নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। XY+টেসটিস+ মেইল সেকেন্ডারি সেক্সচুয়াল ক্যারেকটার = Male(পুরুষ)। এই পুরুষ অপারেশন করেও কখনো মা হতে পারবে না।
২। XX +ওভারি+ ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেকটার= Female (নারী)। এই নারী অপারেশন করেও কখনো বাবা হতে পারবে না।
এখন হিজড়াতে আসি, এখানে বহু ভ্যারাইটি আছে, তবে এদেরকে মোটাদাগে ৩ভাগে ভাগ করি।
৩। কমপ্লেক্স হিজড়া ( True hermaphrodite) এদের বিষয়টা কমপ্লেক্স। অনেক সময় টেসটিস, ওভারি একসাথে থাকতে পারে। এদের প্রকৃত সেক্স ডিটারমাইন করা টাফ। এরা সংখ্যায় অতিনগন্য।
৪। মেল প্রিডমিনেন্ট হিজড়া ( Male pseudohermaphrodite) XY+টেসটিস+ ফিমেল সেকেন্ডারি। এরা ইন্টারনালি মেইল, এক্সটারনালি ফিমেল। এদের মেডিকেল ও সার্জিকাল ট্রিটমেন্টের পর বাবা হবারও সুযোগ থাকে।
৫। ফিমেল প্রিডমিনেন্ট হিজড়া ( Female pseudohermaphrodite) XX + ওভারি+ মেল সেকেন্ডারি। এরা ইন্টারনালি ফিলেম, এক্নটারনালি মেইল। মেডিকেল ও সার্জিকাল ট্রিটমেন্টের পর এদের মা হবার সুযোগ থাকছে।
এখানে ১ পুরুষ, ২ নারী, ৩,৪,৫ হিজড়া।
তাহলে গন্ডার কারা? যারা ১ থেকে ২ হতে চায় অথবা ২ থেকে ১ হতে চায় যেটা কখনোই পসিবল না। এদের কারো কারো জেন্ডার ডিস্ফোরিয়া থাকে যা একটা মানসিক সমস্যা।এটার জন্য অধিকার নয়, চিকিৎসা দরকার।
তবে বঙ্গীয় গন্ডার গ্রুপের বেশিরভাগই বটম পায়ুকামী যারা অন্য পুরুষের কাছে নিজেদের পায়ুপথ নিবেদন করে। এটাকে সুচারুরূপে করার জন্য তারা রুপান্তরের পথ বেছে নেয়।
কথা ক্লিয়ার নাকি ভিডিও লাগবে??
Mehedi Hasan
ICU In-Charge at Popular Medical College & Hospital
২| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
শাহ আজিজ বলেছেন: যাক এটা নিয়ে আর হৈ চৈ করার সুযোগ রইল না । ধন্যবাদ আপনাকে ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৬
সোনাগাজী বলেছেন:
বিদ্যান বকের কথা শুনলাম, এবার দেখি সারস কি বলে!
৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: বিদ্যান বকের কথা থেকে সত্যিই শিক্ষা নেওয়ার আছে। কিছু কিছু কাটখোট্টা আছে তাদের শিক্ষা নেওয়া উটিত। ধন্যবাদ, বক ভাই। আবোল তাবোল জ্ঞান অর্জন করে যে কিছু মানুষ জ্ঞান পাপী হয়ে যায় জানলাম তাদের থেকে এবারে সচেতন থাকবো।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কলা কিংবা বাণিজ্য বিভাগে পড়ে মেট্রিক পাশ করার পরে জেনেটিক্সের এই জাতীয় জটিল বিষয় বোঝা অন্তত বাংলাদেশের মানুষের (বেশির ভাগ )কাজ নয় বলে আমি বিশ্বাস করি ।
পড়াশোনা করতে হবে ।
তারপরে বুঝতে হবে।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: কোন একটা ইস্যু পেলে হাউকাউ করা বাঙালির স্বভাব।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৫
কলাবাগান১ বলেছেন: স্বল্প 'শিক্ষিত' বাংগালীদের বুঝানো খুব সহজ যে ট্রান্সজেন্ডার রা সব 'মনে মনে' ট্রান্সজেন্ডার...মনে মনে ট্রান্সজেন্ডার হলে এত হাজার হাজার ডলার খরচ করে কেউ সেক্স চেন্জ করাতো না। পায়ুপথ ছেলে মেয়ের সবারই আছে, সেক্স চেন্জ অপারেশন করাতে হবে কেন? আর পায়ুপথ কারা পছন্দ করে সেটা বোধ হয় আমেরিকার চার্চের ধর্মযাজক দের মুখোশ উন্মোচন এর পর আর বলে দিতে হবে না......
এই সমস্ত জ্ঞানপাপীরা জীবনেও ক্রোমজম, জিন যে একটা মানুষকে ডিফাইন করে সেটাই বুঝে না....বিজ্ঞান সবই জানে কিভাবে meiosis এর সময় chromosomal non-disjunction এর ফলে 45 chromosome instead of normal 46 বেবী জন্মায়, why XXY, XXXY (Klinefelter syndrome), why polyX females, why only one X instead of two XX in female (Turner's syndrome), Down's syndrome, why no YY babies, why intersex? Why one of the X chromosomes in normal females is inactivated? There are thousands of different ways mistakes can happen in the sex chromosomes or in the sex determining genes on other chromosomes. Specially when cells replicate 3 billion (3,000,000,000) bases of DNA in each cell, errors can happen in genes.....X chromosome has 153 million DNA base pairs.......There are trillions of cells that replicates DNA continuously.
৮| ২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: আমি জ্ঞানপাপী নই।
৯| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৩
বিজন রয় বলেছেন: বিজ্ঞানের চেয়ে ধর্ম বড়।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কথা ক্লিয়ার কিন্তু, নীচের ৩ লাইন ড. মেহেদী হাসান বলেন নাই