নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত গন্তব্য

ভণ্ড সাধক

আমি কেউ না

ভণ্ড সাধক › বিস্তারিত পোস্টঃ

গণভবনের ইফতারে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি

৩০ শে মে, ২০১৮ ভোর ৪:২৮



শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিদের সম্মানে প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে আয়োজন করা হয়েছে ইফতার অনুষ্ঠানের। এরই মধ্যে আমন্ত্রিতদের হাতে পৌছে গেছে আমন্ত্রণ পত্র। তবে আমন্ত্রণ পত্রটি হাতে পাওয়ার পর অনেকের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি।

আমন্ত্রণ পত্রে বলা হয়েছে, ‘গ‌ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আগামী ১৭ রমজান ১৪৩৯ হিজরি (১৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ/০২ জুন ২০১৮ খ্রিস্টাব্দ) গণভবনে এক ইফতার অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন।’

এতে উল্লেখ করা ১৭ রমজান যদি ইফতার হয় তাহলে দিনটি হবে ৩ জুন বা ২০ জ্যৈষ্ঠ। আর যদি ২ জুন বা ১৯ জ্যৈষ্ঠ তারিখটি সঠিক হয় তাহলে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী হবে ১৬ রমজান। ইফতার অনুষ্ঠানটি আসলে কোন তারিখে অনুষ্ঠিত হবে এই নিয়ে আমন্ত্রিতরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন।

অামন্ত্রিতদের অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর নামে বিলি হওয়া একটি আমন্ত্রণ পত্রে এ ধরনের বিভ্রান্তি বা ভুল মেনে নেয়া যায় না।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ ভোর ৫:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: !!

২| ৩০ শে মে, ২০১৮ সকাল ৮:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিভ্রান্তিরর কিছু নেই।
হিজরি তারিখ পরিবর্তন হয় সুর্যাস্তের সংগে সংগে।
মাগরিব আজান সুরু হলেই ইফতারের আআগেই তারিখ পরিবর্তন হয়ে যাবে।

৩| ৩০ শে মে, ২০১৮ সকাল ৮:৫৭

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহা । মূর্খ্য দেশের মানুষ আর কি লিখবে। এতে তো বিভ্রান্তি হবেই মানুষ।

৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:০৬

বনসাই বলেছেন: উভয় দিনেই ইফতারের ব্যবস্থা রাখাই শ্রেয় হবে। এখানে কেবলমাত্র শনিবার অথবা রবিবার উল্লেখ থাকলে ভুলটি নিমন্ত্রিতরাই শুধরে নিতে পারতেন। আমরা আজো সরকারী ব্যবস্থাপনায় দুর্বল থেকেই গেলাম।

৫| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:২২

ক্স বলেছেন: শেখ হাসিনা আবার ইফতার পার্টিও করে? প্রতি বছরই তো ওনার ইফতার পার্টির খরচের টাকা বন্যার্তদের জন্য, ভূমিহীনদের জন্য বা অসহায় মহিলাদের জন্য ব্যয় করার শখ হয়। কিন্তু মন্ত্রীদের ফোন কেনার ৭৫,০০০ টাকা আবার জনগণের পকেট কেটেই জোগাড় করতে হয়।

৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: যাই হোক অনুষ্ঠান টি সফল ভাবে সম্পন্ন হয়েছে শেষ পর্যন্ত।

৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬

হাঙ্গামা বলেছেন: এর পেছনে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই সরকারের আমলে জিপিএ ৫ পাইয়া পাশ করছিলো। B-)

৮| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬

দিলের্‌ আড্ডা বলেছেন: এতো তারিখ দেবার কোনো প্রয়োজন ছিলো না। ইংরাজী, বাংলা, আরবি, ফারসি সব তারিখ দিয়া রাখছে। :``>>

৯| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৮

বিজন রয় বলেছেন: ??!!

১০| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:২২

কাওসার চৌধুরী বলেছেন: যারা চিটি লেখায় যুক্ত ছিলেন তাদেরকে সাধুবাদ!! X(

১১| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৩

শাহাদাত নিরব বলেছেন: দেশের একজন প্রধান মন্ত্রীর আমন্ত্রন পত্রে এত ভুল তাহলে চিন্তা করুন দেশের অন্যান্য কাজে কত ভুল পাওয়া যাবে ।
সবাই টাকার জন্য চাকুরী করে দায়িত্ব নিয়ে কেউ চাকুরী করে না ।

১২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪

ব্লগার_প্রান্ত বলেছেন: এ কেমন চিডি !?

১৩| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: তারিখের সাথে দিনটির বার উল্লেখ করা উচিত ছিল।

১৪| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

জুন বলেছেন: সহ ব্লগার রাজীব নুর একটি পোষ্ট দিয়েছেন ব্লগাররা অবহেলিত অর্থাৎ প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে আমাদের কাউকে দাওয়াত করেনা। ব্লগাররা অন্যের দাওয়াত পত্রে এত ভুল ধরে । যদি আমাদের দাওয়াত দিত তখন আমরা কি পরিমান ভুল ধরতাম একবার চিন্তা করেন #:-S
এইজন্যই মনে হয় আমাদের দাওয়াত করে না :`>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.