যশোরের সেই শোভাযাত্রার আদলেই ঢাকার চারুকলা থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
এগুলোতো বললাম ৩৫ বছর আগের কথা। শত বছরের কৃষকের কথা নাই বললাম ,যাদের মাধ্যমে প্রাকৃতিক ভাবে শুরু হয়েছিল এই আনন্দ বা মঙ্গল যাত্রা।
মঙ্গল শোভাযাত্রার বিবর্তন
১৯৮৯ সালে প্রথম আনন্দ শোভাযাত্রায় ছিল পাপেট, ঘোড়া, হাতি। ১৯৯০ খ্রিষ্টাব্দের আনন্দ শোভাযাত্রায়ও নানা ধরনের শিল্পকর্মের প্রতিকৃতি স্থান পায়। ১৯৯১ সালে
রমনা বটমুল ও ছায়ানট নিয়ে ইউনেস্কোর স্বীকৃতি চাওয়া বা আবেদন করা উচিত ছিল। এরাই বর্ষবরণকে জাতীয় ঐক্কে নিয়ে এসেছে ,এখানেই সবাই একত্রীত ।

[তাহলে কি মলিন হয়ে যাচ্ছে বটতলা ছায়ানট !?]

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাইকে বাংলা নতুন বর্ষের আন্তরিক
শুভেচ্ছা। সবাই ভালো থাকুন নতুন
বছরে।

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
শুভ নববর্ষ ১৪২৯

২| ১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭

সাসুম বলেছেন: [তাহলে কি মলিন হয়ে যাচ্ছে বটতলা ছায়ানট !?]


হ্যা মলিন হয়ে যাচ্ছে, কারন আপ্নারা যারা ঘৃণা করেন এই ছায়ানট বা পহেলা বৈশাখ উদযাপন কে, তারা যখন রমনার বটমূলে বোমা মেরে ধর্ম কায়েম করেছিলেন তখন থেকেই মলিন হওয়া শুরু।

আর বর্তমানে যেভাবে আক্রমন করে চলেছেন ধর্মের নামে, হারাম হিসেবে যেভাবে জাস্টিফাই করার জন্য উঠেপড়ে লেগেছেন- এতে করে একদম আর ক বছর পরে পুরোপুরি বিলীন হয়ে যাবে

কারন- আপনাদের মোমিন ধার্মিক দের অত্যাচারে দেশে কোন কালচারাল ফাংশান টিকে থাকতে পারবেনা।

আগামী ১০ বছরে যাও একমাত্র নন কমিউনাল ট্রেডিশান হিসেবে টিকে আছে- এটাও একদম পাকাপাকি বন্ধ করে দিবেন ইনশাল্লাহ।

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
শুভ নববর্ষ ১৪২৯।
পোস্ট কি বিষয়ে,
আর
মন্তব্য কি বিষয়,
বুঝতে পারিনি এখানে ধর্ম কোত্থেকে এলো।

৩| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৪

শাহ আজিজ বলেছেন: এমনিতে করোনার ধাক্কা তার ওপর পড়েছে রোজার সময় , সব মিলে অনেক মানুষের সেই ঢল আর নেই তেমন । ২০২৪ ইংরেজি সালে রোজা পিছিয়ে যাবে এবং করোনার প্রকোপ সহনশীল হবে । আবারো জেগে উঠবে রমনার বটতলা আর চারুকলার মঙ্গল শোভাযাত্রা । মুমিন বান্দাগনের ইচ্ছাতে আমরা কোন বাংলা শব্দকেই বিলীন করতে রাজী না বরং জঙ্গিদের অত্যাচার আক্রমন থেকে কিভাবে রক্ষা পাবে এসব তারই প্রস্তুতি নিতে হবে ।

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
শুভ নববর্ষ ১৪২৯।
মহামারীর কারণে মলিন হচ্ছে সেটা সত্য। ক্ষুদ্র আরো একটি সত্য হলো -
মঙ্গল যাত্রায় ,অনেকে চলে যাচ্ছে,ফায়ার এসে বটতলা আর পায়না (মানে অনুষ্ঠান শেষ )

৪| ১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪০

জুল ভার্ন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
শুভ নববর্ষ ১৪২৯

৫| ১৪ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোবুজ বলেছেন: এবারও বোমা মারার সংকেত ছিল বিদেশী সূত্র থেকে।তাই সংক্ষিপ্ত

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ৯:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
শুভ নববর্ষ ১৪২৯

৬| ১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: বটতলা ঠিকঠাক আছে।
কোথাও কোনো সমস্যা নাই।

১৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:১১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
শুভ নববর্ষ ১৪২৯
গ্রেপ্তার ১

৭| ১৫ ই এপ্রিল, ২০২২ সকাল ৭:২৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সাদামাটা একটা উৎসব নিয়ে মৌলবাদী শ্রেণির কী যে মাথাব্যথা!

১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
মৌলবাদী শুধু নয়
এখন অতিশিক্ষিতরা মুখোশে যাচ্ছে

৮| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৬

বিদ্রোহী সিপাহী বলেছেন: বাংলার শিক্ষিতদের বড় অংশই মৌলবাদী। ভেক ধরে আছে আধুনিকতার।

১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
এদের চেয়েও আধুনিক আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.