নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

পণ্য মূল্য বাড়বে,সরকারি কর্মচারীর বেতনও বাড়বে(হিসাব বরাবর)

১৫ ই মে, ২০২২ দুপুর ২:০৬

ছবি-পত্রিকা থেকে
"দাম বাড়বেই বা বাড়াবোই ,পারলে ঠেকাও!" এই শ্লোগান আদর্শ মেনে বাংলাদেশ চলছে। ব্যাবসায়ী সিন্ডিকেট পণ্য দ্রব্যের দাম ইচ্ছা মতো যখন তখন বাড়ায় বাড়াবে ,সরকার দেশের ১৭ কোটি জনতার ১৫ লক্ষ সরকারি কর্মচারীদের বেতন ,ভাতা সেই অজুহাতে বা নিজ গদি রক্ষায় বাড়ায় বাড়াবে (দেশে এই ১৫ লক্ষের বাইরে আর কোনো পরিবার নাই যা আছে তা কীটপতঙ্গ)। এটা এখন নিয়ম। গত ১মাসে তেল ,বেগুন,আটা,পেঁয়াজ। ...দাম বাড়ছেই। নতুন ও অভিনব ভাবে আজ দেখলামক "চুরিপানার অজুহাতে খেয়াঘাটের ভাড়া বৃদ্ধি"!

৩ টাকার ভাড়া ৮ টাকা ও আনুসাংগিক ১০ টাকা মোট ১৮ টাকা পত্রিকা থেকে হুবহু ও লিংক
গাজীপুরের কালীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভেসে আসা কচুরিপানার অজুহাতে সাধারণ যাত্রীদের কাছ থেকে ভাড়া বৃদ্ধির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করলেই ঘাটের ইজাদার ও নৌকার মাঝিদের রোষানলে পড়তে হচ্ছে যাত্রীদের। তাই নদী পারাপারের একমাত্র মাধ্যম নৌকা হওয়ায় যাত্রীরাও নিরবেই গুনে যাচ্চেন অতিরিক্ত ভাড়া।
একবার পার হলে নৌকা ভাড়া হিসেবে গুনতে হয় ৮ টাকা। এরপর একজন যাত্রীকে মূল খেয়াঘাটে পৌঁছতে ব্যাটারি চালিত অটোরিকসা ভাড়া লাগে আরো ১০ টাকা। সব মিলিয়ে একজন যাত্রীকে একবার নৌকা পাড় হতে ১৮ টাকা আর আসা-যাওয়া ৩৬ টাকা লাগছে। এখন উপায়ন্তর না পেয়ে পেটের দায়ে নদী পার হয়ে কাজে আসতে হয়।
দেশ জনতার সেটা মানি
জনতা সরকারের ,সেটা মানতে সমস্যা কোথায় !?
পণ্য মূল্য বাড়বে,সরকারি কর্মচারীর বেতনও বাড়বে (হিসাব বরাবর)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২২ দুপুর ২:১৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হে রাষ্ট্র
আগে পেটপুরে খেতে দাও। খালি পেটে উন্নয়নের জয়গান কণ্ঠে আসেনা। পেটে যে খিদে। ভাত দে হয়তো মাণ চিত্র ছিড়ে খাব।

১৫ ই মে, ২০২২ বিকাল ৪:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সরকারের গন্ডারের চামড়া

২| ১৫ ই মে, ২০২২ বিকাল ৩:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
২২ কোটি জনতার মুগ্ধ হে জননী
১৭ লক্ষের মুখে শুধু দাও দানাপানি।
বাকীরা কি ডাকেনা মা বলে তোমায়,
কেনো তবে তারা মরে পেটের ক্ষুধায়?

১৫ ই মে, ২০২২ বিকাল ৫:০০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দেশটা সরকারের কর্মচারীদের। পণ্যের দাম বাড়ে ,তাদের বেতন বাড়ে
আর আমরা সব কিত্ পতঙ্গ

৩| ১৫ ই মে, ২০২২ বিকাল ৪:১৭

জগতারন বলেছেন:
গতকাল দেশে ফোন করে সবকিছু'র এই অযৌক্তিক মূল্য জানলাম আরও জানলাম দেশের নিন্মবিত্তের লোকজন অবর্ননীয় দুঃখ আর কষ্ট। কি আর বলবো দেশের মানুষের নৈতিকতা দিন দিন শুধু তলানিতে যায়। এর কারণ কি মুসলমানদের নৈতিক অধঃপতন (!) পৃথিবীর প্রায় সকল মুসলমান দেশেই এই রকম সমস্যা দেখা যায় হাল জামানায়।

১৫ ই মে, ২০২২ বিকাল ৫:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ধর্ম কোনো ফ্যাক্ট নয় সম্ভবত সমস্যা রক্তে। সরকার এক দায়ী নয় ,জনতা সমান দায়ী। সুযোগ সবাই খুঁজে ,যারা(আমরা ) না পায় তারাই মানুষ দরদী সাজে বলতে লজ্জা নাই

৪| ১৫ ই মে, ২০২২ রাত ৮:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেশী বাড়া ভালো নয়
ঝরে পড়ে যাবে।

১৫ ই মে, ২০২২ রাত ৯:১০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঝরবেনা ,
পণ্য মূল্য বাড়বে,সরকার (১৫ লক্ষ ) কর্মচারীদের বেতন বাড়বে (হিসাব বরাবর)

৫| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৫৮

বিজন রয় বলেছেন: আর বেসরকারি চাকুরে'দের কি বাড়বে?

১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বেতন একবার দ্বিগুন হয়েছে ,আবার এ বছরও বাড়বে

৬| ১৫ ই মে, ২০২২ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: সব সুরকারী চাকরিজীবী তো আর অসৎ নয়। যারা সর তাঁরা কষ্টে আছে।

১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আর বাকি জনতার কষ্ট দেখবে কে ,
১৫ লক্ষ কর্মচারীর কিছু সৎ থাকলে ১৫ লক্ষের বেতন বাড়া কোন যুক্তিতে। যেহেতু সৎ তাই জনতার সাথে কষ্টে সামিল হওয়াটাই স্বাভাবিক

৭| ১৬ ই মে, ২০২২ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের কি হবে?

১৬ ই মে, ২০২২ সকাল ৯:৫৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দেশ জনতার
জনতা সরকারের ,এটা মানতে সমস্যা কোথায় !?
পণ্য মূল্য বাড়বে,সরকার (১৫ লক্ষ ) কর্মচারীদের বেতন বাড়বে (হিসাব বরাবর)

৮| ১৬ ই মে, ২০২২ সকাল ৮:৫৮

বিটপি বলেছেন: এই ঈদে কি পরিমাণ নতুন নোট যে ছাপানো হয়েছে - তার কোন হিসাব নেই। ব্যাংক, এটিএম, ক্যাশ কাউন্টার - সব জায়গাতেই নতুন নোটের ছড়াছড়ি। যদি ৫% নতুন নোটও দেশে ছাড়া হয়ে থাকে, তবে দ্রব্যমূল্য ৫% তো এমনিতেই বাড়বে। তার উপর আছে জোগান কমে যাওয়া, ভারত কর্তৃক গম আর ইন্দোনেশিয়ার সয়াবিন রপ্তানি বন্ধ করে দেওয়া।

দ্রব্যমূল্য বৃদ্ধি খুব স্বাভাবিক বিষয় - এটাকে একদমই আমলে নেবার মত কিছু নেই।

১৬ ই মে, ২০২২ সকাল ১০:০০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক বলেছেন

দেশ জনতার
জনতা সরকারের ,এটা মানতে সমস্যা কোথায় !?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.