নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যুশ্যা

যতই অন্ধকার হউক, ভোর হবেই........

প্রত্যুশ্যা › বিস্তারিত পোস্টঃ

ফিদেল বলেছেন, বঙ্গবন্ধু ও হয়তো বলতেন …………

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৯


সান্তিয়াগো, রাজধানী হাভানা থেকে অনেক দূরের একটি শহর । সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন বিপ্লবের প্রবাদপুরুষ ফিদেল ক্যাস্ত্রো । তার ভাই রাউল ক্যাস্ত্রো বলেন, ‘মৃত্যুর আগে ফিদেল ক্যাস্ত্রো আমাকে বিশেষভাবে বলে দিয়েছেন যাতে তার কোনো মূর্তি দেশে তৈরি না হয়।’ তিনি আরও বলেছেন, তার ভাই ব্যক্তিপূজায় বিশ্বাস করতেন না। আর তাই ফিদেলের ইচ্ছাকে পূর্ণতা দিতে তার নামে কোনো কিছুর নামকরণ না করার বিষয়টি আইন করে প্রতিষ্ঠিত করা হবে।

আর এই মহান নেতা বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেই বলেছিলেন , “আমি হিমালয় দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি ।” হ্যাঁ, বঙ্গবন্ধু হিমালয়ের মতই উঁচু । আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি, কিন্তু রাউলকে পাই নি , যিনি কিনা ঘোষনা দিবেন আমি বাংলাদেশকে সমুন্নত রাখব । ( বি.দ্র. হাজার হাজার কিউবানদের উদ্দেশ্যে তার ছোট ভাই রাউল ক্যাস্ত্রো ঘোষণা দিলেন ফিদেলের সমাজতন্ত্রী লিগ্যাসি সমুন্নত রাখার ) । মীরজাফরদের হঠকারিতায় বঙ্গবন্ধু হঠাত মারা গেলেন, স্বাভাবিকভাবে মরলে হয়তো বলে যেতেন, তিনি ও ব্যক্তিপূজায় বিশ্বাস করেন না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

কল্পদ্রুম বলেছেন: আমারও তাই মনে হয়।বঙ্গবন্ধুর মত পৃথিবীর কোন মহান নেতাই ব্যক্তিপূজার চাইবেন না।ফিদেল কাস্ত্রো বলে গেছেন।বঙ্গবন্ধু বলে যাবার সুযোগ পাননি।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

প্রত্যুশ্যা বলেছেন: সত্যি কষ্ট হয় যখন দেখি সব জায়গায় বঙ্গবন্ধুর নামের অপব্যবহার.......আমরাই বঙ্গবন্ধুকে বিতর্কিত করে তুলছি ।।।।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভুল ধারণা। বঙ্গবন্ধু তাঁর জনপ্রিয়তার ব্যারোমিটার মৃত্যুর আগেই দেখে গিয়েছিলেন। বরং উনি বেঁচে থাকলে আরো নিন্দাই হতো। উনাকে তখন আর কেউ পছন্দ করতো না...

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২২

প্রত্যুশ্যা বলেছেন: ফিদেল ক্যাষ্ট্রো ও তাঁর জনপ্রিয়তার ব্যারোমিটার মৃত্যুর আগেই দেখে গিয়েছিলেন। তাহলে এবার আপনিই বলুন...।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী বলবো? জনপ্রিয়তা না থাকলে ৫ দশক ক্ষমতায় থাকতে পারতো? এখনও তাঁর ভাই ক্ষমতায়। উনি মহান নেতা হয়েই বিদায় নিয়েছেন কিন্তু বঙ্গবন্ধু নিন্দনীয় হয়ে বিদায় নিয়েছেন। পার্থক্যটা এখানেই...

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০২

প্রত্যুশ্যা বলেছেন: বিজয়ীরাই ইতিহাস লেখে । আজ যদি ভাগ্যক্রমে উনি বেচে থাকতেন, তাহলে নন্দিতেই হতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.