নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মা বাবা কোরবান হোন সে নবীর ( সা: ) উপর যিনি উম্মতের এই বিপদে করোনা ভাইরাস থেকে বাচার জন্য উপায় বলে দিয়েছেন। আমরা বেখবর কিন্তু দু জাহানের বাদশা ঠিকই উম্মতের প্রতিটি হালত নিয়ে পেরেশান।
স্বপ্নে নবীজী ( সা: ) করোনা থেকে বাচার আমল দিয়েছেন
১। সূরা ফাতেহা ৩ বার
২। সূরা ইখলাস ৩ বার
৩। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল (সূরা আল ইমরান : ১৭৩) ৩১৩ বার
Mufti Taqi Usmani Reveals That Holy Prophet (PBUH) Told Corona Virus Cure in Dream
২| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কোরআনে যারা বিশ্বাস করে, কোরআনের আদেশ নিষেধ যারা চর্চা করে শুধু তাদের জন্য কোরআন হলো শিফা, রহমত এবং হেদায়াত।
অনেকে হাসাহাসি করে, যারা হাসাহাসি করে ওরাই উপহাসিত হয়।
৩| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪৬
যুবায়ের আলিফ বলেছেন: ভাই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া ব্যতীত কেবল দুয়া দিয়ে আমরা কিছুই করতে পারবো না। আর স্বপ্নের কথা তো বহুদূর।
২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১১
বক বলেছেন: এই মহাবিশ্বে আল্লাহ রাসূল কি সত্ত্বা দুনিয়া টের পাবে। এটা (দোয়া দরুদ) প্রোগ্রামিং ল্যংগুয়েজের মেশিন লেভেল। আর পর্যাপ্ত প্রস্তুতি হলো হাই লেভেল ল্যংগুয়েজের ( হিউমান রিডেবল)
আর ভাই, নবীজী স্বপ্নে আশা চাট্টি খানি কথা না। শয়তান বা বর্তমানের স্ট্রিং পুলার গ্রুপের নবীজীর সুরত ধরার ক্ষমতা নেই।
৪| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
নীল আকাশ বলেছেন: পবিত্র কুরআন শরীফের আরেকটা নাম সম্ভবত আল-শিফা।
আমি জানি না সত্যই উনাকে স্বপ্নে দেখা গেছে নাকি?
কেউ যদি উনাকে স্বপ্নে দেখে তবে সেটা অবশ্যই সত্য। কারণ সনদ সহ সহী হাদিসে আছে,
শয়তান কখনই উনার সুরত নিয়ে স্বপ্নে দেখা দিতে পারবে না।
ধন্যবাদ।
৫| ২০ শে মার্চ, ২০২০ রাত ৮:৫৩
কাবিল বলেছেন: দু জাহানের মালিক পেরেশান হয় প্রথম শুনলাম।
২১ শে মার্চ, ২০২০ সকাল ৮:১৫
বক বলেছেন: যেদিন আমি আপনি ইয়া নাফসি ইয়া নাফসি করব, সেদিন কারো মা তার সন্তানের জন্য এগিয়ে আসবে না, বাবা আসবে না, সবাই বলবে আমাকে বাচাও, আমাকে বাচাও, সেদিন একজন, হা একজনই , আমার নবীজী শুধু বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি।
এই দু জাহানের সর্দারকে চিনলে বুঝবেন। নিজের জন্য নয় উম্মতের জন্য পেরেশান, গুনাহগার উম্মতের জন্য পেরেশান
https://youtu.be/PKA8VigW4D4?t=1638
৬| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:৩৩
হাবিব ইমরান বলেছেন:
এরকম দোয়া দুরূদ পড়তে তো অসুবিধে নেই ৷কিন্তু সাবধান, এটা কোনভাবেই বিদআতের পর্যায়ে যেন না চলে যায়।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: ভাই সত্য কথা হলো সূরা দিয়ে করোনা থেকে বাঁচতে পারবেন না।
তাহলে অলরেডি এত লোক মরতো না। তারা সূরা পড়ে বেঁচে যেত।