নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধা`রা যুগ যুগ ধরে কৃতজ্ঞ (!?)

০৪ ঠা মে, ২০২২ রাত ১:০৭

{[কৃতজ্ঞ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অভিনন্দন এক নয় কাম্য ও নয় }]
কৃতজ্ঞ হওয়া দোষের কিছু নয় ,অনেক সময় বড়ো মনের প্রকাশ ও মনে করা হয়। তবে কোন পরিস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে ,সেটা বিবেচ্য।
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা `রা, শহীদ`রা ,বীরঙ্গনা`রা ............
তাদের কারণে দেশ পেয়েছি ,সরকার পেয়েছি ,ভোট পেয়েছি ,চুরির সুযোগ যেমন পেয়েছি ,দেশ গড়ার সুযোগও পেয়েছি। জাতি ,সরকার সবাই মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ। মুক্তিযোদ্ধারাও কৃতজ্ঞ তা আমার জানা ছিলোনা ,হয়তো এটা মুক্তিযোদ্ধাদের বড়ো মনের প্রকাশ অথবা কৃতজ্ঞ হতে বা বলতে বাধ্য।
বিষয়টা আমার কাছে পরিষ্কার নয় যে -
" মুক্তিযোদ্ধা`রা কৃতজ্ঞ হতে বা বলতে বাধ্য। " (!?)
{[কৃতজ্ঞ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অভিনন্দন এক নয় কাম্য ও নয় }]

পত্রিকা থেকে হুবহু (ছবি সহ )
শেখ হাসিনা বা সরকার প্রধান ,পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছায় ফল পাঠিয়ে অতিরিক্ত দ্বায়িত্ত্ব পালন করেছেন। তিনি ধন্যবাদ পেতেই পারেন।জাতির কাছ থেকে অভিনন্দন পেতে পারেন। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে(মুক্তিযোদ্ধাদের কৃতজ্ঞ করতে করাতে পারেননা ,তিনি হয়তো আশাও করেন নি ) অতিরিক্ত বিগলিত বা তোষামোদির দরকার ছিল কি ? ফিরতি শুভেচ্ছা ,অভিনন্দন,দোয়া,সাফল্য কামনা.... উচিত ছিল। জাতির শেষ্ঠ সন্তানেরা যেকোনো সরকাররের প্রতি কথায় কাজে কৃতজ্ঞ বা কৃতজ্ঞ অনুচিত। বীরেরা কৃতজ্ঞ হয় না কৃতজ্ঞ করে !
{[কৃতজ্ঞ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অভিনন্দন এক নয়, কাম্যও নয় }]
বিষয়টি ছোট হলেও আমার কাছে তাই মনে হয়েছে।
পত্রিকা থেকে হুবহু (ছবি সহ )

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২২ রাত ১:২৩

সোনাগাজী বলেছেন:



আপনার বাংলা ও যেকোন বিষয় নিয়ে আপনার যেই রকম ধারণা, আপনি মুক্তিযোদ্ধাদের নিয়ে না'লিখলে, মনে হয়, অনেক ভালো হবে।

০৪ ঠা মে, ২০২২ রাত ২:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বাক্য বা শব্দ চয়নে সমস্যা ,নিজেও বুঝি।
মুক্তিযোদ্ধা ও যুদ্ধ নিয়ে আরো বেশি নিজ ধারণা প্রকাশ করতে চাই ,করবো ইনশা আল্লাহ , সহায়তা আশা করি

২| ০৪ ঠা মে, ২০২২ সকাল ৮:২৬

বিজন রয় বলেছেন: অন্য অনেক সেক্টরের মতো মুক্তিযোদ্ধাদের নিয়েও দেশে রাজনীতি হয়, হচ্ছে।
যে দল যার মতো তাদের ব্যবহার করছে।

জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জ্বার।

০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
মুক্তিযদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান
তাদের নিয়ে রাজনীতি হয়
আবার
তারা রাজনীতি করেন।
এখন যে যত নির্লজ্জ্ব সে তত সম্মানী (!?)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.