নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

গড ইসরাইলকে লক ডাউন করতে মানা করেছে- ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রি

২৭ শে মার্চ, ২০২০ সকাল ১১:৩৯

করোনা ভাইরাসের প্রতিরোধ কেমন চলছে এবং দেশকে কমপ্লিট শাটডাউন করার সম্ভাবনা আছে কিনা? - এই প্রশ্নের জবাবে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রির জবাব হলো -

গড মানা করেছেন। আমরা আশা করছি messiah ( মুসলমানদের মতে দাজ্জাল) পাশওভার হলিডের ( এপ্রিলের ১২ তারিখ সম্ভবত ) পূর্বে চলে আসবে।

( But when asked about the chances of Israel continuing to be under complete shut-down until the Passover holiday, Litzman offered a rather unconventional response saying: “God forbid! We are praying and hoping that Moshiach (messiah) will arrive before Passover as it is a time of our redemption )

দুনিয়ার মোহাবিষ্ট মানুষেরা ইসরাইলকে মডেল ভাবে। ইসরাইল কি বেকুব জাতি হয়ে গেলো? করোনাকে নিয়ে কেউ এভাবে কথা বলে? এরা পুরাই আউলাইয়া গেসে।

Israel’s Health Minister: I’m Sure the Messiah will Arrive by Passover

এখন মুসলামনরা যদি বলে আমাদের আল্লাহ ও রাসূল এটা বলেছেন। ইমাম মেহেদি আসবেন। তখন দুনিয়াবাজরা হামলে পড়ে।
ওহে দুনিয়াবাজরা, তোমরা ইসরাইলকেও চিনলা না, ইসলামকেও চিনলা না।



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা তাদের ভুল বিশ্বাসে দৃঢ়
মুসলমানরা তাদের সত্য বিশ্বাসেও দুর্বল।

ব্যবধানটা এখানেই।

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১০

বক বলেছেন: ভুল সেটা ঠিক। তার চেয়ে গুরুতর হচ্ছে এটা ধর্ম বিশ্বাস। কেন বাছা? তোমরা এমন বিশ্বাস কেন রাখবা? দুনিয়া কোথায়া গেছে খবর রাখো না? মহাকাশে চলে গেছে দুনিয়া আর তোমরা এখনো ধর্ম নিয়ে পড়ে আছো। ছি: ! সব ইহুদি কি বেক্কল হয়ে গেলো? তারা জানে না এমন মধ্যযুগের চিন্তা ভাবনা ওয়ালা একজন তাদের মন্ত্রি ? আমরা স্মার্ট লোকেরা ইসরাইলের স্বাস্থই মন্ত্রীর পদত্যাগ চাই।

২| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: আর কিছু দিন যাক, সব কিছু দিনের আলোর মতোণ পরিস্কার হবে।

৩| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৫

নেওয়াজ আলি বলেছেন: মরা আরম্ভ হলে বাপ ডাকা শুরু হবে

৪| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:১৫

একনিষ্ঠ অনুগত বলেছেন: দৃঢ় বিশ্বাস ভালো। কুরআনও বলেছে দৃঢ় বিশ্বাসী হতে আল্লাহ্‌ ও রসূল (সঃ) প্রতি। কুরআন সকলকে উদ্দাত্ত আহবান জানায় ইসলামে দৃঢ় বিশ্বাসী হতে।

৫| ০৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার পোস্ট পড়ে আমি আশ্বস্ত হয়েছি। আমি ভেবেছিলাম খালি মুসলমাদরেকই সকলে বকাবকি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.