| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শত দুঃখ-লাঞ্ছনা সহ্য করব।
অত্যাচারীর লৌহকপাটে বন্দি হব;
কিন্তু এই বিশ্বাস আছে আমি কাঁদব না;
একফুটা অশ্রু ও পড়বে না চোখ থেকে।
কিন্তু কেউ বিশ্বাস ভঙ্গ করলে
দুমড়ে-মুচড়ে যায় আমার বুক,
হৃদয়তন্ত্রিতে বাজে বেদনার বিষাদ গান,
চোখ দিয়ে ঝরে অশ্রু; একেবারে নির্ঝরের মত।
২|
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪১
প্রতীতি পান্থ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আরো লিখুন
আর সবার পোস্ট পড়ুন