নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ব্যাটা "পি কে" বুঝতে পারেনি,ভারত বাংলাদেশের অংশ (!?)

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৩৭

ছবি পত্রিকা থেকে
বাংলাদেশের আর্থিক খাতের একজ শীর্ষ জালিয়াত পিকে হালদারকে ভারতের পশ্চিমবঙ্গে আজ তদন্ত সংস্থা (ইডি) গ্রেফতার করেছে।
বাংলাদেশ সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য ও বার্তা পেয়েই তল্লাশিতে সক্রিয় হয়েছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)।
এতদিন সবাই বলতো -
বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেয়া হচ্ছে,ভারতের গোলামে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে ইত্যাদি।
আজকের সংবাদে পাইক হালদারকে গ্রেপ্যারের খবরে প্রথমেই আমার মনে হয়েছে -"ব্যাটা পিকে বুঝতে পারেনি,ভারত বাংলাদেশের অংশ (!?) " .আসলে.বাংলাদেশ ভারত বন্ধু রাষ্ট্র ,কেউ কারো মনিব নয় ,রটুকু বুঝার জন্য পিএইচডি করতে হয়না। সাধারণ জ্ঞানেই বুঝা যায়।
পত্রিকা দেখুন

পশ্চিমে না পালিয়ে ব্যাটা পিকে ভারতে কেন। ভারত বাংলাদেশ বন্ধু রাষ্ট্র , আসামি বিনিময় ও বন্দি বিনিময় সম্পর্ক দুই দেশের।
পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেফতার

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৪৭

সভ্য বলেছেন: এখন বাংলাদেশের কাছে হস্তান্তর ও টাকা গুলো ফেরত পেলেই রক্ষে।

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৫২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
হস্তান্তর করবে ,তবে টাকার ব্যাপারটা ঠিক জানা নেই

২| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৫১

শাহ আজিজ বলেছেন: প্রশান্ত কুমার হালদার ।

১৪ ই মে, ২০২২ বিকাল ৫:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ/
শিবশংকর নামে কলকাতায় ছিলেন পি কে হালদার

৩| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩০

খাঁজা বাবা বলেছেন: ব্যাটা বলির পাঠা।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ওরা দু`ভাই মূল হোতা

৪| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: নিজ দেশে গিয়েছিলো মনে হয়।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
প্রবাসে চাকরি শেষে ?

৫| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০১

ভুয়া মফিজ বলেছেন: আসলে বাংলাদেশ ভারত বন্ধু রাষ্ট্র ,কেউ কারো মনিব নয় ,রটুকু বুঝার জন্য পিএইচডি করতে হয়না। সাধারণ জ্ঞানেই বুঝা যায়। সাধারন জ্ঞানে আমি অনেক কিছুই বুঝি না, এই ব্যাপারে আমি দূর্বল। আপনার সাধারন জ্ঞানে কি মনে হয়, বন্ধু রাষ্ট্র ভারত পাচার করা সব টাকা ফেরত দিবে?

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
অর্থ বিষয়ক চুক্তি`র তথ্য, সাধারণ বা অসাধারণ জ্ঞানে বলা যায় না কি লেখা আছে।

৬| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৬

জুল ভার্ন বলেছেন: এগুলো সবই সরকারের "ইদুর বিড়াল খেলা"- যার রেফারি ইন্ডিয়া।

১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
হতেও পারে ( ব্যাটা কানাডা ছেড়ে ভারতদেশে কেন ?)

৭| ১৪ ই মে, ২০২২ রাত ৮:১৬

জুন বলেছেন: শ্রীলংকা প্রসঙ্গ ভোলানোর জন্য এই কাহিনী।

১৫ ই মে, ২০২২ সকাল ৭:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
হতেও পারে !

৮| ১৪ ই মে, ২০২২ রাত ৯:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:

আসলে বাংলাদেশ ভারত বন্ধু রাষ্ট্র ,কেউ কারো মনিব নয়

এই কথা বলাতে আপনি এখন থেকে অনেকের শত্রু হয়ে গেলেন।

১৫ ই মে, ২০২২ সকাল ৭:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দেশের পক্ষে বলেছি(সরকারের পক্ষে নয়)
আর,দলনির্ভর পরগাছা`রা শত্রুর অযোগ্য(এজ লাইক এজ ব্যাক ডান্সার)

৯| ১৪ ই মে, ২০২২ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: টাকা ফেরত পাওয়া যাবে না। কারন সেসব টাকা সে নানান ব্যবসায় লাগিয়েছে।

১৫ ই মে, ২০২২ সকাল ৭:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
মন্তব্যকারী পন্ডিতদের অনেকেই বিষয়টি না জেনেই পক্ষে/বিপক্ষে বলে যাচ্ছে
(ভারত টাকা ফেরত দেবে/দেবেনা !)

১০| ১৪ ই মে, ২০২২ রাত ১১:০৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এন আর বি গ্লোবাল ব্যাংক এর ফিক্সড ডিপোজিট গুলোর কি অবস্থা হবে?

১৫ ই মে, ২০২২ সকাল ৭:২৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
নিয়ম নীতি অনুযায়ী হবে (আমার জানা নেই)

১১| ১৫ ই মে, ২০২২ রাত ১২:৩৯

সোনাগাজী বলেছেন:



এইসব লোকজন বাংলাদেশী হিন্দুদেরকে সন্দেহের মাঝে ঠেলে দিচ্ছে।

১৫ ই মে, ২০২২ সকাল ৭:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ধর্ম আর মুক্তিযুদ্ধ এই দুটি বিষয় অনেক জ্ঞানীদের মূলধন

১২| ১৫ ই মে, ২০২২ সকাল ৮:৩৭

বিটপি বলেছেন: অচিরেই তার করুণ পরিণতি হবে ইরফান সেলিম, সায়েম সোবহান আর যুবলীগ নেতা সম্রাটের মত - সেই অপেক্ষায় থাকলাম।

১৫ ই মে, ২০২২ দুপুর ১২:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.