নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

ভ্যাবাচ্যাকা খাওয়ার কিছু নেই। রিজার্ভ প্রচুর আছে

২৭ শে মে, ২০২২ রাত ৯:৩৫

ছবি -নেট থেকে (কিছু পরিবর্তন)
ইদানিং যে ভাবে সরকার কৃচ্ছতা সাধনে নেমেছে,বা বিভিন্ন ঘোষণা দিয়ে যাচ্ছে তাতেই ডলারের উর্ধগতি অনেকাংশে বাড়ছে । সরকারের এই ভড়কে যাওয়াকেই সিন্ডিকেট সমিতি কারসাজি করে কৃত্তিম হুজুগ উৎপাদন করে ডলারের দাম বাড়াচ্ছে। বাংলাদেশের রিজার্ভ পর্যাপ্ত (৬ মাসের আমদানি বায় মেটানো সম্ভব )
যদিও এবছর ঋণ ও ঋণের সুদ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।
[টাকার পরিমান উল্লেখ না করার কারণ হলো হাজার কোটি,লক্ষ কোটি,বিলিয়ন,ট্রিলিয়ন ... উল্লেখ করলেও অংকের পরিমা আমাদের মাথায় ঢুকেনা ...]
তবে সমস্যা কিছু আছে ,আমরা জানি -
চুরি হলে কিছুই থাকেনা ,তা রাজার বা সম্রাটের যার ভান্ডার ই হোক না কেন। রেমিটেন্স ও সেলাই আয় আমাদের সম্পদ ও সম্পত্তি। এই সম্পত্তিকে ভোগের পণ্য আমদানিতে যে ভাবে বায় করা হয় তা চুরি সমতুল্য। আবার উন্নয়নের নামে যেমন ;-
১০০ টাকার উন্নয়ন প্রকল্প ৩০০-৪০০ টাকায় ,১ বছরের কাজ ৩-৪ বছরে শেষ করাকে চুরি নয় ,ধোকা সহ চুরি বলে। ১০০ টাকার কাজ অপচয় করে বিলাসিতা করে ১১০,১২০,১৩০ টাকায় করলেও সমস্যা তেমন থাকেনা।রাজার ভান্ডার শেষ হয়ে যায় ,আর এতো সেলাই আর রেমিটেন্স।

বর্তমানে ডলারের যে সংকট ,আসলে তা বাজার কারসাজি ,একটা হুজুগ। ডলারে আমাদের সংকট ও সমস্যা নেই। তবে ঐযে বললাম ;-
রাজার ভান্ডার শেষ হয়ে যায় ,আর এতো সেলাই আর রেমিটেন্স।

রেমিটেন্স ও সেলাই কেন বন্ধ হবেনা সেটা আগেও বলেছি We Have Never Ending Earn! বিষয়টি আমাদের সরকার ও সরকার প্রধানের জন্য সুখবর হলেও প্রবাসী ও সেলাই কর্মীরা জানেন -[:"'মাথার ঘাম পায়ে ফেলা কাকে বলে পায়ের রক্ত মাথায় উঠলে কি করতে হয় ":]
[দেশে আয় ব্যায়ের সামঞ্জস্য নেই সরকারের কৈফিয়ত নেই সরকারের কর্মচারী মানেই জমিদার ....ইত্যাদি কারণে যুবসমাজের লক্ষী থাকে প্রবাস। পরিবারের জন্য কিছু করা কষ্ট করে যায় করা ,যা দেশে সম্ভব তবে নির্দিষ্ট কিছু মানুষের জন্য। তাই রেমিটেন্স প্রবাহ কমবেনা বরং বাড়বে। আর সেলাই শ্রমিকরা দৈনিক ১০-১১ ঘন্টা কাজ করা মাসে আয় করে ১১-১২ হাজার টাকা ,যা পৃথিবীতে সর্ব নিম্ম(সেলাই দেশগুলির মধ্যে ) .এতো সস্তা কোনো দেশে নেই তাই সেলাইয়ের অর্ডার আমরাই পাবো ও পাচ্ছি ]
পুনশ্চঃ
রেমিটেন্স ও সেলাই কেন বন্ধ হবেনা সেটা আগেও বলেছি We Have Never Ending Earn! বিষয়টি আমাদের সরকার ও সরকার প্রধানের জন্য সুখবর হলেও প্রবাসী ও সেলাই কর্মীরা জানেন -[:"'মাথার ঘাম পায়ে ফেলা কাকে বলে পায়ের রক্ত মাথায় উঠলে কি করতে হয় ":]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: তবে ভাই যত যাই বলেন, বিএনপির চেয়ে আওয়ামীলীগ ভালো।

২৮ শে মে, ২০২২ সকাল ৮:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
অনেক ভালো তবে চোরগুলিও বড়ো বড়ো

২| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
যা বুঝি বলে দেই নিজের ভাষায় ,(বইয়ের ভাষা আপন মনে হয় না)

৩| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:৪৬

বিটপি বলেছেন: রাজীব নুর, ক্ষমতাশালী প্রশংসার যোগ্য হলেও প্রশংসা করবেন না - এতে সবাই আপনাকে তেলবাজ ভাববে। বিএনপি দুই ফফায় মাত্র ১০ বছর ক্ষমতায় ছিল। সেসময় বিরোধী দলের জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্যে তারা বিরোধী দল দমনেই বেশি মনোযোগী ছিল, দেশ পরিচালনার ফুসরত পায়নি। আর আওয়ামী লীগ ৯৬ হতে শুরু করে এই পর্যন্ত মোট ১৮ বছর ধরে ক্ষমতায়, তাঁদেরকে খুব বেশি বিরোধী দলের কামড়ও সহ্য করতে হয়নি। পার্শ্ববর্তী দাদাবাবুরা তাদের প্রতি অনেক বেশি সাপোর্টিভ। কাজেই এই দুই দলের মধ্যে কি তুলনা চলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.