![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি পৃথিবীর যে প্রান্তেরেই মানুষ হন না কেন, হ্যাঁ, আমি আপনাকেই বলছি; আমি রোহিঙ্গা, আমি মানুষ । আমি বাঁচতে চাই । এই মূহু্র্তে আমার একটাই আকুতি , আমি বাঁচতে চাই । আমি আমার জন্মভূমিতেই থাকতে চাই । না বাঙ্লাদেশে কিংবা অন্য কোথাও নয় । মায়ানমার আমার জন্মভূমি ।
আমি অশিক্ষিত, মূর্খ এক রোহিঙ্গা, আমি ইতিহাস জানি না, আমার আদি নিবাস বাঙ্লাদেশে না অন্য কোথাও তা জানি না, জানতে চাই না । দু-বেলা দু মুঠো ভাত, আর মোটা কাপড়ে দেহকে আচ্ছাদিত করে আমার জন্মভূমি প্রিয় মায়ানমারে ; মায়ের আঁচলে শান্তির নীড়ে বাঁচতে চাই ।
আমি অতি সাধারন একজন রোহিঙ্গা । এ দেশ (মায়ানমার) আমার । এ দেশের বামার, চিন, কাচিন, কায়িন, কায়াহ, মগ, রাখাইন, সান প্রত্যেকেই আমার ভাই-বোন ।
এ দেশের সংস্কৃতি আমার রিদয়ে গাঁথা ।এ মাটি আমার , এ বায়ু আমার, আমি মায়ানমারের । রিদয়ে আমার মায়ানমার , জাতিতে রোহিঙ্গা, আমি মানুষ । আমি বাঁচতে চাই কারো দয়ায় নয়, একজন আর্দশ নাগরিক হয়ে।।।।।।
©somewhere in net ltd.