নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

করোনার চেয়ে দুরারোগ্যে আক্রান্ত ভারতের আঞ্চলিক মিডিয়া

০৫ ই মে, ২০২২ রাত ১০:৩৯


করোনা মহামারী প্রতিরোধে মানুষ সফলতা পাচ্ছে ,বিভিন্ন দেশের আন্তর্জাতিক ভ্রমণের প্রবেশ ও বাহিরের নীতিমালার পরিবর্তন আসছে। বাংলাদেশও তাল মিলিয়ে নিয়ম নীতি আপডেট করছে। এমন এক আপডেট সংবাদ ভারতদেশের একটি অঞ্চল বা রাজ্যের [বাংলা ভাষাভাষী অঞ্চল (সম্ভবত ওয়েস্টবেঙ্গল রাজ্য )] মিডিয়া দৈনিক পত্রিকা আজকাল প্রকাশ করেছে। সংবাদটির দুটি বাক্য হলো :-বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে সেদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বুধবার ওপার বাংলার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। আগামী ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এই নির্দেশিকা ..।

আজকাল পত্রিকার লিংক-"ওপার বাংলার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ...". ওপার বাংলা মানে কি ? মানচিত্রে নেই.......!?ধরেনেই ১৯৪৭ এর আগে এমন সম্মোধন হতো ,মেনে নিলাম এখনো মুখে মুখে প্রবীণ অনেকেই বলে। তাইবলে

একটা স্বাধীন স্বার্বভৌম দেশকে বা দেশের সন্মান করার শিষ্টাচার কি জানা নেই তাদের বিষয়টা শিষ্টাচার বহির্ভুততো বটেই রীতিমতো অপমান জনক। করোনার চেয়ে দুরারোগ্যে আক্রান্ত ভারতের আঞ্চলিক মিডিয়া। সময় থাকতে চিকিৎসা প্রয়োজন

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২২ রাত ১১:০৪

সোনাগাজী বলেছেন:


ওখানে মিডিয়ার লোকেরা টিকা পায়নি?

০৬ ই মে, ২০২২ রাত ১২:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বাংলাদেশের যে টাকা দরবেশ(বেক্সিমকো ) দিয়েছিলো সিয়ামকে সে টাকাও ফেরত দিচ্ছেনা

২| ০৫ ই মে, ২০২২ রাত ১১:১৭

বিজন রয় বলেছেন: ভারতে কিছু মিডিয়াকে উদ্ভট লাগে।

০৬ ই মে, ২০২২ রাত ১২:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।

দুরারোগ্য ব্যাধি তে আক্রান্ত

৩| ০৬ ই মে, ২০২২ রাত ১:০৬

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন:
বাংলাদেশের যে টাকা দরবেশ(বেক্সিমকো ) দিয়েছিলো সিয়ামকে সে টাকাও ফেরত দিচ্ছেনা

-বেক্সিমকো আপনার থেকে ব্যবসা কম বুঝে?

০৬ ই মে, ২০২২ রাত ২:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সরি,ভুল হয়েছে[ওটা The London Stock Exchange (LSE)জমা হয়েছে ]

৪| ০৬ ই মে, ২০২২ রাত ১:২৬

জ্যাকেল বলেছেন: সমস্যাটা কি?

০৬ ই মে, ২০২২ রাত ২:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
সমস্যা নেই।

৫| ০৬ ই মে, ২০২২ সকাল ১১:০০

জাহিদ হাসান বলেছেন: খয়রাতিবাজার পত্রিকা সবচেয়ে বিরক্তিকর। বারবার এরা বাংলাদেশকে নিয়ে অপমানজনক কথা লিখেছে। এরা বলেছে বাংলাদেশ চীন থেকে 'খয়রাত' করে চলছে। অথচ ভারতের ঋণেরই কিছু শেষ নাই। তখন তা 'খয়রাত' হয় না?
ভারতের ভূইফোড় এসব মিডিয়া আগাছার মত। এদের কথা ধরে লাভ নাই।

০৬ ই মে, ২০২২ বিকাল ৩:৪৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। সহমত
ভারত দেশে নিজ অঞ্চলের বাইরে গেলেই যারা চাপিয়ে দেয়া ভাষায় কথা বলতে বাধ্য,তারা হীনমন্যতায় ভুগবে ,সেটাই স্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.