নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যুশ্যা

যতই অন্ধকার হউক, ভোর হবেই........

প্রত্যুশ্যা › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা মানবতাকে জাগিয়ে তুলি

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯


ধর্ম মানুষকে ধার্মিক করে। পৃথিবীতে বিদ্যমান সকল ধর্মেই, মানুষের ধর্ম জন্মগতভাবেই নির্ধারিত হয়। সারাবিশ্বই ধর্মগত দাংগায় লিপ্ত। বৌদ্ধ-মুসলিম-হিন্দু-খ্রিস্টান-ইহুদি কেঊই থেমে নাই। আবার ধর্মের অর্ন্তদন্দ্ব যেমন শিয়া-সুন্নি, ক্যাথলিক-প্রটেস্টাণ্ট, উঁচু বর্ণ-নিচু বর্ণ লেগেই আছে। একটু খেয়াল করে দেখবেন সকল দাংগা কিংবা সহিংসতা শুরু হয় গুটিকয়েক মানুষের স্বার্থসিদ্ধির লক্ষে। আর এতে যুক্ত করে দেয় সাধারন মানুষের আবেগজাত ধর্ম। আপনি যদি সাধারন ভাবে বিচার করেন, তবে ভাববেন এরা মানবতাহীন। না, ধর্মের নামে এরা আজ অন্ধ। মানবতা ভুলে গেছে। ধর্ম নেতারা এদের অন্ধ করে দিয়েছে। এরা নিজের ধর্মের বাইরে কাউকে মানুষ ভাবে না। এরা নিজেদের শ্রেষ্ঠ বলে দাবী করে। কারন এরা বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এরা অন্যদের প্রতি শ্রদ্ধা দেখায় না। এরা গুটিকয়েক দুষিদের বিচার না করে সমগ্র জাতিকে দুষি ভাবে। হ্যা, এদের মনেই বড় দোষ। কারন এরা জানে না মানুষের ধর্ম মানবতা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো ধর্মমত। মানুষ তার মানবতাকে ভুলে যাচ্ছে। ফলে পশুত্ব জেগে ঊঠেছে। যার ফলে এই অবক্ষয়। মানুষ যদি আজ মানবতাহীন না হতো, তাহলে জাতিগত কিংবা ধর্মগত সহিংসতা থাকতো না। সোনার পৃথিবীতে শোসিত মানুষের কান্নার ধ্বনি মানুষের মানবতাকে কাঁপিয়ে তুলতো না। আসুন আমরা মানবতাকে জাগিয়ে তুলি। আর নিজেদের অপরাধের জন্য স্রস্টার নিকট ক্ষমা প্রার্থনা করি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.