নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

এখন মানুষ চাইলে তিন বেলাও মাংস খেতে পারে: মাছমন্ত্রী

২৯ শে মে, ২০২২ সকাল ৮:২১

প্রতিদিনের মজুরি ৫০০ টাকা
পোশাক সেলাই ১ ঘন্টার মজুরি ৫৬ টাকা
গরুর মাংস ৭৫০ টাকা খাসির মাংস ১০০০ টাকা কেজি (সম্পাদিত )
তেল ২০০ টাকা লিটার
চাল ৬০ টাকা কেজি
বিদ্যুৎ দ্বিগুন হবে
গ্যাসের দাম বাড়বে .....................
.........................................
আমার কিছু বলার নাই। পত্রিকার হুবহু হলো -
এখন মানুষ চাইলে তিন বেলাও মাংস খেতে পারে: মৎস্যমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রাণিসম্পদ খাতকে সম্ভাবনার দিকে এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যম বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা ও ফেলো নির্বাচনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:২৭

বিটপি বলেছেন: কেন, মন্ত্রীদেরকে আপনার মানুষ বলে মনে হয়না?

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
মহা পরিমানে মানুষ

২| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৩৩

শেরজা তপন বলেছেন: খাসির মাংস ৮০০ টাকা কেজি!!!
কতদিন আগে শেষবার খাসির মাংস কিনেছিলেন?

এসব মন্ত্রীদের থেকে প্রাইমারি স্কুলের দফতরিরা অনেক বেশী দেশের সার্বিক অবস্থা নিয়ে জ্ঞান রাখে!

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
সরি সম্পাদন করেছি।
(তিন বেলা যাইতো, দাম জানা হয়ে উঠে না !!)

৩| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: প্রতিদিন বাংলা,




কিন্তু এই "মানুষ" কারা ?
যারা আমজনতার ঘামের পয়সা লুটে নিজেদের পকেট ভারী করে ফেলেছেন, তারা চাইলে শুধু তিন বেলা কেন, চাইলে ঘন্টায় ঘন্টায় মাংশ খেতে পারেন.................... :|

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সরকারের কোনো জবাব দিহিতা নাই (যা ইচ্ছা বলে দে য় )

৪| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাদের দেশ সম্পর্কে কোন ধারনা নেই তারাই এখন দেশ চালায়।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দেশ জনতার। জনতা সরকারের

৫| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৪৯

জুন বলেছেন: বাংলাদেশের জনগনের আর্থিক অবস্থা নিয়ে এর চেয়ে চরম কৌতুক আর কিছু নাই

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
১০০% সহমত

৬| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গরুর মাংস ৬৩০ টাকা করে কেনা হয়েছে ৩/৪ দিন আগে, খাঁসির মাংস ৮৫০ টাকা করে, কচুক্ষেত বাজার থেকে।

একটা অবজারভেশন, কোন পত্রিকা থেকে হুবহু তুলে দিলেন, সেই পত্রিকার লিংকটা কোথাও খুঁজে পেলাম না। নাকি দেন নি? না দিয়ে থাকলে প্লিজ দিয়ে দিন।

আরেকটা বিষয় হলো, যখন কোনো গুরুত্বপূর্ণ ইস্যুর উপর হাইলাইট করবেন, তখন দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর রেফারেন্স ইউজ করা উচিত।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ভালোও বলেছেন

সরি সম্পাদন করেছি।

৭| ২৯ শে মে, ২০২২ সকাল ৯:০২

হাবিব বলেছেন:




thedailystar: এখন-মানুষ-চাইলে-তিন-বেলাও-মাংস-খেতে-পারে-প্রাণিসম্পদ-মন্ত্রী

somoynews: মানুষ-চাইলে-তিন-বেলাও-মাংস-খেতে-পারে

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ

৮| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ফেসবুকে খবরটি খুব ছড়িয়েছে।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সেটাই স্বাভাবিক

৯| ২৯ শে মে, ২০২২ সকাল ১০:৫৮

খাঁজা বাবা বলেছেন: একদিনে তিন বেলা মাংস মানুষ খেতে পারে
একদিনে তিন বেলা মাংস খাওয়ার পরের ১৫ দিন না খেয়ে থাকা লাগবে।
তাই অনেক মানুষ মাসেও ১ দিন মাংস খায় না।
মন্ত্রী সেকথা বলার সুযোগ পান নাই।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জি, বৈদ্যতিক গোলোযোগে

১০| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:০৯

সাজিদ! বলেছেন: সোনাবীজ ভাইয়ের মতো যদি বাংলাদেশের সব মানুষ বড়লোক্স হতো! তাইতো, কই পেলেন গরুর মাংসের দাম ৭০০ টাকা? ৭০ টাকা কম দিয়ে অনেকে কিনেছে। আর মন্ত্রী সত্যিই তো বলছেন, উনার কথার বিরুদ্ধে যারা বলবেন তারা উন্নয়ন চান না, স্বাধীনতা ও সংস্কৃতি বিরোধী।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সরি সম্পাদনা করেছি।
সব উন্নয়ন সরে যারা থাকে তারাই চায়

১১| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:২২

শোভ বলেছেন: ওনি কিসের(গরু , খাসি , মুরগই) মাংসের কথা বলেননি ,ওনি বলেছেন মানুষ চাইলে তিন বেলা মাংস খেতে পারে । ওনি ম ন ত রি- মানুষ হলে এই কথা বলটেন না ।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
রসিকতার একটা সিমা আছে.এটা উপহাস !!

১২| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: এই মন্ত্রীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
ক্ষমা চায় না ক্ষমা করেওরা !

১৩| ২৯ শে মে, ২০২২ দুপুর ১২:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:

যদি মানুষের হাতে মাছ মাংশ খাওয়ার টাকা না থাকে তবে বাজারের মাছ, মাংশ, কশাই দোকানে ৮০০ ৯০০ টাকা কেজি দামের টন কে টন মাংশ ঝুলানো মাংশ দুপুরের পরে শেষ হয়ে যায় কিভাবে?
কারা কিনছে? সবাই কোটিপতি? প্রতিদিন টনকে টন কাঁচা মাছ মাংশ প্রতিদিন কিনে ফ্রিজে ফেলে রাখছে কোটিপতিরা?
দেশে শতভাগ বাড়ীতে বিদ্যুৎ পৌছে যাওয়ায় দেশে হাজার হাজারে এসি - রেফ্রিজারেটরের দোকান, গ্রামগঞ্জে পর্যন্ত ফ্রিজের দোকান, এসব ফ্রিজ কারা কিনছে? কেন কিনছে? আলু রাখার জন্য?

বাংলাদেশ বর্তমানে পৃথিবীর ২য় বৃহত্বম মৎস উৎপাদক। কিন্তু কোন এক্সপোর্ট হয়না। দেশেই সব বিক্রি হয়
তাহলে প্রতিদিন বাজারের লাখ লাখ টন মাছে কে খায়?
মানুষ যদি টাকার অভাবে বা ৩ গুন মুল্যবৃদ্ধির কারনে মাছ মাংশ কেনা কমিয়ে দেয়, বা কেনা কাটা বন্ধ করে আলুভর্তা খায়
তাহলে এইসব দোকানের মাছ মাংশ প্রতিদিন কতটন মাছ মাংশ পঁচে নষ্ট হয়?
টাকার অভাবে মানুষ কেনাকাটা বন্ধ করে অভুক্ত থাকা। বেচাকেনা বন্ধ, দোকানের লাখ লাখ টাকা ভাড়া কে দেয়?
আর বেচা বিক্রির অভাবে দোকান ভাড়া দিতে না পেরে কতগুলি মাছের দোকান কশাই দোকান ফ্রিজের দোকান বন্ধ হয় প্রতি মাসে?

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
ঠিক বলেছেন।
সহজ হিসাবটা মন্ত্রী ই করে/বলে দিয়েছেন
সরকারের অবৈধ সুযোগ গ্রহণ কারীরা আগের তুলনায় বেড়েছে। বর্তমান পরিস্থিতি হচ্ছে
এই অবৈধ সুযোগ গ্রহনকারীদেড় মধ্যে (গড় ধরি )
আগে যারা(নতুন ) ১০ টাকার পণ্য কিনতো এখন তারা দ্বিগুন টাকার পণ্য কেনে
আগে যারা(পাতি বা চামচা ) ১০০ টাকার পণ্য কিনতো এখন তারা দ্বিগুন টাকার পণ্য কেনে
আগে যারা (নেতার হাতা ) ১০০০ টাকার পণ্য কিনতো এখন তারা দ্বিগুন টাকার পণ্য কেনে
এভাবেই বাজার খালি হয় এবং জনতা ভুগে

১৪| ২৯ শে মে, ২০২২ দুপুর ১:০০

মোহামমদ কামরুজজামান বলেছেন: " উন্নয়নের জোয়ারে- আরসি খান আরামে " -

আর সেখানে প্রতিদিন মাংস খাওয়া কোন ব্যাপার না ভাইজান সেটা শুধু আবার এক বেলা নয় চাইলে ৩ বেলাই খেতে পারবেন তয় আমজনতা নয় শুধু উনাদের সহযোগীরাই ।

আর উনারা কেউ মিছা কথা বলেন না । আর যদি প্রমাণ করতে পারেন যে উনারা মিছা বলেছেন তাহলে - আপনার গর্দান যাবে। ইহাই বিচার, ইহাই আইন কারন আপনি ------------ ।

যারা এ কথার বিরুদ্ধে বলবেন তারা পাকী প্রেমী । তারা দেশের উন্নয়ন চান না, দেশদ্রোহী- স্বাধীনতা ও চেতনার বিরোধী।

২৯ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
ঠিক বলেছেন।
১০০% সহমত।

১৫| ২৯ শে মে, ২০২২ রাত ৮:১৫

নতুন বলেছেন: মন্ত্রী একটু বেশি বলেছেন কিন্তু উপরের হাসান ভাইও ঠিকই বলেছেন।

বাজারে মাছ, মাংসের ক্রেতা কি কমে গেছে? ঢাকার কিছু মাকেটে জিনিস পত্রের দাম কিন্তু বাইরের দেশের থেকেও বেশি।

যখন দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় তখন বাজারে দোকান বন্ধ হওয়া শুরু করবে কারন ব্যবসায়ীর বিক্রি কমে যাবে ব্যবসায় লস হলে দোকান বন্ধ শুরু হবে।

আমাদের দেশে সেই সমস্যা এখনো শুরু হয়নাই।

আমেরিকাতেও 552,830 মানুষ গৃহহীন।

সরকারী দল অনেক দূনিতি করছে সেটা সবাই জানে বিরোধী দল করতে পারছেনা তাই তারা সবচেয়ে বেশি কস্টে আছে। একজন রিক্সাচালকের চেয়েও কস্টে আছে বিরোধীদলের অনেক নেতা কমী। কারন তারা কাজ করে খেতে অভস্থ না।

কিন্তু তাই বলে দেশ শ্রীলংকার মতন হয়ে যায়নাই। অথবা যাবার সম্ভবনা নাই।

২৯ শে মে, ২০২২ রাত ১১:১২

প্রতিদিন বাংলা বলেছেন: নতুন বলেছেন: মন্ত্রী একটু বেশি বলেছেন কিন্তু উপরের হাসান.........।
.......................নতুন বলেছেন: মন্ত্রী একটু বেশি বলেছেন কিন্তু উপরের হাসান ভাইও ঠিকই বলেছেন।

বাজারে মাছ, মাংসের ক্রেতা কি কমে গেছে? .............................। শুরু করবে কারন ব্যবসায়ীর বিক্রি কমে যাবে ব্যবসায় লস হলে দোকান বন্ধ শুরু হবে...........।আমাদের দেশে সেই সমস্যা এখনো শুরু হয়নাই।

লেখক বলেছেন: ধন্যবাদ ,
ঠিক বলেছেন।
সহজ হিসাবটা মন্ত্রী ই করে/বলে দিয়েছেন
সরকারের অবৈধ সুযোগ গ্রহণ কারীরা আগের তুলনায় বেড়েছে। বর্তমান পরিস্থিতি হচ্ছে
এই অবৈধ সুযোগ গ্রহনকারীদেড় মধ্যে (গড় ধরি )
আগে যারা(নতুন ) ১০ টাকার পণ্য কিনতো এখন তারা দ্বিগুন টাকার পণ্য কেনে
আগে যারা(পাতি বা চামচা ) ১০০ টাকার পণ্য কিনতো এখন তারা দ্বিগুন টাকার পণ্য কেনে
আগে যারা (নেতার হাতা ) ১০০০ টাকার পণ্য কিনতো এখন তারা দ্বিগুন টাকার পণ্য কেনে
এভাবেই বাজার খালি হয় এবং জনতা ভুগে।
এবং
কোনো দলের পক্ষে/বিপক্ষে বলিনি
কোনো দেশের সাথে তুলনা দেয়নি
মাছমন্ত্রী যা বলেছেন ,তাই বলেছি

১৬| ২৯ শে মে, ২০২২ রাত ৮:৩৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এরা টাকার পাহাড়ে ঘুমায় বলে মনে করে জনসাধারনও টাকার পাহাড়ের উপর ঘুমায়।

২৯ শে মে, ২০২২ রাত ১১:১৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
তার মনে করে পাবলিক এর কিছু করার ক্ষমতা নেই

১৭| ২৯ শে মে, ২০২২ রাত ১০:৪৯

রোবোট বলেছেন: কিসের মাংস সেটাতো বলেন নাই।


২৯ শে মে, ২০২২ রাত ১১:১৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জী কথা সত্য

১৮| ৩০ শে মে, ২০২২ রাত ১২:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: গতকাল পোলাও কিনছি ১৩০ টাকা প্যাকেট। নিম্ন-নিম্ন মধ্যবিত্ত-মধ্যভিত্ত- উচ্চ মধ্যবিত্ত খাসি গরু খানা বাদ দিসে। মন্ত্রী সাব বাজারে গেসেন নি সম্প্রতি ?

৩০ শে মে, ২০২২ রাত ৮:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
তিনারা বাজারে যান না ,বাজার আসে তিনাদের কাছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.