| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম ঘুম চোখে আর ভালোবাসা থাকবেনা হয়তো কয় দিন পর। সব ভুলে যাবে তুমি। নতুন সংসার নিয়ে ভালোই থাকবে। আজ যাকে পছন্দ করনা, বিয়ের কিছু দিন পর ঠিকি তাকে নতুন ভাবে ভালোবাসবে। তোমাদের ভালোবাসার ফল হিসেবে তোমার কোলে আসবে ফুটফুটে একটা বাচ্ছা। তারপরের দিন গুলো আরো ভালো ভাবে যাবে তোমার স্বামী, বাচ্চাকাচ্চা আর তোমার সংসার নিয়ে।
হয়তো কোন এক বিকালে কয়েক মিনিট এর জন্য মনে পড়বে আমার সাথে কাটানো ঝাপসা স্মৃতি গুলো।
আর আমি!!!
একটা গান নিয়ে থাকবো
" পুরোনো স্মৃতি গুলো
অতীতের কথা গুলো
মনে মনে রাইখো
আমার তো জব নেই
জবওয়ালা স্বামী নিয়ে ভালো থাকো"
©somewhere in net ltd.