নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

দেখে নিন , হয়ে যান ইতিহাসের সাক্ষী

২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০১


ছবি -নেট থেকে (বাংলা এক্সপ্রেস )
সরকারের প্রকৌশলীরা চেষ্টাতো কম করছেন না (!?)
স্থান -বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নতুনবাজার এলাকায় রামনগর ভাড়ানি খাল,এর ওপর নির্মিত সেতু।
দুপাশের রাস্তার সংযোগের জন্য বানানো হলো ৬০ লক্ষ টাকা ব্যায় এ সেতু। সেতু তৈরির পর দেখা গেলো, সড়কের চেয়ে সেতুর উচ্চতা বেশি তাই ব্রিজ ও রাস্তার সংযোগএর জন্য তৈরী হলো সিঁড়ি। সিঁড়ি তৈরী হবার পর দেখা গেলো সিঁড়ি দিয়ে যানবাহন উঠে না। ভেঙে ফেলা হলো সিঁড়ি। এবার দুপাশের সড়ককে ব্রিজের সমান উচ্চতা দেয়ার পরিকল্পনা চলছে।
মোরাল :-
পূর্বের তৈরী সড়কের উচ্চতায় নতুন সেতু নির্মাণ সবাই(প্রকৌশলী) বানাতে পারে।পূর্বের তৈরী সড়ককে,নতুন তৈরী সেতুর উচ্চতায় সংযোগ দিতে কয়জনে পারে ? এটাকেই মেধা বলা হয়

ছবি -নেট থেকে (বাংলা এক্সপ্রেস )

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৭

আহমেদ জী এস বলেছেন: প্রতিদিন বাংলা,




মালপানি পকেটে ঢোকানোর বন্দোবস্ত হচ্ছে আরকি !!!!! ;)

২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
মালপানি বৈধ (অপ্রকাশিত )
[জনতার কাজ নিয়মিত আয়কর দেয়া
ভুতুড়ে বিল মেনে নেয়া
আর ইতিহাসের সাক্ষী থাকা ]

২| ২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩২

সোবুজ বলেছেন: রাস্তা উত্তর দক্ষিন সেতু পুব পশ্চিম।কোন মন্ত্রীর বাড়িতে যাওয়ার সেতু।

২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
এমপি পর্যায়ের হলেই উড়াল সেতু হতো,পিয়ন,চাপরাশি কেউ হয়তো !
[জনতার কাজ নিয়মিত আয়কর দেয়া
ভুতুড়ে বিল মেনে নেয়া
আর ইতিহাসের সাক্ষী থাকা ]

৩| ২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

আশিকি ৪ বলেছেন: হে হে।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
[জনতার কাজ নিয়মিত আয়কর দেয়া
ভুতুড়ে বিল মেনে নেয়া
আর ইতিহাসের সাক্ষী থাকা ]

৪| ২০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

হিজিবিজি বিজ বলেছেন: এরকম চমৎকার স্থাপত্যশৈলী বাংলার অনেক জায়গায়ই দেখতে পাওয়া যায় । এটাও ভাগ্যের ব্যাপার । :#)

২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:০২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
ধন্যবাদ।
এমনমেধা সবার থাকে না !
[জনতার কাজ নিয়মিত আয়কর দেয়া
ভুতুড়ে বিল মেনে নেয়া
আর ইতিহাসের সাক্ষী থাকা ]

৫| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৬

ইমরোজ৭৫ বলেছেন: এর জন্য আমি বাংলাদেশের মানুষকে কম ভালোবাসি। আর বিদেশী মানুষ কে বেশী ভালোবাসি। বিদেশীরা খুব জ্ঞানী।

২০ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
জ্ঞানী /নির্বোধ দেশেই আছে।

৬| ২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১১

জুল ভার্ন বলেছেন: এটাও উন্নয়নের রোল মডেল!

২০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
[জনতার কাজ নিয়মিত আয়কর দেয়া
ভুতুড়ে বিল মেনে নেয়া
আর ইতিহাসের সাক্ষী থাকা ]

৭| ২১ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ।

২১ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সেটাই।
[জনতার কাজ নিয়মিত আয়কর দেয়া
ভুতুড়ে বিল মেনে নেয়া
আর ইতিহাসের সাক্ষী থাকা ]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.