নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

শ্রীলংকাকে দেয়া ঋণ উপহার ঘোষণা করা যায় কি (!?)

০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৪০

ছবি কিছুটা সম্পাদিত
বাংলাদেশ থেকে শ্রীলংকা ২০ কোটি ডলার ঋণ নিয়েছে।টাকার অংকে যা ১৮০ কোটি টাকা। কিভাবে পরিশোধ করবে সেটা
পত্রিকা থেকে হুবহু তুলে দিচ্চি :-[তার পর বলছি কেন ঋণ টি উপহারে পরিবর্তন করলে বা করা যায় কি না (!?)]
পত্রিকা থেকে হুবহু:-
বাংলাদেশ থেকে শ্রীলংকা ২০ কোটি ডলার ঋণ নিয়েছে। শর্ত অনুযায়ী
ডলারে ঋণের বিপরীতে সমপরিমাণ রুপি রাখছে শ্রীলঙ্কা বাংলাদেশ ব্যাংকে। ডলারের বিপরীতে রুপি যত মান হারাচ্ছে, শ্রীলঙ্কা ততই রুপির পরিমাণ বাড়াচ্ছে। এটাই এই ঋণের অন্যতম শর্ত। সংকটে পড়লেও শ্রীলঙ্কা এখনো প্রতি সপ্তাহে এই প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে।বাংলাদেশ ব্যাংক যখন ঋণ দেয়, তখন প্রতি ডলারের বিপরীতে ১৯৯ শ্রীলঙ্কার রুপি পাওয়া যেত। এখন এক ডলার কিনতে লাগছে ৩৫৪ রুপি। শ্রীলঙ্কা এই হিসাবে প্রতি সপ্তাহের শেষ কার্যদিবসে ২০ কোটি ডলারের বিপরীতে সমপরিমাণ রুপি রাখছে।
শেষ পর্যন্ত আদায় না হলে শ্রীলঙ্কার রুপি ব্যবহার করতে পারবে বাংলাদেশ, এমনটাই আছে ঋণের শর্তে। ফলে রিজার্ভের এই ঋণ বেহাত হওয়ার আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
এতো বিপদের মধ্যেই শ্রীলংকা নিজেদের রুপি বাংলাদেশ ব্যাংকে জমা রাখছে। আমরা জানি ওই দেশে পরীক্ষা দেয়ার মতো কাগজ নাই। অর্থাৎ কি ভয়ংকর পরিস্থিতিতে আছে শ্রীলংকা। আমার দেশে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি আছে ,হাজার হাজার কোটি টাকা অবৈধ ভাবে পাচার হচ্ছে /হয়েছে /হবে। অবৈধ হাজার কোটি টাকা র বেগম পাড়ার সদস্য আছে .....
আমরা কোনো ধনী দেশ নোই ,তবে গরীবও নোই। বিশ্বে মানবতার অনেক নজির আছে ,বাংলাদেশ কি পারেনা নতুন একটি নজির গড়ে
"শ্রীলংকাকে দেয়া ঋণ উপহার ঘোষণা করতে " (!?)

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:০২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দেশে কোটির বেশী শিক্ষিত বেকার । তার উপর লংকান দের ঋণ । হে হে ভালো তো ভালো না ?

১০ ই মে, ২০২২ রাত ১২:৪০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ঠিক বলছেন ,
ঐযে বললাম :-
হাজার কোটি লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ ,অবৈধ পাচার ...নিয়মিত ব্যাপারে না`হয় ১৮০ কোটি`র সাহায্য বিলাসিতা করলাম !

২| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:০৫

বিটপি বলেছেন: আসলেই, ২০ কোটি ডলার এমন কোন এমাউন্ট নয়। এই টাকায় বাংলাদেশের প্রায় সমান একটি দেশের কি এমন উপকার হবে, সেটাও পরিষ্কার নয়। এটা নামেমাত্র ঋণ। কিন্তু ঋণ নামে না দিয়ে এই টাকাটা যদি দান হিসেবে দেওয়া হত, বাংলাদেশের ইমেজ অনেক বাড়ত বৈকি!

১০ ই মে, ২০২২ রাত ১২:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ঠিক বলছেন ,

৩| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:২৩

সোনাগাজী বলেছেন:



আপনি যখন পোষ্ট লিখেছেন, অবশ্যই ইহা মওফুফ করে দেবে সরকার।

১০ ই মে, ২০২২ রাত ১২:৪৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
এখনো দেয়নি ,সরকার করে কি !

৪| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৩০

রানার ব্লগ বলেছেন: কেনো টাকা গুলো কি বাংলাদেশ সরকার কে আপনি দিয়েছিলেন ?

১০ ই মে, ২০২২ রাত ১২:৪৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
ভালো বলছেন

৫| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৩৪

জগতারন বলেছেন:
ভার্চুয়াল তাসনিম বলেছেন:
দেশে কোটির বেশী শিক্ষিত বেকার । তার উপর লংকান দের ঋণ । হে হে ভালো তো ভালো না ?

সহমত !

১০ ই মে, ২০২২ রাত ১২:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঐযে বললাম :-
হাজার কোটি লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ ,অবৈধ পাচার ...নিয়মিত ব্যাপারে না`হয় ১৮০ কোটি`র সাহায্য বিলাসিতা করলাম !

৬| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৫

আমি ব্লগার হইছি! বলেছেন: শ্রীলংকায় যেয়ে বাড়িঘর, হোটেল মোটেল কিনে কি পরে ভালো ব্যাবসা করা যাবে?

১০ ই মে, ২০২২ রাত ১২:৪৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
আমার জানা নেই

৭| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারা নিজেরাই চলি ঋণ, সেইখানে আরেকজনকে ঋণদেয়ার বিলাসিতা কেনো দেখাই!

১০ ই মে, ২০২২ রাত ১২:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ঠিক বলছেন ,
ঐযে বললাম :-
হাজার কোটি লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ ,অবৈধ পাচার ...নিয়মিত ব্যাপারে না`হয় ১৮০ কোটি`র সাহায্য বিলাসিতা করলাম !

৮| ০৯ ই মে, ২০২২ রাত ১০:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ শ্রীলঙ্কাকে সেভাবে কোন ঋণ দেয়নি।
একটা তেল কোম্পানির কাছে ঋণের কিস্তি ছিল। টাইম মতো পরিশোধ করতে না পারলে উচ্চ হারে জরিমানার ব্যাপার ছিল।

বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে অনুরোধ করে ব্যর্থ হয়ে নিরুপায় হয়ে বাংলাদেশের কাছে অনুরোধ করেছিল কিস্তিটি পরিশোধ করে দিতে। বাংলাদেশ খুব দ্রুত সাড়া দেয় এবং ঋণ কিস্তি পরিশোধ করে দেয়।

১০ ই মে, ২০২২ রাত ১২:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভালো কাজ করেছে সরকার।

৯| ০৯ ই মে, ২০২২ রাত ১১:৪০

গরল বলেছেন: বাংলাদেশের কত মানুষ না খেয়ে আছে, কত মানুষের কোন চাকুরী নাই সেখানে ২০ কোটি ডলার সাহায্য দেওয়া বিলাসিতা ছাড়া কিছু না।

১০ ই মে, ২০২২ রাত ১২:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ঠিক বলছেন ,
ঐযে বললাম :-
হাজার কোটি লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ ,অবৈধ পাচার ...নিয়মিত ব্যাপারে না`হয় ১৮০ কোটি`র সাহায্য বিলাসিতা করলাম !

১০| ১০ ই মে, ২০২২ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: আমাকে বলেন, শ্রীলংকা ক্রিকেট টিম নাকি বাংলাদেশে আসবে? কবে আসবে?

১০ ই মে, ২০২২ রাত ১২:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
এসেছে ,সাথে আপনিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.