নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর ভাল চেয়ে একটা পরামর্শ

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯

মাননীয় প্রধানমন্ত্রী--আপনার ক্ষমতার মেয়াদ (এই টার্মের) আর বেশী বাকি নেই (সাড়ে ৩ মাস)। পরবর্তীতে ক্ষমতায় আসতে পারবেন কিনা সেটা সমস্ত রাজত্বের মালিক মহান আল্লাহপাক জানেন। তিনি যাকে ইচ্ছা দিবেন। কিন্তু আপনার একটা কাজ স্মরন করিয়ে দেয়া/ ধরিয়ে দেয়া উচিত বলে আমি মনে করছি। রাস্ট্রের সব ক্ষমতার ভার আপনার উপর-- অতএব সবকিছুর জবাব আপনাকে আল্লাহপাকের কাছে দিতে হবে। মানুষকে/জনগনকে দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা বলতে আসিনি । সেটা আপনি চিন্তা করলেই পেয়ে যাবেন-যদি না আপনি এই আয়াতের অর্ন্তভূক্ত হন--"আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ী পরিয়েছি। ফলে তাদের মস্তক উর্দ্ধমুখী হয়ে গেছে। (8) আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। (9)-সূরা ইয়াসিন"



কুরআন শরীফ সর্বশক্তিমান আল্লাহপাকের পক্ষ থেকে অবতীর্ন। আল্লাহপাক সূরা হাশরে বলেছেন " যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তা’আলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে। (21)" আর সেই কুরআন পুড়ানো হয়েছে আপনি ক্ষমতায় থাকার সময়। কে পুড়িয়েছে তা শুনতে আসিনি । সে হেফাজতি হোক কিংবা জামাতিই হোক কিংবা আপনার দলের লোকই হোক। সেটা আমাদের দেখার বিষয় না এবং আপনারও দেখার বিষয় না। আপনি তাকে শাস্তি দিন। আল্লাহর ওয়াস্তে তাকে শাস্তি দিন। আমি প্রধানমন্ত্রি না -আল্লাহ পাক আমাকে পাকড়াও করবেন না আল্লাহপাকের কাছে আমি প্রার্থনা করি-হে আল্লাহ এই অপরাধে আপনি আমাকে পাকড়াও করিয়েন না, আমার যতটুকু ক্ষমতা (আপনাকে সতর্ক করা,সেটা আমি এই লেখার মাধ্যমে করছি-আশা করি আল্লাহপাক আমাকে কবুল করবেন এবং দায়মুক্তি দিবেন)



আপনাকে সর্বশক্তিমান আল্লাহপাকের কাছে জবাব দিতে হবে -দোষীদের শাস্তি দিলে আপনি জবাবটা নিয়ে যেতে পারবেন--পরকালে। শাস্তি দেয়ার ক্ষমতা আর মাত্র সাড়ে ৩ মাস।



আল্লাহপাক আপনার দুনিয়া ও আখিরাতের ভাল করুন--আমিন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ঠিক ।

২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৩

মেদভেদ বলেছেন: আপনাকে সর্বশক্তিমান আল্লাহপাকের কাছে জবাব দিতে হবে -দোষীদের শাস্তি দিলে আপনি জবাবটা নিয়ে যেতে পারবেন--পরকালে। শাস্তি দেয়ার ক্ষমতা আর মাত্র সাড়ে ৩ মাস।

৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৮

কষ্টবিলাসী বলেছেন: হুমমমম.......

৪| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬

নতুন বলেছেন: মালিক মহান আল্লাহপাক জানেন। তিনি যাকে ইচ্ছা দিবেন।"

আল্লাহপাক যদি নারীকে দেশের ক্ষমতার জন্য মনোনিত করেন... তবে নারী নেত্রীতত্ব হারাম হয় কিভাবে?

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৩

বক বলেছেন: মিথ্যা কথা বলা হারাম হলেও মানুষ যেভাবে মিথ্যা বলে, চুরি করা নিষিদ্ধ হলেও মানুষ যেভাবে চুরি করে। সঠিক আল্লাহপাক জানেন

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: পরবর্তীতে ক্ষমতায় আসতে পারবেন কিনা সেটা সমস্ত রাজত্বের মালিক মহান আল্লাহপাক জানেন।


একটা প্রশ্ন, ঠিক ৫ বছর আগে খালেদা জিয়ার বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিলো, তার কয়েকবছর আগে তৎকালীন নির্বাচন কমিশনার আজিজ নামটা এতটাই বদনামী হয়েছিলো যে আমজনতার মাঝে যাদের নাম ছিলো তারা মুখ লুকাতো এই কারনে যে কাচা বাজারের তরকারী ওয়ালারাও তার কাছে কিছু বিক্রি করতো না। ১/১১ এর সৃষ্টি কিন্তু এই খালেদাই করেছিলো।

কিন্তু এখন দেখেন সব খালেদার অনুকূলে। আগামী ৫ বছর জন গন আবারও এর যেকোনো একটা জালেম বেছে নেবে না, সেটার কি কোনো গ্যারান্টি আছে?

একই পাপ দুজনেই করছে কিন্তু আমজনতা একজনের পক্ষ হয়ে আরেকজনকে প্রতিবার দোষারোপ করছে, তাহলে আমজনতার কি কিছু করার নেই?

৬| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আল্লাহপাক মহান বিচারক, তাঁর বিচার সবচেয়ে নির্ভুল। অতএব বিচারের ভারটা আল্লাহ রাব্বুল আল আমিনের উপর ছেড়ে দিলেই তো হয়। তিনি সব দেখেছেন, জানেন। আল্লাহর উপর আস্থা না রেখে একজন মানুষের উপর এতো আবেদন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.