নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছেদে দুর্বার এগোচ্ছে নারীরা,কোটার আবেদন নর`দের !

২৩ শে মে, ২০২২ দুপুর ২:০৬


ছবি -নেট থাকে কাটাকুটি
বিচ্ছেদে যেভাবে নারীরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে,(বিশেষ করে রংপুরের নারীরা), তাতে করে পুরুষেরা পিছিয়ে যাচ্ছে। মনে হয় সরকারের কাছে সমঅধিকারের কোটার আবেদন না করলেই নয়। এতো পিছিয়ে পড়লে ইজ্জত নিয়ে চলা মুশকিল। !?
[সব যুগেই পুরুষের দোষ (যদিও অনেকাংশে সত্য )]
আগের দিনে বিচ্ছেদ হতো পুরুষের দ্বারা।তখন বলা হতো -নারী মুখ বুজে সকল অত্যাচার সৈবারে পরেও কেনো স্বামী বিচ্ছেদ ঘটালো ,সমাজে ইজ্জত রইলো না ,মেয়েটা এখন কি হবে ইত্যাদি। লোক লজ্জার ভয়ে মামলা মোকদ্দমায় কেউ যেতোনা
পরবর্তীতে -
বিচ্ছেদের পর বিভিন্ন দাবি আদায়ের(ভরণ পোষণ ও অন্যান্যের ) জন্য মামলা মোকদ্দমায় শুরু হয় ,শুরু হয় মুখরোচক প্ররোচনা
বর্তমানে বিচ্ছেদ স্বাভাবিক বিষয় ,বনাবনি না হলে ,কে কাকে আগে নোটিস পাঠাবে এই প্রতিযোগিতার যুগ এখন।

হুবহু পত্রিকা
♦ ৫ মাসে ঘটেছে ৩০০ ঘটনা ♦ স্বামীর মাদকাসক্তি, যৌতুক, নির্যাতনসহ নানা অভিযোগ
বিচ্ছেদে এগিয়ে রংপুরের নারীরা
রংপুর সিটি করপোরেশন এলাকায় গত ৫ মাসে বিবাহ বিচ্ছেদ হয়েছে ৩০০টি। প্রতি মাসে গড়ে ৬০ টির মতো বিবাহ বিচ্ছেদ হচ্ছে। অর্থাৎ প্রতিদিন গড়ে দুটি করে তালাক হচ্ছে। পুরুষের চেয়ে নারীরাই বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছেন বেশি। প্রায় সবগুলো আবেদনেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। সিটি করপোরেশনের সাধারণ শাখা সূত্রে জানা গেছে, গত বছরের ২১ ডিসেম্বর থেকে চলতি বছরের ২২ মে পর্যন্ত সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে বিবাহ বিচ্ছেদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। ৫ মাসে ৩০০ বিবাহ বিচ্ছেদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। এই সময়ের মধ্যে ১৮০ জন নারী বিবাহ বিচ্ছেদ করেছে। এছাড়া ১২০ জন পুরুষ বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে। সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে মতের বনিবনা না হওয়া, স্বামীর মাদকাসক্তি, যৌতুক, নির্যাতনসহ বিভিন্ন কারণে নারীরা স্বামীকে তালাক দিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছে শিক্ষিত ও ধনী পরিবারের। যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্বামীর পরনারীতে আসক্তি ইত্যাদি কারণে নারীদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা প্রতিদিনই বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিবাহ বিচ্ছেদের পরে অনেক নারী একাকিত্ব জীবন যাপন করেন। সম্প্রতি রংপুরে এক মধ্য বয়সী নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়। বিবাহ বিচ্ছেদের পরে ওই নারী একাই বাড়িতে থাকতেন। পুলিশের ধারণা বাথরুমে পরে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই নারী মারা যান। কয়েকদিন পরে তার লাশ উদ্ধার করা হয়। বিবাহ বিচ্ছেদ সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। যারা বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছেন তাদের উল্লেখযোগ্য একটি অংশই একা থাকছেন এবং একাকিত্ব অবস্থায় জীবনযাপন করছেন। বিচ্ছেদ হওয়া এক নারী জানান, স্বামী কথায় কথায় সন্দেহ করতেন আবার অন্য নারীর প্রতি আশক্তি থাকায় সংসারে প্রায় অশান্তি লেগে থাকত। তাই বাধ্য হয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদ হওয়া এক পুরুষ জানায়, বিয়ের পর থেকে নানা কারণে বনিবনা না হওয়ায় তালাকের সিদ্ধান্ত নিয়েছি। রংপুর জজ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল জলিল বলেন, তালাক হচ্ছে একমাত্র আইনগত পদ্ধতি যার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়। তালাকের সংখ্যা বেড়ে যাওয়ায় পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে তিনি মন্তব্য করেন।

রংপুর সিটি করপোরেশনের সাধারণ শাখার প্রশাসনিক কর্মকর্তা নাইম উল হক জানান, প্রতি মাসেই ৬০ থেকে ৭০টি তালাক কার্যকর হচ্ছে। কোনো পক্ষই আপস করছে না। তিনি বলেন, গত ৫ মাসে সিটি করপোরেশনে ৩০০ তালাক কার্যকর হয়েছে। আপসের সংখ্যা নাই বললেই চলে।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: এক্ষেত্রে উচ্চশিক্ষিত নারী সমাজ সবার উপরে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
শুধু নারীতেই থাকি (শিক্ষিত/অশিক্ষিত ভাগ করলে বিপদ বাড়বে !!)

২| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: গত ডিসেম্বরে একটা লেখা লিখেছিলাম তালাক/বিবাহ বিচ্ছেদ একটা বড় ব্যবসা, এবং এটা আরও বড় হচ্ছে!

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:০০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দেখে আসবো

৩| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

পুরুষতান্ত্রিকতা রঙ বদলাচ্ছে?

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তা জানিনা,কোটা চাই !

৪| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিবাহ বিচ্ছেদ মোটেই ভালো লক্ষণ না।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:০২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
বলেন কি ,একঘুয়েমি !

৫| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫০

খাঁজা বাবা বলেছেন: বিচ্ছেদে চাঁদপুর এগিয়ে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:০৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
হতেও পারে

৬| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:৫২

জোবাইর বলেছেন: আমাদের দেশের নারীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা এখনও নেই বললেই চলে। সুতরাং মেয়েরা মনের খুশিতে কেউ বিচ্ছেদ ঘটাচ্ছেন না। একান্ত নিরুপায় হয়ে পিঠ দেয়ালে ঠেকলেই তারা বিচ্ছেদ ঘটাচ্ছেন। সুতরাং এতে বুঝা যায় এখনও নারীরাই পুরুষের হাতে নির্যাতীত হচ্ছেন বেশি।

আপনার লেখায় খবরের উৎস হিসাবে "হুবহু পত্রিকা" উল্লেখ করেন। এর সাথে পত্রিকার নাম ও তারিখ দিলে আরো ভালো হয়। যেমন: "হুবহু পত্রিকা (বাংলাদেশ প্রতিদিন - ২২ মে ২০২২) থেকে"। তা ছাড়া পোস্টের নিচে তথ্যসূত্র দিয়ে খবরের উৎসটির লিঙ্ক দিলে আরো বেশি ভালো হয়। যেমন:
তথ্যসূত্র:
রংপুর সিটি এলাকায় পাঁচ মাসে ৩০০ বিবাহ বিচ্ছেদ
তাহলে আপনার লেখাকে কেউ 'কপিপেস্ট' বা এ জাতীয় কোনো অপবাদ দিতে পারবে না।

তাছাড়া এ ধরনের লেখায় পত্রিকার খবরটি প্রথমে উল্লেখ করে তারপরে আলোচনা-সমালোচনা করবেন। সবশেষে আপনার নিজের মতামত উল্লেখ করবেন। তাহলে আমরা পাঠকদের বুঝতে সুবিধা হয় এবং নিজেদের মতামতও জানাতে পারবো।

আমি একজন সাধারণ ব্লগার হিসাবে আমার ব্যক্তিগত মতামতটুকু ব্যক্ত করলাম। আশা করি এতে মনঃক্ষুণ্ণ হবেন না। আপনার লেখার ব্যাপারে আপনার নিজের সিদ্ধান্তই চুড়ান্ত। শুভেচ্ছা নেবেন।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:১৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
নির্যাতিত উভয়েই হচ্ছে,তবে সংখ্যান নারী বেশী।
..................
ভালো বলেছেন ,ধন্যবাদ।
যুক্তি তর্ক নয় ,তবু কারণ গুলি বলি -
[এর সাথে পত্রিকার নাম ও ......আরো বেশি ভালো হয়। যেমন......:]
পত্রিকা বলবে -আমাদের অনুমতি নেয়নি কেন আমাদের নাম ব্যবহার করলে কেনো। .......

[তাছাড়া এ ধরনের লেখায় পত্রিকার খবরটি প্রথমে উল্লেখ করে তারপরে আলোচনা-সমালোচনা করবেন। সবশেষে আপনার নিজের মতামত উল্লেখ করবেন। তাহলে আমরা পাঠকদের বুঝতে সুবিধা হয় এবং নিজেদের মতামতও জানাতে পারবো।]
শিরোনামটি মতামত। পত্রিকা হুবহু ছাড়া সবই মতামত। সংবাদটি ঘটনা ,তাই পরে দিতে আমার ভালো লাগে।
মাঝে মাঝে আগেও দেই
আপনাকে আবার ধন্যবাদ

৭| ২৩ শে মে, ২০২২ বিকাল ৩:০৬

জুল ভার্ন বলেছেন: সর্বগ্রাসী ধ্বংশের আলামত। এটা ব্যক্তি, পারিবারির এবং সামাজিক অবক্ষয়ের আংশীক চিত্র!

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:২২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এটাই উন্নয়নের ,আধুনিকতার মাপকাঠি
পুরুষদের এখন কোটা আন্দলনে নাম উচিত !

৮| ২৩ শে মে, ২০২২ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোটেই ভালো লক্ষণ না।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পুরোনো ধ্যান ধারণা পরিবর্তন দরকার !

৯| ২৩ শে মে, ২০২২ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামাজিক অবক্ষয়ের চিত্র ধীরে ধীরে ফুটে উঠছে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:২৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
আধুনিকতা আপনাদের সহ্য হয়না,তাই দেশ এগোয় না !

১০| ২৩ শে মে, ২০২২ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ৬ নং মন্তব্যে ভালো পরামর্শ এসেছে। এমনটা করলে আপনার দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:২৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক তাই !
তবে বিয়ে করলে রংপুর !

১১| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:১১

ইমরোজ৭৫ বলেছেন: সাবেক প্রেমিকের ইশারায় মেয়েরা বর্তমান স্বামীকে তালাক দেয়।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তার পর বলে বিয়ের প্রলোভনে .....

১২| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: যে সম্পর্ক গুলো তে ভালোবাসা সম্মান আর বিশ্বাস নেই সেগুলো ভেঙে যাবেই। নারীরা এখন স্বনির্ভর।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
হক কথা

১৩| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: একটা সংসার ভেঙ্গে যাওয়া অনেক কষ্টের। তাই দুজনে মিলে চেষ্টা করা উচিৎ মিলেমিশে থাকা।

২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
একজনেই জীবন পাড় ,এটা কেমন আধুনিকতা,তা ছাড়া বিজ্ঞান আছে কেনো !

১৪| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৪৪

নতুন বলেছেন: বিবাহ বিচ্ছেদ কোন নারী কারন ছাড়া করেনা।

নিরুপায় হয়েই নারী সংসার ছেড়ে দেবার সিদ্ধান্ত নেয়।

যারা শিক্ষিত এবং সচ্ছল তারাই বিচ্ছেদ করার মতন সাহস পায় দরিদ্ররা মুখবুঝে সহ্য করে, নতুবা সামীর পিটুনিতে মারা যায় না হয় আত্নহত্য করে বাচে যায়।

২৪ শে মে, ২০২২ বিকাল ৩:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
নতুন বলেছেন: বিবাহ বিচ্ছেদ কোন নারী কারন ছাড়া করেনা।
............................

বেশির ভাগ সত্য
নতুন বলেছেন: বিবাহ বিচ্ছেদ "বেশির ভাগ" নারী কারন ছাড়া করেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.