নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় প্রযুক্তি /বিজ্ঞান বা অস্ত্র কোনটি?

১৪ ই মার্চ, ২০২১ সকাল ৮:২৪

ধরুন আপনি কোন দেশের প্রধান। আপনার হাতে এমন এক প্রযুক্তি বা অস্ত্র আছে যা অন্য দেশের কাছে নাই। আপনি সে প্রযুক্তি বা অস্ত্র ব্যবহার করে সহজেই অন্য দেশকে কাবু করতে পারেন বা বশে আনতে পারেন। যা দিয়ে আপনি পুরো দুনিয়ায় ছড়ি ঘুড়াচ্ছেন।

আপনি কি সে প্রযুক্তি বা অস্ত্রটা অন্য কাউকে দিবেন? না।

আপনি আপনার সর্ব্বোচ্চ চেস্টাটা করবেন এটা আপনার কুক্ষিগত রাখতে। আপনি আপনার প্রতিদ্বন্ধি অবশ্যই বানাবেন না। আপনার ক্ষমতার উৎস যদি হয় এই প্রযুক্তিটা তাহলে সম্ভব হলে আপনি মানুষকে তা জানা থেকে ১৮০ ডিগ্রী দুরে রাখবেন।

বর্তমানে সে রকম প্রযুক্তি বা অস্ত্র আপনি কোনটাকে মনে করেন?

পারমানবিক বোমা?
===================
এটা একাধিক দেশে আছে। ফলে কেউ এটা ব্যবহার করতে সাহস করে না। যেটা ব্যবহার করা যায় না সেটার প্রভাব থাকলেও সুপার পাওয়ার নাই। আমার মনে হয় এটা একটি প্রকাশিত, প্রচারিত এবং ভুল অস্ত্র, যা মানুষের উপর প্রভাব বিস্তারের জন্য তৈরি করা কিন্তু ব্যবহারের জন্য নহে।

বর্তমানে অন্যান্য সমস্ত প্রযুক্তি আলোচনা আনা যায় কিন্তু ফলাফল একি আসবে।

তাহলে এমন কোন প্রযুক্তি কি নেই?

আমার প্রবল ধারনা হলো, আছে। সে টেকনোলজিটা গুটি কয়েক ব্যক্তি বা গুস্টি ব্যবহার করছে। তারা সেটা জানতে দিতে তো চায় -ই না বরং তাদের সর্বান্তকরনের প্রচেস্টা হলো দুনিয়ার মানুষকে তা থেকে ১৮০ ডিগ্রী দুরে রাখা।

কি সেই টেকনোলজি বা বিজ্ঞান?

পদার্থের শক্তি, ভর ও আলোরগতি ( E=mc2) ? নাকি রুহের শক্তি, ভর অবমুক্তকরন ধ্রুবক ও নূরের তাজাল্লি (আমি কোন ইকুয়েশন দেইনি, অবমুক্তকরন ধ্রুবক ছুড়েছি )

E=mc2 , এই জাতীয় জ্ঞান প্রকাশিত, প্রচারিত এবং অনুপ্রানিত করা হয়। অপরটি অপ্রকাশিত, নিরুৎসাহিত ও দমিত করা হয়। ইকুয়েশন কিন্তু দুটিরই আছে।







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: কিছু সময়ের জন্য ইকুয়েশন ভুলে যান। পবিত্র স্বচ্ছ জ্ঞান নিয়ে আপনি নিজেই ভাবুন। উত্তর পেয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.