নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

রেল মন্ত্রী`স্ত্রী যদি অমানবিক হয়,ভ্রমণকারী কুটুমেরা অমানুষ!

০৮ ই মে, ২০২২ রাত ৩:০২

২০ দিনের পরিচয়ে বিয়ে
[আর এখন সরকারি প্রশাসনে মন্ত্রী`স্ত্রীর আদেশ কার্যকর?।]
সাধারণ যাত্রীরা বেশি দামে কিনতে চেয়েও যেখানে টিকেট পায়না ,সেখানে মন্ত্রীর আত্মীয় হয়েও টিকেটের দাম না দিতে চাওয়া বা পারাটা অবশ্যি ফকিন্নির বহিঃপ্রকাশ। এবং ধরা পরে লজ্জিত না হয়ে ,আত্মীয়র কাছে অধস্তনের নাম নালিশ জানানো অমানুষের কাজ।এক নালিশেই বরখাস্ত সেই টিটি
মূল ঘটনাটি হলো -
টিকেট ছাড়া রেলের শীতাতপ কক্ষে ভ্রমণনের সময় টিটির হাতে ধরা পরে রেল মন্ত্রীর শালিকা সম্মন্ধনীয় কুটুমেরা। জরিমানা দিয়ে রেহাই পেয়ে সাধারণ কক্ষের টিকেট কেটে আবার শীতাতপ নিয়ন্ত্রিত রুম ব্যবহার করতে চায় তারা। রুমে যাত্রী না থাকলেও টিটি অপারগতা প্রকাশ করে। ফলে কুটুমদের সাধারণ কক্ষে ভ্রমণ করতে হয়। ফলে -

পত্রিকার হুবহু পরবর্তী ঘটনা :-
রেলমন্ত্রীর স্ত্রীর ফোনেই বরখাস্ত হন সেই টিটিই, বললেন এক যাত্রীর মা
রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয় পরিচয় দেওয়া সেই তিন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তাঁরা তিনজনই রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের নিকটাত্মীয়। ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া মো. ইমরুল কায়েস রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের মামাতো বোন ইয়াসমিন আক্তারের ছেলে।
ঘটনার রাতে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার ও ইয়াসমিন আক্তার একসঙ্গেই ছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইয়াসমিন আক্তার। তাঁর ভাষ্যমতে, তাঁর ছেলে ইমরুল কায়েস ফোন দিয়ে ট্রেনে ঝামেলার কথা জানালে রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার রেলওয়ের একজন কর্মকর্তাকে ফোন করে টিটিই শফিকুল ইসলামকে বরখাস্ত করতে বলেন।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২২ রাত ৩:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের জাতীয় লজ্জা দিবস পালন করা উচিত
.......................................................................
আমাদের আগামী প্রজন্ম তাহলে কি শিখবে ???

০৮ ই মে, ২০২২ দুপুর ১:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যেখানে টিটিকে বাহবা দিবে ,সেখানে সাসপেন্ড।
টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ। খালার উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া।

২| ০৮ ই মে, ২০২২ রাত ৩:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বংশ পরিচয় আর ইদানীং জানার প্রয়োজন পড়ে না, আচরণ বা কাজ-কর্মই বলে দেয় এরা কোত্থেকে এসেছে। আইনজীবী নামধারী হয়ে আসলে পরজীবি হয়ে বেঁচে থাকা অনেকেরই পেশা এখন।

০৮ ই মে, ২০২২ দুপুর ১:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,সহমত।
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

৩| ০৮ ই মে, ২০২২ সকাল ৭:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বেচারা টিটি সাপের ল্যাজে পা দিয়ে ফেলেছিলেন !

০৮ ই মে, ২০২২ দুপুর ১:১৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

৪| ০৮ ই মে, ২০২২ সকাল ৯:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্ত্রীর দপ্তরে তার আত্নিয়ের অরাজকতা চলবেনা সেটা কি করে হয়!

০৮ ই মে, ২০২২ দুপুর ১:২১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,সামান্যতম সম্মানবোধ নেই যে লজ্জিত হবে।
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

৫| ০৮ ই মে, ২০২২ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: এভাবে ক্ষমতার অপব্যবহার না করলে-কিসের আওয়ামী লীগার!

০৮ ই মে, ২০২২ দুপুর ১:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,সামান্যতম সম্মানবোধ নেই যে লজ্জিত হবে।
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

৬| ০৮ ই মে, ২০২২ সকাল ১০:০১

অক্পটে বলেছেন: কি পরিমাণ নির্লজ্জ হলে এমন কর্মে পদত্যাগ করতে হয়না?

০৮ ই মে, ২০২২ দুপুর ১:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,সামান্যতম সম্মানবোধ নেই যে লজ্জিত হবে।
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

৭| ০৮ ই মে, ২০২২ সকাল ১১:১০

অর্ক বলেছেন: মন্ত্রীর সামান্য পরিমাণেও কোনও অংশগ্রহণও নেই এতে। এ জন্য তার পদত্যাগের দাবি নিচ মন্দবুদ্ধির পরিচয়। রেলের উন্নতি হয়েছে তার সময়ে। বিভিন্ন প্রকল্প প্রক্রিয়াধীন। স্টেশনগুলো বিভিন্ন সংস্কার, দখল অপরাধমুক্ত, নিরাপদ পরিচ্ছন্ন পরিবেশে নিয়ে আসা, সবমিলিয়ে অনেকটাই সিস্টেমেটিক আজ। ঢের উন্নতি হয়েছে। নিয়মানুবর্তিতাও এসেছে এর মাঝে। সময়মতো আসে যায়। কাজের মানুষ। কোন দূর দূর সম্পর্কের সে আত্মীয়ের জন্য পদত্যাগ দাবি অতিশয় গাধামি।

০৮ ই মে, ২০২২ দুপুর ১:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ঠিক।
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

৮| ০৮ ই মে, ২০২২ সকাল ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কোনো আত্মিয় কেন যে মন্ত্রী হয় না!!! :(

০৮ ই মে, ২০২২ দুপুর ১:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,এত ছোট মানসিকতা আমাদের হবেনা। আত্ত্বীয় যদি প্রধানমন্ত্রীও হয়।
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

৯| ০৮ ই মে, ২০২২ সকাল ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন: ক্ষমতার অপব্যবহার

০৮ ই মে, ২০২২ দুপুর ১:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,এত ছোট মানসিকতা।
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

১০| ০৮ ই মে, ২০২২ দুপুর ১২:১৯

রানার ব্লগ বলেছেন: মিনিমাম লজ্জাবোধ থাকলে মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে ট্রেনে বিনা টিকেটে ভ্রমন করতে পারতো না । বেশরম মহিলা ও তার সংগীগন !!!

০৮ ই মে, ২০২২ দুপুর ১:২৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ঠিক ।
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

১১| ০৮ ই মে, ২০২২ দুপুর ১২:৫২

জ্যাকেল বলেছেন: মন্ত্রীর স্ত্রী না হইলে এত বড় অন্যায়, প্রশাসনিক হস্তক্ষেপ করা সম্ভব হইত না। মন্ত্রী নিজেও সাফাই গেয়েছেন এই টিটিই সহ রেল বিভাগের ওপর। পরে নিজেই জল ঘোলা দেখে পিছু হটেছেন, চাকরি ফিরিয়ে দিয়েছেন। এর পরেও যে অমানুষ বলবে যে মন্ত্রীর দোষ নেই সে আসলে মানুষ দাবি করতে পারে না।

০৮ ই মে, ২০২২ দুপুর ১:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,তুচ্ছ একটা বিষয় ,যেখানে নিজেরা লজ্জিত হবে ,সেখানে। ..
[টিকেট না কেটে উল্টো খালার'(রেল মন্ত্রী`স্ত্রী) কাছে অভিযোগ।খালার (রেল মন্ত্রী`স্ত্রী) উচিত ছিল রেল থেকে নামিয়ে দেয়া। ]

১২| ০৮ ই মে, ২০২২ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: সর্ব শেষঃ টি টি ই কে পুনর্বহাল । মন্ত্রীর আত্মীয়রা অভিযোগ করেছেন তাদের সাথে ইয়ে করা হয়েছে । তারা হাসপাতালে টেস্ট করিয়েছেন কিনা জানা যায়নি ।

০৮ ই মে, ২০২২ দুপুর ১:৩১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
টিটির প্রমোশন হওয়া উচিত

১৩| ০৯ ই মে, ২০২২ রাত ২:১৪

রানার ব্লগ বলেছেন: ছ্যাচড়া ও বেশরম আত্মীয় পাবার জন্য মন্ত্রীর প্রতি অকৃত্রিম সমবেদনা।

০৯ ই মে, ২০২২ ভোর ৫:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
মন্ত্রী`স্ত্রীর আদেশ কার্যকর অর্থাৎ -তারাও কম নয় !

১৪| ০৯ ই মে, ২০২২ রাত ৩:১৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: শাহ আজিজ ভাই কি টুফিঙ্গার টেস্টের কথা বললেন?

০৯ ই মে, ২০২২ ভোর ৫:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বুঝে নিতে হয় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.