নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানছি

বক

শুরুতে বাংলা টাইপ না জানা থাকাতে উল্টাপাল্টা দুটি কি চেপে আজ আমার নিক বক। :)

বক › বিস্তারিত পোস্টঃ

আমাদের জাতির পরিচয় কি?

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৬

হযরত মোহাম্মদ ( সা: ) মক্কার নেতাদের অফার করেছিলেন, তারা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ( সা: ) মেনে নেয়, তাহলে তারা আরব এবং অনারবের উপর রাজত্ব করবে। কপালপোড়া সেই নেতারা (যারা ইসলাম কবুল করে নাই) তা বিশ্বাসও করতে পারে নাই, হজমও করতে পারে নাই। রোম ( ধরেন বর্তমানের আমারিকা ) পারস্য ( ধরেন বর্তমান চীন/ রাশিয়া ) কে পরাজিত করে বাস্তবে তাই ঘটেছিলো। আমার নবী ( সা: ) মিথ্যা প্রতিশ্রুতি দেন না।

এবার আসি এ জাতির/ আমাদের পরিচয় নিয়ে। আমরা যারা এ ভুখন্ডে বাস করছি, আমরা কোন দিক দিয়েই দুনিয়াকে শাষন করার পর্যায়ে যেতে পারবো না, শুধু মাত্র উপরে উল্লেখিত পথ ব্যতিত। আমরা বাংগালি পরিচয়েও পারবো না, বাংলাদেশি পরিচয়েও না, সেকুলার পরিচয়ে তো আরো না। তাই আমাদের জাতির পরিচয় যদি হয় ইসলাম, ঠকবে না হে ব-দ্বীপের জনগন.


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৭

নতুন বলেছেন: আমরা বাংগালি পরিচয়েও পারবো না, বাংলাদেশি পরিচয়েও না, সেকুলার পরিচয়ে তো আরো না। তাই আমাদের জাতির পরিচয় যদি হয় ইসলাম, ঠকবে না হে ব-দ্বীপের জনগন.

বাংলাদেশীদের মুসলমানী দেওয়া কি খুবই দরকার?

২| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫

মেঘনা বলেছেন: বাই দ্যা ওয়ে, বাঙালি মুমিনদের আরবরা মিসকিন নামেই জানে।

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০

বক বলেছেন: আপনি যদি পাওয়ারের সোর্স বুঝেন, তাহলে জেনে থাকবেন মুমিন মিসকিনদের হাতেই সেটা আছে। না বুঝলে কি আর করা বা বলার আছে?

৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮

সৈয়দ কুতুব বলেছেন: রাজত্ব করতে চাইলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। বাংলাদেশের সামনে যে পাহাড়সম সমস্যা শ্রেষ্ঠত্ব অর্জনের থেকে স্থিতিশীলতা অর্জনের দিকে মনোযোগ দেয়া উচিত।

২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭

বক বলেছেন: আমি ঐটাই বলেছি যা রসুল ( সা: ) বলেছিলেন। এখানে কিভাবে? এটার উত্তর দেয়া হয় নাই। ঐটা যিনি আরকিটেক্ট তিনিই ডিজাইন করবেন। সেসময়ও এটা বেদুইন আরবদের জন্য অবাস্তব ছিল। সে সময়ে প্রযুক্তিতে শ্রেষ্ঠদের সাথেই কমপিট/লড়াই করেই হয়েছিল

৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২২

আজব লিংকন বলেছেন: বিশ্বে বর্তমান উন্নত জাতি কারা?

৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

নিমো বলেছেন: খুবই উত্তম প্রস্তাব। দেশের নামটা কী হবে জনাব, ইসলামি বকদেশ।

৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

এস.এম.সাগর বলেছেন: অবশ্যই আগামীতে
ইসলাম সমগ্র পৃথিবীকে শাসন করবে। অবশ্যই যারা মুসলিম তারা সকলেই এই কথা বিশ্বাস করে।

৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

কামাল১৮ বলেছেন: ধর্মিয় পরিচয় আর জাতিয় পরিচয় এক না।

৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৭

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর চিন্তা আমার লেখা পড়ার আমন্ত্রণ রইলো ভাই ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.